Wednesday, July 22, 2020

Using Right Form of Words (শব্দের সঠিক রূপের ব্যবহার)


একটি সফল বাক্য বলা বা লেখার জন্য বাক্যে Word এর সঠিক রূপের ব্যবহার সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। বাক্যে শব্দের সঠিক রূপ ব্যবহার করতে না পারলে বাক্যটি অর্থগতভাবে অসংগতিপূর্ণ হয়ে যার, ফলে বাক্যটি ব্যকরণগতভাবে সঠিক হতে পারে না। English এর নবীন শিক্ষানবিসদের এই ভুলটি হয়ে থাকে; কারণ Word এর রূপভেদ ও বাক্যে সেসবের সঠিক রূপের ব্যবহার সম্পর্কে তাদের ধারণা থাকে না। যেমন— অনেকে বলে থাকে "I will be success in life"; কিন্তু এখানে success হবে না কারণ 'success' হলো Noun যার অর্থ 'সফলতা', ফলে উক্ত বাক্যের অর্থ দাঁড়ায় "আমি জীবনে সফলতা হবো" অথচ এর মাধ্যমে বক্তা বুঝতে চেয়েছিল "আমি জীবনে সফল হবো"। কিন্তু 'success' Word টির সঠিক রূপ ব্যবহার করতে না পারায় বাক্যটি অর্থহীন এক ভুল বাক্য হয়ে গেছে। উক্ত বাক্যটিতে 'সফল' এর ইংরেজি 'succeeded' বললেই বাক্যটি সঠিক হবে।
অর্থাৎ, সে 'সফল' কথাটিকে বুঝাতে 'success' ব্যবহার করেছিল কিন্তু 'সফল' কথাটি হলো Adjective; তাই তাকে এখানে 'success' এর Adjective রূপ 'succeeded' ব্যবহার করতে হবে।
একইভাবে এরূপ আরও কিছু বাক্য যেমন—
i) I want to success the work.
ii) I want to be success in life.
iii) You will be success.
iv) He is a success person.
এই বাক্যগুলোতেও 'success' শব্দটির সঠিক রূপ ব্যবহার করতে না পারায় বাক্যগুলো ভুল হয়েছে। এ বাক্যগুলোর সঠিক রূপ হবে→
i) I want to succeed the work (আমি কাজটি সফল করতে চাই).
👉  ব্যাখ্যা : 'to + verb এর base form' কে infinitive বলে; আর 'success' এর verb হলো 'succeed' এবং 'succeed' হলো verb এর base form.
ii) I want to be succeeded in life (আমি জীবনে সফল হতে চাই).
👉  ব্যাখ্যা : to be/ Mondal + be (shall be, will be, can be, may be ইত্যাদি) এর পরে verb এর Past Participle form বসে, আর 'succeed' এর Past Participle হলো 'succeeded'.
iii) You will be succeeded (তুমি সফল হবে).
👉  ব্যাখ্যা : ভবিষ্যতে করোও কোনো কিছু হওয়া অর্থে 'to be' verb (shall be/ will be) এর পরে verb বসালে তার Past Participle form হবে। আর 'succeed' এর Past Participle হলো 'succeeded'.
iv) He is a successful person (সে/ তিনি একজন সফল ব্যক্তি).
👉 ব্যাখ্যা :  successful এবং succeeded এই দুইটি শব্দই 'success' এর Adjective form. Verb এর Past Participle form Adjective এর কাজ করে থাকে যেমন 'boiled egg' অর্থ সিদ্ধ ডিম, এখানে verb এর Past Participle form 'boiled' ডিমের অবস্থা বুঝালো। এখানে 'successful' হলো 'success' এর Noun formulated Adjective এবং 'succeeded' হলো Verbal Adjective.
এখন কথা হলো, উপরোক্ত উদাহরণগুলোতে succeeded এর স্থলে successful এর successful এর স্থলে succeeded বসালেও বাক্য সঠিক হবে তবে to be/ shall be, will be ইত্যাদি Mondal + be এর পরে Verbal Adjective 'succeeded' বসানোই শ্রেয়।
এমনিভাবে শুধু success শব্দটি নয় এরূপ অন্যান্য শব্দের ক্ষেত্রেও এসব বিষয় মাথায় রাখতে হবে। 'success' শব্দটিকে উদাহরণ হিসেবে নিয়ে বিষয়টি বুঝানো হলো।

এই ভুল দূর করার সহজ পদ্ধতি হলো বাংলায় শব্দটি যে রূপ এ আছে ইংরেজিতেও সেই শব্দটিকে সেই রূপেই লেখা এবং সেইসাথে অর্থের বিষয়টিও খেয়াল করা।
এই Lesson টি Speaking এবং Writing এ সঠিকভাবে ইংরেজি বলা ও লেখায় সহায়ক হওয়ার পাশাপাশি HSC তে English 1st Paper এর '3' নম্বর প্রশ্নের উত্তর করা শেখার ক্ষেত্রে কাজে লাগবে।
তাই এখন বাক্যে Word এর সঠিক রূপের ব্যবহার বিষয়ক জ্ঞাতব্য বিষয়সমূহ নিম্নে আলোচনা করা হলো।
1. Article, Possessive Pronoun এবং Preposition এর পরের Word টি Noun হবে। তবে এসবের পরে Verb বসালে সেটি Gerund (Verb + ing যুক্ত form) হবে।
যেমন—
i) Without (remove) poverty, our population can not be educated. Answer: removing
ii) The (believe) of our people about him is very strong. Answer: belief/ believing
iii) His (perform) at the sport made us surprised. Answer: performance/ performing
iv) I am interested in (learn) English. Answer: learning

2. Sentence এর শুরুতে ব্রাকেটের ভেতরের Word টি verb হলে তা Noun অথবা Gerund হবে।
যেমন—
i) (Destroy) forests has a very bad effect on the environment. Answer: Destructing/ Destroying
ii) (Swim) is a good exercise. Answer: Swimming
Note: ( ) এর word টির পরে Preposition থাকলে সেটি Gerund তথা Verbal Noun না হয়ে base noun হবে।
যেমন— (Destroy) of forests has a very bad effect on the environment. Answer: Destruction

3. একই Sentence এ Conjunction দ্বারা দুটি verb যুক্ত থাকলে ব্রাকেটের verb টি অপর verb এর tense অনুযায়ী হবে, তবে Perfect Tense এর ক্ষেত্রে ব্যতিক্রম।
যেমন—
i) I came here and (see) him. Answer: saw
ii) Jerry (be) at the orphanage since he was four. Answer: had been.

4. একই Sentence এ Conjunction ছাড়া দুটি verb থাকলে ব্রাকেটের verb টি যদি Noun এর অবস্থা বুঝায় তাহলে উক্ত verb টির সাথে ing যুক্ত হয় কিন্তু উদ্দেশ্য/ লক্ষ্য/ কারণ বুঝালে verb টির পূর্বে Infinitive to বসে।
যেমন—
i) I saw her (dance) on the stage. Answer: dancing
ii) I went there (learn) English. Answer: to learn

5. Subject + Transitive verb + Object আকারে কোনো Sentence হলে উপরোক্ত তিনটি উপাদান ব্যতীত ব্রাকেটের word টি Adverb এ পরিণত হয়।
যেমন—
i) Education trains us (mental). Answer: mentally
ii) He helped us (serious). Answer: Seriously

6. There + verb + subject আকারে কোনো Sentence হলে পরবর্তী Subject এর number অনুযায়ী verb টির form হবে।
যেমন—
i) There (be) a fault in the machine. Answer: is/ was
ii) There (be) two schools in our village. Ans: are

7. Sentence এর যেকোনো অংশ Article + Adverb + Adjective + Noun আকারে থাকতে পারে। এক্ষেত্রে ব্রাকেটের ডানের worb এর form অনুযায়ী ব্রাকেটের শব্দটির form নির্ধারিত হবে।
যেমন— Laptop computer is a (fair) modern invention. Answer: fairly.

8. Active Voice এর ক্ষেত্রে 'to be' verb এর পরের verb টির সাথে ing যুক্ত হয়। কিন্তু verb 'to have' এর পরের verb টি Past Participle হয়, আবার Modal Auxiliary verb এর পরের verb টি Infinitive/ base form হয়।
যেমন—
i) I am (learning) English. Answer: learning
ii) I have (do) the work. Answer: done
iii) I can (done) it. Answer: do

9. Passive voice এর ক্ষেত্রে 'to be' verb এর পরের verb টি Past Participle হয়।
যেমন— Communicative competence can be (develop) in two ways. Answer: developed

উপসংহার: এখনে উল্লেখিত নিয়মগুলো পরীক্ষার প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সহায়ক হবে। English এ কথা বলার সময় এবং English এ ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় বাক্যে word এর সঠিক রূপের ব্যবহার করতে পারলে এবং বাক্যের অর্থ সম্পর্কে সচেতন থাকলেই হবে।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




English — তে A+ এবং ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী করে তোলার অন্যতম দক্ষ শিক্ষক মেহেদী হাসান এখন পড়াচ্ছেন চতরায়।
JSC—SSC—HSC এর Academic English, Admission এর English Program, আউটসোর্সিং এর জন্য কমিউনিকেটিভ English এবং Written Program এ ভর্তি হতে পারো ভরসার সাথে।

শিঘ্রই তোমার আসন নিশ্চিত করতে যোগাযোগ করো 01746315639 / 01743778788 তে।
কিংবা ফেসবুক পেজ →

Dream's | English Program at Chatra

No comments:

Post a Comment