Verb বলতে আমরা মূলত Principal Verb কেই বুঝে থাকি। আর ইংরেজিতে এই Principal Verb এর ছয় প্রকারের রূপ আছে, যথা— Verb এর Base form, Present form, Past form, Past Participles form, Verb এর সহিত ing যুক্ত form এবং verb সহিত s/es যুক্ত form.
Verb এর Base form এবং Present form এর রূপ একই রকম। আর ing যুক্ত form এ 'ing' এবং 's/es' যুক্ত form এ s/es যুক্ত হয় Verb এর Base form এর সহিত।
ইংরেজি বাক্যে Verb এর এই ছয় প্রকারের রূপের কোন রূপ কোথায় বসবে তার নিয়মসমূহ হলো Using Right form of Verbs বা ক্রিয়ার সঠিক রূপের ব্যবহার।
Right Form of Verbs হলো English Grammar এর প্রাণ। নিম্নে সুশৃঙ্খলভাবে Right Form of Verbs এর নিয়মসমূহ বর্ণনা করা হলো—
♦ Part—A : Verb এর Present Form এর ব্যবহার (Use of V1):
1. Present Indefinite Tense এ Subject এর পরে মূল Verb এর Present form বসে।
উদাহরণ— 1) I eat rice. 2) I love you. 3) They play football.
তবে এই Tense এ Subject 3rd Person Singular Number হলে Base form না বসে Verb এর s/es যুক্ত form বসে। verb এর s/es যুক্ত form টিও হলো verb এর Present form; 'Part—E' তে এর বিশেষত্ব তুলে ধরা হয়েছে।
এবং Future Indefinite Tense এ Auxiliary verb এর পরে মূল verb এর Present form বসে।
উদাহরণ— 1) I will do the work. 2) He will help you.
2. Sentence এ Auxiliary verb হিসেবে do not, does not, did not ব্যবহৃত হলে এসবের পরে verb এর Present form বসে।
উদাহরণ— 1) I do not like summer. 2) I don't like it. 3) He does not go to school regularly. 4) He did not come here yesterday.
3. সকল Modal Auxiliary Verb তথা- shall, should, will, would, can, could, may, might, must, need, dare, have to/ has to, ought to ইত্যাদি এর পরে Verb এর Present Form বসে।
উদাহরণ— 1) I can do the work. 2) He may come today. 3) You should do the work. 4) I must do the work. 5) I have to study regularly.
4. Infinitive এর ক্ষেত্রে verb এর Present form বসে। Verb এর পূর্বে যে to বসে তাকে Infinitive 'to' বলে; এরপরে verb এর Present form বসিয়ে Infinitive গঠন করা হয়।
উদাহরণ— I want to learn English.
5. Had better, Had rather, Would better, Would rather, let এর পরে verb এর Present form বসে।
উদাহরণ— 1) You had better go home. 2) I would rather take loan from bank to take your help. 3) Let us go home. 4) Let him do the work.
6. am to/ is to/ are to দ্বারা বর্তমানে কোনো কাজ বাধ্যতামূলক করতে হয় বুঝায় এবং এক্ষেত্রে Verb এর Present form ব্যবহৃত হয়।
উদাহরণ— I am to phone him. 3) He is to inform his boss. 4) You are to come here everyday.
7. সুনির্দিষ্ট Adverb of Time নেই এমন Sentence এ যদি always, often, sometimes, everyday, regularly, generally, daily, occasionally, usually, normally, ইত্যাদি থাকে সেক্ষেত্রে Sentence টি সাধারণত Present Indefinite Tense হয়।
উদাহরণ— 1) I often go there. 2) They respect me always.
♦ Part—B : Verb এর Past Form এর ব্যবহার (Use of V2):
1. Past Indefinite Tense এ Subject এর পরে Verb এর Past form বসে।
উদাহরণ— 1) I went to school. 2) He helped me. 3) I took my HSC examination in 2011.
* এই Tense এর Negative ও Interrogative form গঠনের সময় Auxiliary verb হিসেবে did/ did not ব্যবহৃত হলে সেক্ষেত্রে Verb এর Past form না বসে Base form বসে। যেমন— I did not go there. 2) did you go there?
2. বাক্যে অতীতকাল নির্দেশক শব্দ যেমন- Yesterday, day before yesterday, last week, last year, last month, last, ago, long ago, long since ইত্যাদি থাকলে Verb এর Past Indefinite Tense হয়, ফলে মূল Verb এর Past form হয়।
উদাহরণ— 1) Father came home yesterday. 2) Last night I had a bad dream. 3) Long ago there was a king.
3. It is time, It is high time, wish, fancy যুক্ত বাক্যে Subject এর পরে মূল Verb এর Past form হয়।
উদাহরণ— 1) It is high time he changed his bad habits. 2) It is time you married. 3) I wish I sang a song.
4. অনেক সময় অতীত অভ্যাস বুঝতে always, often, regularly, usually ইত্যাদি যুক্ত থাকলেও Past Indefinite Tense হয়। এক্ষেত্রে Verb এর Past form ব্যবহৃত হয়।
উদাহরণ— 1) Nancy usually sang in any function. 2) He often phoned me. 3) He was always late in class.
5. অতীতকালে একটি কাজ ঘটার সঙ্গে সঙ্গে অপর একটি কাজ ঘটে থাকলে দুটি কাজেরই Past Indefinite Tense হবে। ফলে সেখানে verb এর Past form ব্যবহৃত হবে।
উদাহরণ— 1) When the teacher entered the class, the students stood up. 2) They greeted us when they saw us.
6. Coordinating conjunction যেমন and দ্বারা যুক্ত দুটি coordinate clause এর প্রথমটি Past tense হলে পরেরটিও সাধারণত Past tense হয়।
উদাহরণ— I went to Dhaka and met my friend.
♦ Part—C : Verb এর Past Participle form এর ব্যবহার (Use of V3):
1. সকল Perfect Tense এ অর্থাৎ have, has, had এর পরে Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) I have done the work. 2) He has finished his work.
2. Passive Voice এ সর্বদাই Auxiliary verb এর পরে মূল Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) Rome was not built in a day. 2) English is spoken all over the world. 3) He is known to me.
3. Having, to be, being এর পরে Verb এর Past Participle form ব্যবহৃত হয়।
উদাহরণ— 1) Having done the work he went home. 2) The result will be published. 3) The principal desired the notice to be hung. 4) The pen is being used.
4. Perfect Conditional এর ক্ষেত্রে অর্থাৎ would have, could have, should have, might have এর পরে Verb এর Past Participle form হয়।
উদাহরণ— If you helped me, I could have done the work.
o\ = (Modal + be)/ (Modal + have) + _______ (?) → V3
5. কোনো Sentence এ Just, just now, already, lately, recently, ever, yet থাকলে বাক্যটি Present Perfect Tense হয়, ফলে মূল Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) We have just finished the work. 2) Our class already have started. 3) You have not paid your due yet.
♦ Part—D : Verb এর সহিত ing যুক্ত form এর ব্যবহার:
1. সকল Continuous Tense এবং সকল Perfect Continuous Tense এ Auxiliary verb এর পরে মূল verb এর সহিত ing যুক্ত হয়।
উদাহরণ— 1) I am reading a book. 2) He was waiting for me. 3) I have been reading a book for two hours.
2. সাধারণত সকল Preposition এর পরে Verb এর সহিত ing যুক্ত হয়।
উদাহরণ— 1) I am interested in learning English. 2) At studying time in the college I loved her.
* এছাড়াও Prepositional Phrase এর পরে Verb এর সহিত ing যুক্ত হয়।
3. Present Participle এবং Gerund এর ক্ষেত্রে Verb এর সহিত ing যুক্ত হয়।
[] Present Participle: Verb এর Present form এর সহিত ing যুক্ত হয়ে যদি উহা একইসঙ্গে Verb এবং Adjective এর কাজ করে তাকে Present Participle বলে।
উদাহরণ— He got down from a running bus.
অসমাপিকা ক্রিয়ায় একটি কাজ শেষ হয়ে অপর একটি কাজের শুরু বুঝালে প্রথম কাজটির Present Participle করতে হয়।
যেমন— বাজারে গিয়ে সে একটি বই কিনবে = Going to market he will buy a book.
[] Gerund: Verb এর Present form এর সহিত ing যুক্ত করলে যদি উহা একইসঙ্গে Noun এবং Verb এর কাজ করে তাকে Gerund বলে।
উদাহরণ— সাঁতার একটি ভালো ব্যায়াম = Swimming is a good exercise.
অসমাপিকা ক্রিয়ার শর্তমূলক বাক্যে ইহা by + gerund এবং without + gerund গঠনে ব্যবহৃত হয়।
যেমন— 1) মনোযোগ দিয়ে পড়লে তুমি পরীক্ষার পাশ করবে = By reading attentively you will pass in the examination. (by + gerund)
2) মনোযোগ দিয়ে না পড়লে তুমি পরীক্ষার ফেল করবে = Without reading attentively you will fail in the examination. (without + gerund)
4. Besides, Despite প্রভৃতির পরে Verb বসলে Verb এর সাথে ing যুক্ত হয়।
উদাহরণ— 1) Besides buying foods, he bought clothes. 2) Despite working hard, he could not shine in life.
5. কোনো Sentence এ now, right now, at this moment, at this time, at this every moment today ইত্যাদি উল্লেখ থাকলে Finite Verb টির Present Continuous Tense হয়। ফলে মূল Verb এর সাথে ing যুক্ত হয়।
উদাহরণ— 1) I am teaching you at this moment. 2) He is playing football right now.
Notes:
i) Verb এর শেষে m, n, p, t থাকলে তার সাথে 'ing' যোগ করার সময় শেষের Consonant টি double হয়ে যায়। যেমন— Swim→ Swimming, Run→ Running, Sleep→ Sleeping, Cut→ Cutting
ii) Verb এর শেষে "e" থাকলে "ing" যোগ করার সময় "e" উঠে যায়। যেমন— Write→ Writing, dance→ dancing
♦ Part—E : Verb এর s/es যুক্ত form এর ব্যবহার:
Present Indefinite Tense এ Subject 3rd Person Singular Number হলে মূল Verb এর শেষে s/es যুক্ত হয়।
উদাহরণ— 1) He goes to school. 2) Tabassum loves coffee.
আর এই Tense এ কোনো Auxiliary Verb না থাকায় Negative ও Interrogative Sentence গঠন করার সময় 3rd Person Singular Number এর সাথে Auxiliary Verb হিসেবে Does ব্যবহৃত হয়। আর Does ব্যবহার করলে মূল Verb এর সাথে s বা es যুক্ত হয় না। যেমন— 1) He does not like you. 2) Does he like you?
Note: অনেক সময় কোনো verb এর base form এর শেষে "y" থাকলে সে স্থলে "i" লিখে "es" যোগ করা হয়। যেমন— cry→cries, fly→flies
♦ Part—F : Clue ভিত্তিক Tense নির্ধারণ এবং কিছু বিশেষ নিয়ম:
1. If অর্থ যদি। শর্তমূলক বাক্যে ইহা ব্যবহৃত হয়। If যুক্ত বাক্যের—
প্রথম অংশটি Present Indefinite Tense হলে দ্বিতীয় অংশটি Future Indefinite Tense হবে।
উদাহরণ— 1) If you come, I will go. 2) If you love me, I will marry you.
আবার, প্রথম অংশটি Past Indefinite Tense হলে দ্বিতীয় অংশটির Subject এর পরে would/should/could/might বসে ও verb এর Present form হয়।
উদাহরণ— If you came, I would go.
আবার, প্রথম অংশটি Past Perfect Tense হলে দ্বিতীয় অংশটির Subject এর পরে would have/could have/should have/might have বসে এবং এরপর verb এর Past participle form বসে Perfect Conditional গঠিত হয়।
উদাহরণ— If you had come, I would have gone.
2. কোনো কাজ করা মাত্রই/ করতে না করতেই বোঝাতে No sooner had.......than, scarcely had.......when, hardly had......before এসব ব্যবহৃত হয় এবং এসব থাকলে had যুক্ত অংশটি Past Perfect Tense এবং পরবর্তী অংশটি Past Indefinite Tense হবে।
উদাহরণ— No sooner had he seen the police than he ran away.
3. Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। আর, প্রথম অংশ Past Indefinite হলে পরের অংশ Past Perfect হয়।
উদাহরণ— 1) It is many years since I meet you last.
2) Many years have passed since his father went to abroad.
3) It was many years since they had first meet.
4) It was long since I had seen her last.
4. একই Sentence এ Conjunction ছাড়াই দুটি Verb থাকলে Subject সংলগ্ন Verb টি Tense এর নিয়মানুসারে Person ও Number অনুযায়ী হয় এবং অন্য Verb টির সাথে ing যোগ করতে হয় অথবা Verb টির পূর্বে to বসিয়ে infinitive গঠন করতে হয়।
এখানে উল্লেখ্য যে পরবর্তী Verb টি noun এর অবস্থা বুঝালে Verb+ing (Gerund) হয় আর উদ্দেশ্য/লক্ষ্য/কারণ বুঝালে infinitive করা হয়।
উদাহরণ— 1) I saw her (dance) on the stage. Ans: dancing
2) I went there (learn) English. Ans: to learn
5. Had better, had rather, would better, would rather, need, dare ইত্যাদির পরে প্রদত্ত Verb এর Present form হয় এবং পরীক্ষার প্রশ্নে বন্ধনীর মধ্যে verb এর পূর্বে to থাকলে উক্ত to উঠে যায়।
উদাহরণ— 1) You need do it. 2) He dare drive the car.
6. Sentence এর শুরুতে 'Would that' থাকলে Subject এর পরে 'could' বসে এবং Verb এর Present form বসে কেননা তা কাল্পনিক ঘটনা প্রকাশ করে।
উদাহরণ— Would that I could marry you.
7. As though, as if, wish থাকলে সকল Person ও Number এর ক্ষেত্রেই to be verb হিসেবে were বসে।
উদাহরণ— 1) I wish I were a King. 2) He talks as if he were a leader.
8. As though/ as if এর প্রথম অংশ Present Indefinite Tense হলে পরের অংশ Past Indefinite হয়। আবার প্রথম অংশ Past Indefinite Tense হলে পরবর্তী অংশ Past Perfect Tense হয়।
উদাহরণ— 1) He speaks as though he knew everything. 2) He expressed himself as if he had concord Mount Everest.
9. বাক্যে it is time/ it is high time এর পরে Subject না বসালে সেক্ষেত্রে Infinitive ব্যবহার করা যায়।
উদাহরণ— 1) It is time to go home. 2) It is high time for us to start the business.
10. কোনো Verb এর পূর্বে mind, worth, past, can not help, could not help, would you mind, with a view to, look forward to, with an eye to, addicted to, in addition to, confess to, hadituated to, accustomed to, subject to, object to, advised to, be used to, get used to, become used to ইত্যাদি Prepositional Phrase থাকলে Verb এর সাথে ing যোগ করতে হয়।
উদাহরণ— 1) I went to the library with a view to reading books. 2) He never thought of going cinema. 3) I am habituated to taking my bath with very cold water.
11. lest যুক্ত Sentence এ lest এর পরে subject থাকে তারপরে should/ might বসে।
উদাহরণ— 1) He walked fast lest he should miss the train. 2) I phoned you lest you might forget the way.
12. while এর ঠিক পরেই Verb থাকলে উক্ত Verb এর সাথে ing যোগ করতে হয়।
কিন্তু while এর পরে Subject থাকলে while এর অংশটি Past Continuous Tense হয়।
উদাহরণ— 1) While walking by the river bank he saw a big fish in the river. 2) While she was dancing, I was sleeping.
13. WH Question এর ক্ষেত্রে what, when, where, who, which, whose, why, how ইত্যাদি WH Word এবং Subject এর মাঝে Auxiliary Verb ব্যবহার করতে হবে। নতুবা ইহা একটি পূর্ণাঙ্গ Sentence না হয়ে Subordinate Clause এ পরিণত হবে।
উদাহরণ— 1) What do you want? 2) Where does he go everyday? 3) How did you solve that problem?
14. Present Indefinite এবং Past Indefinite Tense এ কোনো Auxiliary Verb না থাকায় এদেরকে Negative বা Interrogative করতে হলে Present Indefinite এর ক্ষেত্রে do/ does এবং Past Indefinite এর ক্ষেত্রে did ব্যবহৃত হয়।
উদাহরণ— 1) The boy does not smoke. 2) Did Tabassum come to my home yesterday? 3) Does he love you?
Introduction to Rules 15-16: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন have, has, had, get, got ইত্যাদি Causative verb হিসেবে কাজ করে।
15. Have, has, had Causative verb হিসেবে কাজ করলে have, has বা had এর পরে যদি বস্তুবাচক Object থাকে তাহলে পরবর্তী Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) I had the car washed by Imran. 2) I have my hair cut. 3) We are having the house painted.
কিন্তু, Complement টি ব্যক্তিবাচক শব্দ হলে সেক্ষেত্রে Verb এর Present form হবে।
উদাহরণ— 1) I had Imran wash the car. 2) He is having some people paint the house.
16. Get বা Got Causative Verb হিসেবে কাজ করলে এর পরের Complement টি বস্তবাচক হলে পরবর্তী Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) I got the home cleaned. 2) I get my shirt washed.
কিন্তু, Complement টি ব্যক্তিবাচক শব্দ হলে পরবর্তী Verb টির infinitive form হবে।
উদাহরণ— 1) I got sabina to make foods. 2) I get my sister to wash my shirt.
17. Indirect Speech (Narration) এ reporting verb টি Past tense হলে এবং reported speech এ next day, next week, next month, next year ইত্যাদি থাকলে পরীক্ষার প্রশ্নপত্রে ব্রাকেটের ভিতরের verb টির/ শূন্যস্থানের verb টির পূর্বে would বা should বসবে এবং verb টির Present form হবে।
উদাহরণ— 1) He said that he _______ a car next month (buy)./ He said that he (buy) a car next month.
Answer: He said that he would buy a car next month.
2) Tabassum told me that she _______ to England next week (go)./ Tabassum told me that she (go) to England next week.
Answer: Tabassum told me that she would go to England next week.
18. Sentence এর শুরুতে Had বসিয়ে Perfect Conditional গঠন করা যায়। এর ফর্মুলা হলো— would have/could have/should have/might have + verb এর Past participle।
এক্ষেত্রে ইহা If + 'To have' verb এর Past form (had)/ had এর পরে Past Participle + would have/could have/should have/might have + Past Participle এর মতো করেও কাজ করে।
উদাহরণ— 1) If I had much money, I would have helped the poor.
2) Had I much money, I would have helped the poor.
3) If I had done the work, she would have thanked me.
4) Had I done the work, she would have thanked me.
19. If যুক্ত বাক্যে Subject এর পরে were থাকলে তা কাল্পনিক বিষয় বুঝায় এবং এর পরের অংশ Past Conditional (would/could/should/might + verb এর Present form) হয়।
উদাহরণ— 1) If I were a doctor, I could treat you. 2) If I were a bird, I would fly in the sky.
20. একই Sentence এ conjunction দ্বারা দুটি verb যুক্ত থাকলে পরীক্ষার প্রশ্নপত্রে ব্রাকেটের verb টি অপর verb এর Tense অনুযায়ী হয়, তবে Perfect tense এর ক্ষেত্রে ব্যতিক্রম হয়।
উদাহরণ— 1) I came here and (see) him. Answer: saw
2) Jerry (be) at the orphanage since he was four. Answer: had been.
21. যে সকল Verb দ্বারা কোনো Continuous Action বুঝায় না, বরং একটি সুপ্ত বা Silent Verb বুঝায় তাকে Statue Verb বলে। এ সকল Verb এর কোনো Continuous Tense হয় না।
Love, see, notice, wish, hope, trust, suppose, mind, prefer ইত্যাদি Stative Verb হিসেবে ব্যবহৃত হয়।
যেমন— 1) I hope it from you. 2) I see a bird. 3) I want the device to you right now ('বলো না তুমি আমার' সিনেমায় কোয়েল মল্লিকের ডায়ালগ).
22. Since ও ago যদি adverb হিসেবে ব্যবহৃত হয়ে period of time বুঝায় তাহলে এদের পূর্ববর্তী verb টি Past Tense হয়।
উদাহরণ— 1) He came an hour ago. (has come হবে না) 2) Shuvo left the place long since. (has left হবে না)
23. Complex এবং Compound Sentence এর এক অংশ Past tense এ থাকলে অপর অংশও সাধারণত Past Tense করতে হয়।
উদাহরণ— 1) Dela sold her hair and bought a gift. 2) He went to office and attended the meeting. 3) When I passed my SSC examination you was only four.
* এ বিষয়ে বেশকিছু বিশেষ বিষয় রয়েছে যেসব দেখতে হবে Sequence of Tense অধ্যায়ে।
উপসংহার: এই বইয়ে Right Form of Verbs এর পাঠে Principal verb এর বিভিন্ন রূপ তথা ছয় প্রকার রূপের ব্যবহার শুধু দেখানো হলো। এরপর Subject-verb Agreement অধ্যায়ে Verb এর Singular এবং Plural রূপের ব্যবহার বিশদভাবে দেখানো হবে এবং Sequence of Tense অধ্যায়ে Complex Sentence এ বিভিন্ন Tense এর ব্যবহার দেখানো হবে।
© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।
লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।
অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com
নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd
এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।
No comments:
Post a Comment