Wednesday, July 22, 2020

Transformation of Sentences (বাক্য রূপান্তরকরন)


Transformation of Sentences হলো অর্থ অপরিবর্তিত রেখে বাক্যের গঠনগত রূপ পরিবর্তন করা। কোনো Sentence এর মূল ভাবার্থকে ঠিক তথা অপরিবর্তিত রেখে অন্য প্রকার Sentence এ গঠনগত রূপান্তর করাকে Transformation of Sentence বলে। এই Transformation of Sentence প্রধানত ছয় প্রকারে হয়ে থাকে, যথা—
1) Affirmative to Negative
2) Assertive to Interrogative
3) Assertive to Exclamatory
4) Voice পরিবর্তন
5) Degree পরিবর্তন
6) Simple, Complex এবং Compound Sentence এর মধ্যে পরিবর্তন।

Voice পরিবর্তন ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। এখন অন্যসব বিষয়গুলোর মধ্যে পরিবর্তন আলোচনা করা হবে—

[] Affirmative to Negative:
1.আমরা জানি যে, Auxiliary Verb এর সহিত not যুক্ত করলে Negative অর্থ প্রকাশ করে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেনো অর্থের পরিবর্তন না ঘটে।
উদাহরণ: Affirmative = He is a good boy.
                 Negative = He is not a bad boy.
এখানে সাহায্যকারী verb "is" এর সহিত not যুক্ত করা হয়েছে এবং good এর বিপরীত শব্দ bad বসানো হয়েছে। ফলে অর্থের কোনোরূপ পরিবর্তন ছাড়াই বাক্যটি Negative হয়েছে।
যেমন— Affirmative = Man is mortal.
              Negative = Man is not immortal.

2. Always যুক্ত বাক্যে Never বসিয়ে এবং বিপরীত শব্দ প্রতিস্থাপন করে Negative করা হয়।
উদাহরণ— i) Affirmative = He was always a rich man.
                        Negative = He was never a poor man.
ii) Affirmative = I shall always remember you.
     Negative = I shall never forget you.

3. Only বা Alone এর পরিবর্তে বাক্যের শুরুতে None but বসিয়ে Negative করতে হয়। আর বস্তুর ক্ষেত্রে Nothing but বসে।
উদাহরণ— i) Affirmative = Only Allah can help us.
                      Negative = None but Allah can help us.
ii) Affirmative = Only the moon is so sweet.
Negative = Nothing but the moon is so sweet.

4. Must এর পরিবর্তে can not but বসিয়ে Negative করতে হয়।
উদাহরণ— Affirmative = You must follow the rules of health.
                   Negative = You can not but follow the rules of health.

5. As soon as কে পরিবর্তন করে no sooner had...... than বসিয়ে Negative করতে হয়।
উদাহরণ— Affirmative = As soon as we reached the station the train left.
Negative = No sooner had we reached the station than the train left.

6. Every দ্বারা শুরু বাক্যে Every এর পরিবর্তে there is no..... but বসিয়ে Negative করতে হয়।
উদাহরণ— i) Affirmative = Everybody hates a liar.
                      Negative = There is nobody but hates a liar.
ii) Affirmative = Every mother loves her child.
Negative = There is no mother but loves her child.
                  => No mother hates her child.
iii) Affirmative = Every man is mortal.
Negative = No man is immortal.

[] Assertive to Interrogative:
1. আমরা জানি যে, Auxiliary Verb কে Subject এর পূর্বে বসিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়। অর্থ ঠিক রেখে Assertive Sentence কে Interrogative Sentence এ রূপান্তর করতে উক্ত বাক্যে not না থাকলে not যুক্ত করতে হয় এবং not যুক্ত থাকলে not বাদ দিতে হয়; অর্থাৎ, হ্যা-বোধক থাকলে না-বোধক এবং না-বোধক থাকলে হ্যা-বোধক করতে হয়।
উদাহরণ— i) Affirmative = He is a goot student.
                      Interrogative = Is he not a good student? / Is not he a good student?
ii) Affirmative = He is my friend.
    Negative = Is he not my friend?
iii) Affirmative = He did not find his fault.
     Negative = Did he find his fault?

2. Everybody, Everyone এর পরিবর্তে Who + Auxiliary + not + মূল Verb + বাকি অংশ লিখে প্রশ্নবোধক এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Assertive = Everybody hates a liar.
                      Interrogative = Who does not hate a liar?
ii) Assertive = Everyone wants to be happy.
    Interrogative = Who does not want to be happy?

3. Nobody, No one/ none এর পরিবর্তে Who + মূল Verb + বাকি অংশ লিখে Interrogative এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Assertive = Nobody hates a patriot.
                      Interrogative = Who hates a patriot?
ii) Assertive = No one likes it.
    Interrogative = Who like it?


[] Assertive to Exclamatory:
Exclamatory Sentence এর গঠন—
• How/ What a/an + adjective + Subject + Verb
• How + adjective + the + Subject + Verb

1. Assertive Sentence কে Exclamatory Sentence এর গঠনে আবদ্ধ করে Exclamatory Sentence এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Assertive = The boy is very poor.
                      Exclamatory = How poor the boy is!
ii) Assertive = The scenery is very beautiful.
    Exclamatory = How beautiful the scenery is!
iii) Assertive = It is a very beautiful flower.
     Exclamatory = What a beautiful flower it is!

2. Exclamatory to Assertive করার ক্ষেত্রে Hurrah (বাহবা), Alas (হায়), Bravo (সাবাস), Oh (আহ্) ইত্যাদি Interjection যুক্ত Exclamatory Sentence কে It is a matter of joy/ It is a matter of sorrow/ It is a matter of surprise/ It is a matter of shame + that + Subject + বাকি অংশ লিখে Assertive Sentence এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Exclamatory = Hurrah! we have won the game.
                       Assertive = It is a matter of joy that we have won the game.
ii) Exclamatory = Alas! I am undone.
Assertive = It is a matter of sorrow that I am undone.

3. If, were, had, would that দ্বারা অবাস্তব অতীত ইচ্ছা বা কাল্পনিক ঘটনা বুঝায় বলে Subject + wish + Subject সহ বাকি অংশ লিখে Assertive Sentence এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Exclamatory = If I were a king!
                      Assertive = I wish I were a king.
ii) Exclamatory = Would that I could fly in the sky!
     Assertive = I wish I could fly in the sky.
iii) Exclamatory = Would that I could be a child again!
     Assertive = I wish I could be a child again.
iv) Exclamatory = Had I wings like a dove!
     Assertive = I wish I had wings like a dove.

Note: প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক (?) এবং বিস্ময়সূচক বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন দেওয়া আবশ্যিক।


[] Simple, Complex এবং Compound Sentence এর মধ্যে পরিবর্তন:
1. Simple Sentence (সরল বাক্য) : যে Sentence এ একটিমাত্র Subject এবং একটিমাত্র Finite Verb থাকে তাকে Simple Sentence  বলে।
যেমন— i) I like singing. ii) Tania reads a book.
* এই Sentence এ যে সকল Linkers ব্যবহৃত হয় সেসব হলো— because of, in spite of, present participle, gerund, infinitive, too....... to ইত্যাদি।

2. Complex Sentence (জটিল বাক্য) : যে Sentence এ একাধিক অংশ মিলে কমপক্ষে দুইটি Subject ও দুইটি Verb থাকে তাকে Complex Sentence বলে।
আরও ভালো করে বললে, যে Sentence এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।
যেমন— i) Though he is poor, he is honest. ii) If you come I will go with you.
* এই Sentence এ যে সকল Linkers ব্যবহৃত হয় সেসব হলো— as/ since, because, though/ although, who, which, that, when, so that, so.........that, if ইত্যাদি।

3. Compound Sentence (যৌগিক বাক্য) : যে Sentence এর দুইটি অংশ and, but, or, so, for ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।
আরও ভালো করে বললে, যে Sentence এ দুই বা ততোধিক Coordinate Clause (Principal Clause) Coordinating Conjunction অর্থাৎ and, but, or, so, for ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে থাকে তাকে Compound Sentence বলে।
যেমন— i) I love her but she avoids me. ii) He studied hard and got A+ in HSC examination.

Note: 'and' দ্বারা যুক্ত Compound Sentence এর Subject একই ব্যক্তি হলে দ্বিতীয় Subject টি উহ্য থাকে।

♦ Simple Sentence এর Linkers সমূহের অর্থ ও ব্যবহার :

Because of = জন্য/ কারণে
ব্যবহার/ উদাহরণ— i) He was ill. He could not go to school.
                              => He could not go to school because of his illnesses / because of his being ill.

নিয়ম:
i) because of এর পরে Pronoun এর Possessive form বসে।
ii) অতঃপর Noun form বসে।
যেমন— i) He could not go out because he was ill.
            => He could not go out because of his illnesses.
ii) As he was weak he could not move.
=> He could not move because of his being weak.

In spite of/ Despite = সত্বেও
ব্যবহার/ উদাহরণ— He was poor. He was honest.
=> In spite of his being poor he was honest.
বা, In spite of his poverty, he was honest.
অথবা, He was honest in spite of his poverty/ being poor.
এর নিয়ম পূর্বের মতোই। তবে In spite of বাক্যের শুরুতে বসে।
যেমন— i) Complex = Though he is rich, he is unhappy.
Simple = In spite of his being rich, he is unhappy.
ii) Complex = Though I have much money, I will not buy a car.
Simple = In spite of my having much money I will not buy a car.
বাক্যের মাঝেও In spite of বসানো যায়।
যেমন— He is unhappy in spite of his being rich.

too...........to = এতই........ তে
ব্যবহার/ উদাহরণ— The man is very weak. He can not walk.
                             => The man is too weak to walk.
গঠন : too + adjective + infinitive (to + verb)
উদাহরণ—
i) Complex = The sam is so difficult that I can not understand it.
Simple = The sam is too difficult to understand.
ii) Complex = The weather is so cold that I can not go out.
Simple = The weather is too cold to go out.

Infinitive : to সহ verb কে infinitive বলে।
ব্যবহার/ উদাহরণ— We eat. We want to live.
Complex = We eat so that we may live.
Simple = We eat to live.

Present Participle : Verb এর Present form এর সহিত ing যুক্ত করে Present Participle গঠন করা হয়।
ব্যবহার/ উদাহরণ—
i) He stood in the bus stand. He watched the people shouting.
=> Standing in the bus stand, he watched the people shouting.
বা, He watched the people shouting standing in the bus stand.
অথবা, He standing in the bus stand watched the people shouting.
ii) When he found me, he was pleased.
=> Finding me he was pleased.

Gerund: Verb এর Present form এর সহিত ing যুক্ত করে Gerund গঠন করা হয়।
by + gerund : Read attentively. You will pass in the exam.
                       => By reading attentively you will pass in the exam.
without + gerund : Read attentively. You will not pass in the exam.
                       => Without reading attentively you will not pass in the exam.
উদাহরণ—
Complex : If you take physical exercise regularly, you will be healthy.
Simple : By taking physical exercise regularly you will be healthy.


♦ Complex Sentence এর Linkers সমূহের অর্থ ও ব্যবহার:
as/ since = যেহেতু
'কারণ' উল্লেখিত বাক্যাংশের পূর্বে as/ since বসে।
ব্যবহার/ উদাহরণ—
i) As he is ill, he can not go to school.
ii) As he is honest, we believe him.

Because = কারণ/ কেননা
'কারণ' যুক্ত বাক্যাংশের পূর্বে বসে এবং বাক্যের মাঝে বসে।
ব্যবহার/ উদাহরণ—
i) He can not go to school because he is ill.
ii) Amir Khan could not often attend in film festivals because he was busy.

Though/ although = যদিও
* বিপরীতমুখী ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
ব্যবহার/ উদাহরণ—
i) Though he is poor, he is honest.
ii) Though I was ill I went to school.

So that = যাহাতে
ব্যবহার/ উদাহরণ—
i) We eat so that we may live.
ii) Work hard so that you can prosper in life.
নিয়ম:
So that এর ব্যবহারে দ্বিতীয় অংশে Subject এর পরে can/ may বসে। Past Tense হলে could/ might বসে।
যেমন— i) He worked hard so that he could prosper in life.
ii) Work sincerely so that you can succeed in life.

So...... that = এতই যে
ব্যবহার/ উদাহরণ—
লোকটি এতোই দুর্বল যে সে হাটতে পারে না।
= The man is so weak that he can not walk.

Who = যে/ যিনি/ যারা (ব্যক্তির ক্ষেত্রে বসে)
ব্যবহার/ উদাহরণ—
i) I know the man who came here yesterday.
ii) The man who came here yesterday I know him.

Which = যেটি/ যাহা (বস্তুর ক্ষেত্রে বসে)
ব্যবহার/ উদাহরণ—
I have bought a pen which is black.
* ইতর প্রাণির ক্ষেত্রেও which বসে।
যেমন— It is the hare which I bought from a village fair.

When = যখন (সময় বুঝতে ব্যবহৃত হয়)
ব্যবহার/ উদাহরণ—
i) যখন সে আমাকে দেখলো সে চলে গেলো।
= When he saw me, he went away.
ii) যখন সে দৌড়াচ্ছিল এটা ছিল সকালবেলা।
= It was morning when he was running.

that = যে/ যেটি (ব্যক্তি, বস্তু উভয়ের ক্ষেত্রে বসে)
ব্যবহার/ উদাহরণ—
i) জয় তাহার ভাই যে একজন ছাত্র।
= Joy is his brother that is a student.
ii) এটি একটি শার্ট যেটি হয় নীল।
= It is a shirt that is blue.

If / Incase = যদি (শর্তমূলক বাক্যে ব্যবহৃত হয়)
ব্যবহার/ উদাহরণ—
i) If you love me I shall marry you.
ii) I can come incase I have time.

Unless (If not) = যদিনা (শর্তমূলক বাক্যে ব্যবহৃত হয়)
ব্যবহার/ উদাহরণ—
i) Unless you help me, I will fail.
ii) Unless you take physical exercise regularly, you will not get a fit body.

Till = যে পর্যন্ত ; Until = যে পর্যন্ত না
ব্যবহার/ উদাহরণ—
i) Weit here until he comes/ he will come.
ii) I will wait for you until you come here.

Lest = পাছে ভয় হয়/ এই ভয়ে যে/ যাতে না
নিয়ম:
Lest যুক্ত বাক্যে দ্বিতীয় অংশে Subject এর পরে Should বসে।
উদাহরণ—
i) He walked fast lest he should miss the train.
ii) He studied hard lest he should miss A+ in HSC examination.

No sooner had..... than = সঙ্গে সঙ্গে...... তারপর
উদাহরণ—
i) No sooner had he seen me than he ran away.
ii) No sooner had I opened the computer the electricity failed.

Not only....... but also = শুধু..... নয় আরও
ব্যবহার/ উদাহরণ—
i) He is not only a good student but also a good player.
ii) He is not only an actor but also a director.


♦ Compound Sentence এর Linkers সমূহের অর্থ ও ব্যবহার:
and = এবং
উদাহরণ— He was ill and not strong.

but = কিন্তু
উদাহরণ— He was ill but attended at the class.

or = অথবা, নতুবা, নয়তো
উদাহরণ— Read attentively or you will fail.

so = সুতরাং, যেহেতু
উদাহরণ— He was ill so not strong.

for = জন্য
উদাহরণ— Work hard for prospering in life.

Note: nor (নয়তো), yet (তথাপিও)— এসবও কখনও কখনও Compound Sentence এর Linker হিসেবে ব্যবহৃত হয়।


Simple, Complex এবং Compound Sentence এর মধ্যে রূপান্তর করার ক্ষেত্রে Linkers সমূহের সম্পর্ক বুঝার জন্য নিম্নের টেবিলটি পরিষ্কারভাবে খেয়াল রাখতে হবে→


* উল্লেখিত সম্পর্ক মোতাবেক Simple-Complex-Compound এর Transformation করার সময় Linkers সমূহ পরিবর্তিত হবে এবং সেভাবেই নতুন Clause তৈরি হয়ে কিংবা Clause বিলুপ্ত হওয়ার মাধ্যমে এই Transformation হবে।

❑ Simple to Complex এর কিছু উদাহরণ—
1) Simple : He could not take healthy food because of his poverty/ being poor
                 => Being poor he could not take healthy food.
Complex : He could not take healthy food because he was poor.
                 => As he was poor he could not take healthy food.
2) Simple : He could not go to school because of his illness.
Complex : He could not go to school because he was ill.
3) Simple : Being little he could not carry the load.
Complex : As he was little he could not carry the load.
4) Simple : He came here in autumn.
Complex : He came here when it was autumn.

❑ Simple to Compound এর কিছু উদাহরণ—
1) Simple : He could not take healthy food because of his poverty.
Compound : He was poor and could not take healthy food.
2) Simple : I bought a blue pen.
Compound : A pen was blue and I bought it.
3) Simple : Divide to rule.
Compound : Divide and rule.
4) Simple : By doing you will die.
Compound : Do and die.
5) Simple : Without doing you will die.
Compound : Do or die.
6) Simple : Despite his being little he is braver.
Compound : He is little but braver.

❑ Complex to Simple এর কিছু উদাহরণ—
1) Complex : I am so tired that I can not walk.
Simple : I am too tired to walk.
2) Complex : Though he is ill, he will come.
Simple : He will come in spite of his illness/ being ill.
          => In spite of his illness he will come.
3) Complex : As he was industrious, he succeeded.
Simple : He succeeded because of his being industrious.
4) Complex : I know the man who is kind hearted.
Simple : I know the kind hearted man.
5) Complex : When he saw me he ran away.
Simple : Seeing me he ran away.
6) Complex : If you eat a balanced diet, you will be healthy.
Simple : By eating a balanced diet you will be healthy.
7) Complex : He is a person who is fine.
Simple : He is a fine person.
8) Complex : Tania was born when it was 1992.
Simple : Tania was born in 1992.
9) Complex : Unless you help me I will die.
Simple : Without helping me I will die.

❑ Simple-Complex-Compound এর কিছু উদাহরণ—
1) Simple : He could not solve any problem because of his dullness.
Complex : As he was dull he could not solve any problem.
Compound : He was dull and could not solve any problem.
2) Simple : I helped him because of his being poor.
Complex : As he was poor, I helped him.
Compound : He was poor and I helped him.
3) Simple : In spite of his being poor he is honest.
Complex : Though he is poor he is honest.
Compound : He is poor but honest.
4) Simple : Seeing me he went away.
Complex : When he saw me, he went away.
Compound : He saw me and went away.
5) Simple : He is too weak to walk.
Complex : He is so weak that he can not walk.
Compound : He is very weak and can not walk.
6) Simple : She worked hard to prosper in life.
Complex : She worked hard so that she could prosper in life.
Compound : She worked hard and wanted to prosper in life.
7) Simple : By doing you will die.
Complex : If you do, you will die.
Compound : Do and die.
8) Simple : Without doing you will die.
Complex : If you do not do you will die.
              => Unless you do you will die.
Compound : Do or die.
9) Simple : He came here at four.
Complex : He came here when he was four.
Compound : He was four and came here.
10) Simple : I Know the honest man.
Complex : I Know the man who is honest.
              => The man who is honest I know him.
Compound : The man is honest and I Know him.

Note: এসব ছাড়াও এমন কিছু টাইপের Simple Sentence থাকে যেগুলোকে Complex কিংবা Compound করার পদ্ধতি উপরোক্ত ছকে দেওয়া ফর্মুলাতে পড়ে না। এসব ক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে এ ধরণের বাক্যের Complex ও Compound করতে হয়।
যেমন—
1) Simple: I love you.
Complex: This is you I love whom.
2) Simple: A canning fox was passing through a forest.
Complex: It was canning fox which was passing through a forest.

এক্ষেত্রে তোমরা একটা বিষয় মনে রাখলেই এই টাইপের বাক্যগুলোর Simple-Complex-Compound সহজে করতে পারবে।
একটা গান আছে না?— 'এই তুমি সেই তুমি যাকে আমি চাই' অর্থাৎ, এই সেই তুমি যাকে আমি চাই; এর সরল বাক্য হলো 'আমি তোমাকে চাই'। এখন এটি ইংরেজিতে দেখো→
Simple: I want you.
Complex: This is you I want whom.
              => This is you who is that you I want whom.
Compound: You are a person and I want you.

উক্ত ক্ষেত্রে Who ব্যবহার করে Complex Sentence এ রূপান্তর করা হয়েছে। এরূপ বিভিন্ন Complex Sentence এর Linker প্রয়োগ করে Complex Sentence গঠন করা যায়, শুধু বুদ্ধিমত্তা প্রয়োগ করে উপযুক্ত Linker টি বেছে নিতে হয়।
যেমন—
1) Compound: Divide and rule.
Complex : If you want to rule you divide it.
2) Simple: It is my plan.
Complex: It is the plan which is mine.

উপসংহার: Transformation of Sentence নিয়ে বহু নিয়ম সমৃদ্ধ বই পড়ে হাঁপিয়ে উঠার দরকার নাই। এখানে দেওয়া ফর্মুলাগুলো মাথায় রাখলেই হবে। যারা পাবলিক পরীক্ষা দিবে তারা প্রশ্নব্যাংকে থাকা Transformation গুলো প্রাকটিস করবে এবং যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তারা অ্যাডমিশনভিত্তিক বইয়ে থাকা Transformation গুলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক পড়ার সময় সেখানে আসা যেসব Transformation পাবে সেসব দেখবে তাহলেই হবে; আর যেটা একটু ভিন্ন মনে হবে সেটা ব্যাখসহ পড়ে নিবে।

©  লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।



DU Kha প্রিপারেশন হ্যাকস— তথ্য, পরামর্শ ও মডেল টেস্ট এই তিন মিলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটি অনন্য বই।

♦ বইটির অনন্য বৈশিষ্ট্যসমূহ—
• বইটি একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীকে ভর্তি প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিবে।
• এতে দেওয়া অনন্য পরামর্শগুলো একজন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার কৌশলগুলোতে পারদর্শী করে তুলবে।
• এতে দেওয়া উপলব্ধিমূলক মডেল টেস্টগুলো ভর্তি পরীক্ষার্থীকে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে পারফেক্ট করে প্রস্তুত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার জন্য স্মার্টলি পড়াশুনা করতে ও আনপ্রডাকটিভ বিষয়গুলো পড়া হতে বিরত রেখে সময়ের পরিপূর্ণ সদ্ব্যবহার করতে শেখাবে।
• বইটি একজন ভর্তি পরীক্ষার্থীর মানসিক শক্তি উন্নত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার সময় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ থেকে নিরাপদ থেকে স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে।

বইটি অর্ডার করতে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' এর ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে মেসেজ করুন।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

টাইম পাবলিকেশন্স |
http://facebook.com/timepublications
Phone: 01746315639

No comments:

Post a Comment