Sentence এর মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি Word ই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশের ভিন্নতার ভিত্তিতে Sentence এ ব্যবহৃত Word গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে Parts of Speech বলে।
Part অর্থ অংশ, এবং Parts অর্থ অংশসমূহ আর Speech অর্থ উক্তি বা বাক্য। অর্থাৎ, Sentence এর প্রত্যেকটি Word ই হলো একেকটি Part of Speech। আর একটি বাক্যের সবগুলো Word কে একত্রে বলা হয় Parts of Speech।
Parts of Speech আট প্রকার।
যথা— 1. Noun, 2. Pronoun, 3. Adjective, 4. Verb, 5. Adverb, 6. Preposition, 7. Conjunction, 8. Interjection.
নিম্নে বিবরণ দেওয়া হলো→
1. Noun (বিশেষ্য): যে Word দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে Noun বলে। যেমন- Rayhan, Dhaka, Cow, Pen ইত্যাদি।
Noun প্রধানত দুই প্রকার, যথা— 1) Concrete Noun এবং 2) Abstract Noun
1) Concrete Noun (বস্তুবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু তথা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে বুঝায় তাকে Concrete Noun বলে।
Concrete Noun আবার চার প্রকার। যথা—
i) Proper Noun: এই Noun দ্বারা ব্যক্তিক নাম বুঝায়। আরও সহজভাবে বলতে গেলে Proper Noun নির্দিষ্ট কিছুকে বুঝায় । যেমন- Mahady, Chatra, Ntv, Titanic ইত্যাদি।
ii) Common Noun: এই Noun দ্বারা সাধারণ নাম বা জাতিকে নির্দেশ করে। যেমন- Student, Man, Birds, Ship ইত্যাদি।
iii) Collective Noun: এই Noun দ্বারা সমষ্টিবাচক কিছু জিনিসকে একটি জিনিসে প্রকাশ করা হয়। যেমন- A gang, An assembly, Cattle ইত্যাদি।
iv) Material Noun: এই Noun দ্বারা কোনো বস্তুকে বুঝায় বলে একে বলে বস্তুবাচক বিশেষ্য। যেমন- Pen, Book, Camera ইত্যাদি।
2) Abstract Noun (গুণবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোনো গুণের উল্লেখ করা হয় তাকে Abstract Noun বা গুণবাচক বিশেষ্য বলে। যেমন- Honesty, Poverty, Beauty ইত্যাদি।
❑ এছাড়াও আরও কিছু Noun:
[] Verbal Noon: Verb থেকে Noun উৎপন্ন হলে (verb এর শেষে 'tion/ sion যুক্ত হয়ে) তাকে Verbal Noun বলে। যেমন- Beautification, Verification, Action, Admission ইত্যাদি।
[] Gerund Noun: Verb এর Present Form এর সহিত ing যুক্ত Form যদি Sentence এ Noun এর মতো কাজ করে তবে তাকে Gerund Noun বলে। যেমন- Swimming is a good exercise. এই বাক্যে Swimming হলো Gerund Noun যা বাক্যে Noun এর ন্যায় Subject হিসেবে কাজ করেছে।
[] Countable and Uncountable Noun:
i) Countable Noun: যেসব Noun গণনা করা যায় সেগুলোকে Countable Noun বা গণ্যবাচক বিশেষ্য বলে। যেমন- Television, Desk, Cow, Boy ইত্যাদি।
ii) Uncountable Noun: যেসব Noun কে গণনা করা যায় না, পরিমাপ করতে হয় সেসব Noun কে Uncountable Noun বা পরিমাপবাচক বিশেষ্য বলে। যেমন- Water, Sugar, Rice ইত্যাদি।
তবে Uncountable Noun কে বিশেষ প্রক্রিয়ার Countable ধরে নেওয়া যায়। যেমন- Water = Uncountable কিন্তু A glass of water = Countable, Sugar = Uncountable কিন্তু A packet of sugar = Countable, Rice = Uncountable কিন্তু One Kilogram Rich = Countable ইত্যাদি।
2. Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে ব্যবহৃত Word বা Noun এর প্রতিনিধিকে Pronoun বলে। যেমন- Reyon is a boy. He lives in Dhaka. এখানে দ্বিতীয় বাক্যে Reyon এর পরিবর্তে He ব্যবহৃত হয়েছে, তাই তা Pronoun।
Pronoun এর প্রধান তিনটি রূপ:
Subject (কর্তা) ——— Object (কর্ম) ——— Possessive (সম্বন্ধ পদ)
I ——————————— Me ——————— My/ Mine
We ————————— Us ——————— Our/ Ours
You ————————— You ——————— Your/ Yours
He ————————— Him —————— His
She ————————— Her —————— Her/ Hers
They ———————— Them ————— Their / Theirs
It —————————— It ———————— Its
* Pronoun সম্পর্কে আরও বিস্তারিত ও পরিষ্কার জানা যাবে 'Pronoun in Details' অধ্যায়ে।
3. Adjective (বিশেষণ): যে Word দ্বারা Noun এবং Pronoun এর গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে Adjective বলে। Adjective এর কাজ হলো Noun ও Pronoun কে modify করা। যেমন— 1) He is a good boy. 2) It is a blue pen.
Look: 'blue' একটি Noun এবং এটি দ্বারা এক প্রকারের রঙকে বুঝায়; কিন্তু উপরের দ্বিতীয় বাক্যটিতে 'blue' Adjective হিসেবে কাজ করেছে। তাই এই বাক্যে এটি Pronoun ।
4. Verb (ক্রিয়া): যে Word দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে Verb বলে। যেমন— 1) You read a book. 2) I am talking with you.
* verb সম্পর্কে বিস্তারিত জানা যাবে Classification of Verbs অধ্যায়ে।
5. Adverb (ভাব বিশেষণ): যে Word Verb, Adjective বা অন্য কোনো Adverb সম্বন্ধে পরিষ্কার অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাকে Adverb বলে। অর্থাৎ যে সকল Word Noun এবং Pronoun ব্যতীত অপর কোনো Parts of Speech কে Modify করে তাকে Adverb বলে। যেমন— 1) He walks slowly. 2) It is a very good idea. 3) You are writing very fast.
6. Preposition (পদান্বয়ী অব্যয়): যে Word কোনো Noun বা Pronoun এর সঙ্গে Sentence এর অন্তর্গত অপর কোনো Word এর সম্পর্ক স্থাপন করে, Noun/ Pronoun এর অবস্থান তুলে ধরে তাকে Preposition বলে। যেমন— 1) The book is on the table. 2) He is a man of one-word.
এখানে on এবং of হলো Pronoun.
* Prepositions সম্পর্কে বিস্তারিত জানা যাবে 'Preposition' অধ্যায়ে।
7. Conjunction (সমুচ্চয়ী অব্যয়): যে Word দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে। যেমন— 1) Go to the showroom and see the products. 2) Divide and rule.
8. Interjection (আবেগসূচক অব্যয়): যে Word মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে Interjection বলে। যেমন— 1) Alas! I am undon. 2) Bravo! you are win.
এখানে Alas এবং Bravo হলো Interjection.
© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।
লাইফের বিভিন্ন বিষয়ে উপদেশ-পরামর্শ পেতে লাইফ একাডেমির অ্যাডভইস ডেক্সে আসুন। আর Advice Desk এর ওয়েবসাইটের হোমপেজে যেতে এখানে—ক্লিক—করুন।
সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk
No comments:
Post a Comment