Wednesday, July 22, 2020

Kinds of Sentence According to Structure (গঠনভেদে বাক্যের প্রকারভেদ)


গঠন কাঠামোর ভিত্তিতে Sentence তিন প্রকার, যথা—
1. Simple Sentence
2. Complex Sentence
3. Compound Sentence

Examplification—
1. Simple Sentence: যে Sentence এ একটিমাত্র Subject এবং একটিমাত্র Finite Verb থাকে তাকে Simple Sentence বলে।
যেমন— 1) He loves song. 2) I like your pity.

2. Complex Sentence: যে Sentence এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।
যেমন— 1) This is you I love whom. 2) Though he is poor he is honest.
* এই Sentence এর শুরুতে If, unless, though, although, as, since, because, so that, that, until, till, when, why, who, which, where, how, before, after, while ইত্যাদি Conjunction যুক্ত থাকে।

3. Compound Sentence: যে Sentence এ দুই বা ততোধিক Coordinate Clause 'fan boys' Conjunction দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।
যেমন— 1) I have no property but I am happy. 2) Divide and rule.
* fan boys: f= for, a= and, n= nor, b= but, o= or, y=yet, s= so

Note: 'and' দ্বারা যুক্ত Compound Sentence এর Subject একই হলে দ্বিতীয় Subject টি উহ্য থাকে।
যেমন— Hasan studied hard and got A+ in HSC examination.

লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

Tense (ক্রিয়ার কাল)


ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে Tense বলে। ক্রিয়ার সংঘটন সম্পর্কে বিশ্লেষণধর্মী স্বচ্ছ সময়জ্ঞান বুঝানোই Tense আলোচনার মূল উদ্দেশ্যে। English যেহেতু একটি Verb Based Language তাই Tense কে বলা হয় ইংরেজি ভাষার ভিত্তি।
যাহোক Tense প্রধানত তিন প্রকার যথা বর্তমান, অতীত ও ভবিষ্যৎকাল হলেও এই প্রত্যেক প্রকার Tense এর আবার চার প্রকার রূপ আছে যথা— Indefinite, Continuous, Perfect এবং Perfect Continuous. এখানে Indefinite অর্থ সাধারণ, Continuous অর্থ ঘটমান বা চলমান, Perfect অর্থ পুরাঘটিত আর Perfect Continuous অর্থ পুরাঘটমান।
এই নিয়ে Tense মোট 12 প্রকার। নিম্নে প্রত্যেক প্রকার Tense এর সংজ্ঞা, গঠন ও প্রয়োগ দেখানো হলো।

[] Present Indefinite Tense: যে Tense দ্বারা সাধারণভাবে বর্তমানে কোনো কাজ সংঘটিত হয় বুঝায় তাকে Present Indefinite Tense বলে। এছাড়াও এই Tense দ্বারা দৈনন্দিন সচরাচর ঘটনা প্রবাহ, চিরন্তন সত্য, অভ্যাস, স্বভাব ইত্যাদি বুঝায়।
গঠন: Subject + Verb এর Present Form + Object + Extra Part (‌যদি থাকে)।
উদাহরণ: 1) I sing a song. 2) He plays cricket in the field. 3) You do not work hard. 4) Do you like mangoes?

[] Present Continuous Tense: যে Tense দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বুঝায় তাকে Present Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) am/ is/ are + Verb এর সহিত ing + Object + Extra Part (‌যদি থাকে)।
উদাহরণ: 1) I am talking a story. 2) He is writing a letter. 3) They are playing football. 4) Are you playing a song?

[] Present Perfect Tense: যে Tense দ্বারা বর্তমানে কোনো ক্রিয়া সংঘটিত হয়েছে এবং তার ফল বিদ্যমান আছে বুঝায় তাকে Present Perfect Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) have/ has + Verb এর Past Participle + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I have done the work. 2) He has gone to Dhaka. 3) Tania has finished her breakfast. 4) Have you taken tea?

[] Present Perfect Continuous Tense: যে Tense দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলতেছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) have been/ has been + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) It has been raining since morning. 2) It has been raining for two days. 3) I have been reading a book for two hours. 4) Police has been seeking him since last week.
Look: এই Tense এ নির্দিষ্ট সময় বুঝাতে since এবং ব্যাপক সময় বুঝাতে for ব্যবহৃত হয়।

[] Past Indefinite Tense: যে Tense দ্বারা সাধারণভাবে অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে বুঝায় তাকে Past Indefinite Tense বলে। এছাড়াও এই Tense দ্বারা অতীতের রীতি, অতীত অভ্যাস ইত্যাদি বুঝায়।
গঠন: Subject + Verb এর Past form + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I drank tea. 2) He went to Dhaka. 3) He did the work in 1997. 4) Did you go to Dhaka?

[] Past Continuous Tense: যে Tense দ্বারা অতীতে কোনো কাজ চলতেছিল বুঝায় তাকে Past Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) was/ were + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I was reading a book. 2) They were playing game. 3) That day I was going to college. 4) Were you sleeping then?

[] Past Perfect Tense: যে Tense দ্বারা অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংঘটিত হয়েছিল বুঝায় তাকে Past Perfect Tense বলে। এক্ষেত্রে অন্যটি তথা পরে সংঘটিত ক্রিয়াটি Past Indefinite Tense.
গঠন: Subject + (Auxiliary Verb) had + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে) + before + Past Indefinite Tense.
অথবা,
Past Indefinite Tense + after + Subject + (Auxiliary Verb) had + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I had prepared breakfast in the morning before you came. 2) You came after I had prepared breakfast in the morning. 3) He came to my home after I had gone to my office. 4) The train had left before we arrived to the station.
Look: Past Perfect Tense হলো "before" এর পূর্বের Clause টি এবং "after" এর পরের Clause টি।

[] Past Perfect Continuous Tense: যে Tense দ্বারা অতীতকালে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত অপর একটি কাজ চলতেছিল বুঝায় তাকে Past Perfect Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) had been + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) He had been reading before he went to bed. 2) They had been playing football before I called them. 3) I had been watching TV before the electricity failed.

[] Future Indefinite Tense: যে Tense দ্বারা সাধারণভাবে ভবিষ্যতে কোনো ক্রিয়া সংঘটিত হবে বুঝায় তাকে Future Indefinite Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall/ will + Verb এর Present Form + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I will buy a car. 2) You will write a letter to me. 3) I shall marry you in the coming summer.

[] Future Continuous Tense: যে Tense দ্বারা ভবিষ্যতে কোনো ক্রিয়া চলতে থাকবে বুঝায় তাকে Future Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall be/ will be + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I will be writing a letter. 2) You will be waiting for me. 3) They will be playing football. 4) I shall be watching TV.

[] Future Perfect Tense: যে Tense দ্বারা ভবিষ্যতকালে কোনো ক্রিয়া সংঘটিত হয়ে থাকবে বুঝায় কিংবা দুইটি কাজের মধ্যে কোনো একটি ক্রিয়া অপেক্ষাকৃত আগে সংঘটিত হবে বুঝায় তাকে Future Perfect Tense বলে। এক্ষেত্রে অন্য ক্রিয়াটি তথা পরে সংঘটিত ক্রিয়াটি Future Indefinite Tense কিংবা Present Indefinite Tense হয়ে থাকে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall have/ will have + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে) + before + Future Indefinite Tense/ Present Indefinite Tense.
অথবা,
Future Indefinite Tense/ Present Indefinite Tense + after + Subject + (Auxiliary Verb) shall have/ will have + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I will have done the work. 2) I will have prepared the foods before you come. 3) I will have prepared the foods before you will come. 4) You come after I will have prepared the foods. 5) You will come after I will have prepared the foods.

[] Future Perfect Continuous Tense: যে Tense দ্বারা ভবিষ্যতকালে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত অপর একটি কাজ চলতে থাকবে বুঝায় তাকে Future Perfect Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall have been/ will have been + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I shall have been watching TV before the electricity will failed. 2) I will have been reading a book before you will come. 3) They will have been walking before they will get a bus.

***Notes:
i) Intransitive Verb এর Object থাকে না, তাই Tense এর উপরোক্ত উদাহরণগুলোর মধ্যে যেগুলো Intransitive Verb সেগুলোর Object নেই।
ii) উপরোক্ত উদাহরণগুলো মধ্যে Interrogative Sentence গুলোর গঠন হুবহু Tense এর দেখানো গঠনের সাথে না মেলায় হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। এজন্য তোমরা Sentence অধ্যায়টি ভালোভাবে দেখে নাও। তাহলে বুঝতে আর কোনো সমস্যা হবে না।

❑ লক্ষ্য করুন:
তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে Tense এর গঠন মূলত SVO; অর্থাৎ Subject + Verb + Object; আর Auxiliary Verb বসে Subject  ও মূল Verb এর মাঝখানে, সেইসাথে বিভিন্ন Tense ভেদে মূল Verb এর রূপ পরিবর্তিত হয়।
আর Intransitive Verb এর Tense এ কোনো Object থাকে না, তাই Voice Change করার সময় Intransitive Verb এর Passive Voice করা যায় না যা তোমরা পরবর্তীতে Voice অধ্যায়ে দেখতে পাবে।
এখন আমরা Auxiliary Verb এর Person ও Number ভিত্তিক ব্যবহার এবং মূল Verb এর বিভিন্ন রূপের ব্যবহারের বিষয়গুলো বিশ্লেষণ করবো।

[] Analysis 1: Auxiliary Verb গুলোর Person ও Number এর সাথে ব্যবহার:
1) Present Continuous Tense এর Auxiliary Verb am/ is/ are এর ব্যবহার: am বসে শুধু "I" এর সাথে, are বসে you, they, ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে, আর is বসে he, she, it ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে।
অর্থাৎ, am = I; is = he, she, it ইত্যাদি 3rd Person Singular Number; are= you, they, ইত্যাদি 3rd Person Plural Number.

2) Present Perfect Tense এর Auxiliary Verb have/ has এর ব্যবহার: I, we, you, they এবং ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে have বসে এবং has বসে he, she, it ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে।

3) Present Perfect Continuous Tense এর Auxiliary Verb have been/ has been এর ব্যবহার: I, we, you, they এবং ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে have been বসে এবং has been বসে he, she, it ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে।

4) Past Continuous Tense এর Auxiliary Verb was/ were এর ব্যবহার: I, he, she, it, ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে was বসে। আর we, you, they, ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে were বসে।

5) Future Indefinite Tense এর Auxiliary Verb shall/ will এর ব্যবহার: I এবং we এর সাথে shall এবং বাকি সবক্ষেত্রে will ব্যবহার করা হতো; বর্তমানে Modern English এ I, we সহ সবক্ষেত্রেই will ব্যবহার করা হয়।

6) Future Continuous Tense এর Auxiliary Verb shall be/ will be এর বিষয়টাও Future Indefinite Tense এর মতোই।
7) Future Perfect Tense এর Auxiliary Verb shall have/ will have এর বিষয়টাও একই।
8) Future Perfect Continuous Tense এর Auxiliary Verb shall have been/ will have been এর বিষয়টাও একই।

9) Present Indefinite Tense এবং Past Indefinite Tense এর কোনো Auxiliary Verb না থাকায় Negative ও Interrogative Sentence গঠনের সময় Present Indefinite Tense এর Auxiliary Verb হিসেবে Do/ does এবং Past Indefinite Tense এর Auxiliary Verb হিসেবে did ব্যবহৃত হয়।

[] Analysis 2: Verb এর বিভিন্ন রূপের ব্যবহার:
1) Verb এর Present Form ব্যবহৃত হয় Present Indefinite Tense এবং Future Indefinite Tense এ।
2) Verb এর Past Form ব্যবহৃত হয় Past Indefinite Tense এ। তবে Negative ও Interrogative Sentence গঠনের সময় Auxiliary Verb হিসেবে did ব্যবহৃত হলে সেক্ষেত্রে এই Tense এ Verb এর Present Form বসে। যেমন— i) Did you go to School? ii) He did not help me.
3) Verb এর Past Participle Form ব্যবহৃত হয় সকল Perfect Tense এ।
4) Verb এর সহিত ing যুক্ত Form ব্যবহৃত হয় সকল Continuous Tense এবং সকল Perfect Continuous Tense এ।

❑ Tense বিষয়ে জ্ঞাতব্য:
1) Present Indefinite Tense এ Subject 3rd Person Singular Number হলে মূল Verb এর শেষে s বা es যোগ করতে হবে। যেমন— i) He goes to school. ii) Shakib plays cricket.
আর এই Tense এ কোনো Auxiliary Verb না থাকায় Negative ও Interrogative Sentence গঠন করার সময় Auxiliary Verb হিসেবে Do/ Does ব্যবহৃত হয়।
1st Person, 2nd Person এবং 3rd Person Plural Number এর সাথে Do ব্যবহৃত হয়।
Does ব্যবহৃত হয় 3rd Person Singular Number এর সাথে; আর Does ব্যবহার করলে মূল Verb এর সাথে s বা es যোগ করতে হবে না। যেমন- i) He does not like you. ii) Does he like you?

2) কোনো বাক্যের বাংলা অর্থ দেখে তা Present Perfect Tense না কি Past Indefinite Tense বুঝতে দ্বিধা হলে Tense এর গঠন দেখে তার Tense নির্ধারণ করতে হবে।
3) সকল Tense এর স্বাভাবিক গঠন হলো Active Voice এর গঠন।

উপসংহার: Tense বিষয়ে যাবতীয় খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। Tense বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরও কিছু জানার থাকলে ইনবক্স ব্যবহার করুন।
আর হ্যা, এই 12 প্রকার Tense ছাড়াও আরও এক প্রকার Tense আছে যাকে বলা হয় Future in past (অতীতের ভবিষ্যৎ); আর এই Tense বাস্তবে হয় না, এই Tense হয় কল্পনায়।
যেমন— আমি যদি রাজা হতাম! = If I were a king!
আমার যদি ঘুঘুর মতো ডানা থাকতো! = Had I the wings like a dove!/ If I had the wings like a dove!
আমি যদি আবার শিশু হতে পারতাম! = Would that I could be a child again!
***এই Tense এর অবাস্তব বা কাল্পনিক অতীত ইচ্ছা বুঝাতে wish, if, were, had, would that ইত্যাদি ব্যবহৃত হয়।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




তরুণ বয়সেই নিজের লাইফের ভবিষ্যৎ সম্ভাবনা জানতে ও লাইফের ফলপ্রসূ রূপরেখা ঠিক করে স্বপ্নকে সফল করতে পরামর্শ নিন লাইফ একাডেমির Advice Desk থেকে। সেজন্য আমাদের Personal Advising Program for Life Development এ অংশ নিন।
প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করুন→

সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk

Transformation of Sentences (বাক্য রূপান্তরকরন)


Transformation of Sentences হলো অর্থ অপরিবর্তিত রেখে বাক্যের গঠনগত রূপ পরিবর্তন করা। কোনো Sentence এর মূল ভাবার্থকে ঠিক তথা অপরিবর্তিত রেখে অন্য প্রকার Sentence এ গঠনগত রূপান্তর করাকে Transformation of Sentence বলে। এই Transformation of Sentence প্রধানত ছয় প্রকারে হয়ে থাকে, যথা—
1) Affirmative to Negative
2) Assertive to Interrogative
3) Assertive to Exclamatory
4) Voice পরিবর্তন
5) Degree পরিবর্তন
6) Simple, Complex এবং Compound Sentence এর মধ্যে পরিবর্তন।

Voice পরিবর্তন ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। এখন অন্যসব বিষয়গুলোর মধ্যে পরিবর্তন আলোচনা করা হবে—

[] Affirmative to Negative:
1.আমরা জানি যে, Auxiliary Verb এর সহিত not যুক্ত করলে Negative অর্থ প্রকাশ করে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেনো অর্থের পরিবর্তন না ঘটে।
উদাহরণ: Affirmative = He is a good boy.
                 Negative = He is not a bad boy.
এখানে সাহায্যকারী verb "is" এর সহিত not যুক্ত করা হয়েছে এবং good এর বিপরীত শব্দ bad বসানো হয়েছে। ফলে অর্থের কোনোরূপ পরিবর্তন ছাড়াই বাক্যটি Negative হয়েছে।
যেমন— Affirmative = Man is mortal.
              Negative = Man is not immortal.

2. Always যুক্ত বাক্যে Never বসিয়ে এবং বিপরীত শব্দ প্রতিস্থাপন করে Negative করা হয়।
উদাহরণ— i) Affirmative = He was always a rich man.
                        Negative = He was never a poor man.
ii) Affirmative = I shall always remember you.
     Negative = I shall never forget you.

3. Only বা Alone এর পরিবর্তে বাক্যের শুরুতে None but বসিয়ে Negative করতে হয়। আর বস্তুর ক্ষেত্রে Nothing but বসে।
উদাহরণ— i) Affirmative = Only Allah can help us.
                      Negative = None but Allah can help us.
ii) Affirmative = Only the moon is so sweet.
Negative = Nothing but the moon is so sweet.

4. Must এর পরিবর্তে can not but বসিয়ে Negative করতে হয়।
উদাহরণ— Affirmative = You must follow the rules of health.
                   Negative = You can not but follow the rules of health.

5. As soon as কে পরিবর্তন করে no sooner had...... than বসিয়ে Negative করতে হয়।
উদাহরণ— Affirmative = As soon as we reached the station the train left.
Negative = No sooner had we reached the station than the train left.

6. Every দ্বারা শুরু বাক্যে Every এর পরিবর্তে there is no..... but বসিয়ে Negative করতে হয়।
উদাহরণ— i) Affirmative = Everybody hates a liar.
                      Negative = There is nobody but hates a liar.
ii) Affirmative = Every mother loves her child.
Negative = There is no mother but loves her child.
                  => No mother hates her child.
iii) Affirmative = Every man is mortal.
Negative = No man is immortal.

[] Assertive to Interrogative:
1. আমরা জানি যে, Auxiliary Verb কে Subject এর পূর্বে বসিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়। অর্থ ঠিক রেখে Assertive Sentence কে Interrogative Sentence এ রূপান্তর করতে উক্ত বাক্যে not না থাকলে not যুক্ত করতে হয় এবং not যুক্ত থাকলে not বাদ দিতে হয়; অর্থাৎ, হ্যা-বোধক থাকলে না-বোধক এবং না-বোধক থাকলে হ্যা-বোধক করতে হয়।
উদাহরণ— i) Affirmative = He is a goot student.
                      Interrogative = Is he not a good student? / Is not he a good student?
ii) Affirmative = He is my friend.
    Negative = Is he not my friend?
iii) Affirmative = He did not find his fault.
     Negative = Did he find his fault?

2. Everybody, Everyone এর পরিবর্তে Who + Auxiliary + not + মূল Verb + বাকি অংশ লিখে প্রশ্নবোধক এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Assertive = Everybody hates a liar.
                      Interrogative = Who does not hate a liar?
ii) Assertive = Everyone wants to be happy.
    Interrogative = Who does not want to be happy?

3. Nobody, No one/ none এর পরিবর্তে Who + মূল Verb + বাকি অংশ লিখে Interrogative এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Assertive = Nobody hates a patriot.
                      Interrogative = Who hates a patriot?
ii) Assertive = No one likes it.
    Interrogative = Who like it?


[] Assertive to Exclamatory:
Exclamatory Sentence এর গঠন—
• How/ What a/an + adjective + Subject + Verb
• How + adjective + the + Subject + Verb

1. Assertive Sentence কে Exclamatory Sentence এর গঠনে আবদ্ধ করে Exclamatory Sentence এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Assertive = The boy is very poor.
                      Exclamatory = How poor the boy is!
ii) Assertive = The scenery is very beautiful.
    Exclamatory = How beautiful the scenery is!
iii) Assertive = It is a very beautiful flower.
     Exclamatory = What a beautiful flower it is!

2. Exclamatory to Assertive করার ক্ষেত্রে Hurrah (বাহবা), Alas (হায়), Bravo (সাবাস), Oh (আহ্) ইত্যাদি Interjection যুক্ত Exclamatory Sentence কে It is a matter of joy/ It is a matter of sorrow/ It is a matter of surprise/ It is a matter of shame + that + Subject + বাকি অংশ লিখে Assertive Sentence এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Exclamatory = Hurrah! we have won the game.
                       Assertive = It is a matter of joy that we have won the game.
ii) Exclamatory = Alas! I am undone.
Assertive = It is a matter of sorrow that I am undone.

3. If, were, had, would that দ্বারা অবাস্তব অতীত ইচ্ছা বা কাল্পনিক ঘটনা বুঝায় বলে Subject + wish + Subject সহ বাকি অংশ লিখে Assertive Sentence এ রূপান্তর করতে হয়।
উদাহরণ— i) Exclamatory = If I were a king!
                      Assertive = I wish I were a king.
ii) Exclamatory = Would that I could fly in the sky!
     Assertive = I wish I could fly in the sky.
iii) Exclamatory = Would that I could be a child again!
     Assertive = I wish I could be a child again.
iv) Exclamatory = Had I wings like a dove!
     Assertive = I wish I had wings like a dove.

Note: প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক (?) এবং বিস্ময়সূচক বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন দেওয়া আবশ্যিক।


[] Simple, Complex এবং Compound Sentence এর মধ্যে পরিবর্তন:
1. Simple Sentence (সরল বাক্য) : যে Sentence এ একটিমাত্র Subject এবং একটিমাত্র Finite Verb থাকে তাকে Simple Sentence  বলে।
যেমন— i) I like singing. ii) Tania reads a book.
* এই Sentence এ যে সকল Linkers ব্যবহৃত হয় সেসব হলো— because of, in spite of, present participle, gerund, infinitive, too....... to ইত্যাদি।

2. Complex Sentence (জটিল বাক্য) : যে Sentence এ একাধিক অংশ মিলে কমপক্ষে দুইটি Subject ও দুইটি Verb থাকে তাকে Complex Sentence বলে।
আরও ভালো করে বললে, যে Sentence এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।
যেমন— i) Though he is poor, he is honest. ii) If you come I will go with you.
* এই Sentence এ যে সকল Linkers ব্যবহৃত হয় সেসব হলো— as/ since, because, though/ although, who, which, that, when, so that, so.........that, if ইত্যাদি।

3. Compound Sentence (যৌগিক বাক্য) : যে Sentence এর দুইটি অংশ and, but, or, so, for ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।
আরও ভালো করে বললে, যে Sentence এ দুই বা ততোধিক Coordinate Clause (Principal Clause) Coordinating Conjunction অর্থাৎ and, but, or, so, for ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে থাকে তাকে Compound Sentence বলে।
যেমন— i) I love her but she avoids me. ii) He studied hard and got A+ in HSC examination.

Note: 'and' দ্বারা যুক্ত Compound Sentence এর Subject একই ব্যক্তি হলে দ্বিতীয় Subject টি উহ্য থাকে।

♦ Simple Sentence এর Linkers সমূহের অর্থ ও ব্যবহার :

Because of = জন্য/ কারণে
ব্যবহার/ উদাহরণ— i) He was ill. He could not go to school.
                              => He could not go to school because of his illnesses / because of his being ill.

নিয়ম:
i) because of এর পরে Pronoun এর Possessive form বসে।
ii) অতঃপর Noun form বসে।
যেমন— i) He could not go out because he was ill.
            => He could not go out because of his illnesses.
ii) As he was weak he could not move.
=> He could not move because of his being weak.

In spite of/ Despite = সত্বেও
ব্যবহার/ উদাহরণ— He was poor. He was honest.
=> In spite of his being poor he was honest.
বা, In spite of his poverty, he was honest.
অথবা, He was honest in spite of his poverty/ being poor.
এর নিয়ম পূর্বের মতোই। তবে In spite of বাক্যের শুরুতে বসে।
যেমন— i) Complex = Though he is rich, he is unhappy.
Simple = In spite of his being rich, he is unhappy.
ii) Complex = Though I have much money, I will not buy a car.
Simple = In spite of my having much money I will not buy a car.
বাক্যের মাঝেও In spite of বসানো যায়।
যেমন— He is unhappy in spite of his being rich.

too...........to = এতই........ তে
ব্যবহার/ উদাহরণ— The man is very weak. He can not walk.
                             => The man is too weak to walk.
গঠন : too + adjective + infinitive (to + verb)
উদাহরণ—
i) Complex = The sam is so difficult that I can not understand it.
Simple = The sam is too difficult to understand.
ii) Complex = The weather is so cold that I can not go out.
Simple = The weather is too cold to go out.

Infinitive : to সহ verb কে infinitive বলে।
ব্যবহার/ উদাহরণ— We eat. We want to live.
Complex = We eat so that we may live.
Simple = We eat to live.

Present Participle : Verb এর Present form এর সহিত ing যুক্ত করে Present Participle গঠন করা হয়।
ব্যবহার/ উদাহরণ—
i) He stood in the bus stand. He watched the people shouting.
=> Standing in the bus stand, he watched the people shouting.
বা, He watched the people shouting standing in the bus stand.
অথবা, He standing in the bus stand watched the people shouting.
ii) When he found me, he was pleased.
=> Finding me he was pleased.

Gerund: Verb এর Present form এর সহিত ing যুক্ত করে Gerund গঠন করা হয়।
by + gerund : Read attentively. You will pass in the exam.
                       => By reading attentively you will pass in the exam.
without + gerund : Read attentively. You will not pass in the exam.
                       => Without reading attentively you will not pass in the exam.
উদাহরণ—
Complex : If you take physical exercise regularly, you will be healthy.
Simple : By taking physical exercise regularly you will be healthy.


♦ Complex Sentence এর Linkers সমূহের অর্থ ও ব্যবহার:
as/ since = যেহেতু
'কারণ' উল্লেখিত বাক্যাংশের পূর্বে as/ since বসে।
ব্যবহার/ উদাহরণ—
i) As he is ill, he can not go to school.
ii) As he is honest, we believe him.

Because = কারণ/ কেননা
'কারণ' যুক্ত বাক্যাংশের পূর্বে বসে এবং বাক্যের মাঝে বসে।
ব্যবহার/ উদাহরণ—
i) He can not go to school because he is ill.
ii) Amir Khan could not often attend in film festivals because he was busy.

Though/ although = যদিও
* বিপরীতমুখী ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
ব্যবহার/ উদাহরণ—
i) Though he is poor, he is honest.
ii) Though I was ill I went to school.

So that = যাহাতে
ব্যবহার/ উদাহরণ—
i) We eat so that we may live.
ii) Work hard so that you can prosper in life.
নিয়ম:
So that এর ব্যবহারে দ্বিতীয় অংশে Subject এর পরে can/ may বসে। Past Tense হলে could/ might বসে।
যেমন— i) He worked hard so that he could prosper in life.
ii) Work sincerely so that you can succeed in life.

So...... that = এতই যে
ব্যবহার/ উদাহরণ—
লোকটি এতোই দুর্বল যে সে হাটতে পারে না।
= The man is so weak that he can not walk.

Who = যে/ যিনি/ যারা (ব্যক্তির ক্ষেত্রে বসে)
ব্যবহার/ উদাহরণ—
i) I know the man who came here yesterday.
ii) The man who came here yesterday I know him.

Which = যেটি/ যাহা (বস্তুর ক্ষেত্রে বসে)
ব্যবহার/ উদাহরণ—
I have bought a pen which is black.
* ইতর প্রাণির ক্ষেত্রেও which বসে।
যেমন— It is the hare which I bought from a village fair.

When = যখন (সময় বুঝতে ব্যবহৃত হয়)
ব্যবহার/ উদাহরণ—
i) যখন সে আমাকে দেখলো সে চলে গেলো।
= When he saw me, he went away.
ii) যখন সে দৌড়াচ্ছিল এটা ছিল সকালবেলা।
= It was morning when he was running.

that = যে/ যেটি (ব্যক্তি, বস্তু উভয়ের ক্ষেত্রে বসে)
ব্যবহার/ উদাহরণ—
i) জয় তাহার ভাই যে একজন ছাত্র।
= Joy is his brother that is a student.
ii) এটি একটি শার্ট যেটি হয় নীল।
= It is a shirt that is blue.

If / Incase = যদি (শর্তমূলক বাক্যে ব্যবহৃত হয়)
ব্যবহার/ উদাহরণ—
i) If you love me I shall marry you.
ii) I can come incase I have time.

Unless (If not) = যদিনা (শর্তমূলক বাক্যে ব্যবহৃত হয়)
ব্যবহার/ উদাহরণ—
i) Unless you help me, I will fail.
ii) Unless you take physical exercise regularly, you will not get a fit body.

Till = যে পর্যন্ত ; Until = যে পর্যন্ত না
ব্যবহার/ উদাহরণ—
i) Weit here until he comes/ he will come.
ii) I will wait for you until you come here.

Lest = পাছে ভয় হয়/ এই ভয়ে যে/ যাতে না
নিয়ম:
Lest যুক্ত বাক্যে দ্বিতীয় অংশে Subject এর পরে Should বসে।
উদাহরণ—
i) He walked fast lest he should miss the train.
ii) He studied hard lest he should miss A+ in HSC examination.

No sooner had..... than = সঙ্গে সঙ্গে...... তারপর
উদাহরণ—
i) No sooner had he seen me than he ran away.
ii) No sooner had I opened the computer the electricity failed.

Not only....... but also = শুধু..... নয় আরও
ব্যবহার/ উদাহরণ—
i) He is not only a good student but also a good player.
ii) He is not only an actor but also a director.


♦ Compound Sentence এর Linkers সমূহের অর্থ ও ব্যবহার:
and = এবং
উদাহরণ— He was ill and not strong.

but = কিন্তু
উদাহরণ— He was ill but attended at the class.

or = অথবা, নতুবা, নয়তো
উদাহরণ— Read attentively or you will fail.

so = সুতরাং, যেহেতু
উদাহরণ— He was ill so not strong.

for = জন্য
উদাহরণ— Work hard for prospering in life.

Note: nor (নয়তো), yet (তথাপিও)— এসবও কখনও কখনও Compound Sentence এর Linker হিসেবে ব্যবহৃত হয়।


Simple, Complex এবং Compound Sentence এর মধ্যে রূপান্তর করার ক্ষেত্রে Linkers সমূহের সম্পর্ক বুঝার জন্য নিম্নের টেবিলটি পরিষ্কারভাবে খেয়াল রাখতে হবে→


* উল্লেখিত সম্পর্ক মোতাবেক Simple-Complex-Compound এর Transformation করার সময় Linkers সমূহ পরিবর্তিত হবে এবং সেভাবেই নতুন Clause তৈরি হয়ে কিংবা Clause বিলুপ্ত হওয়ার মাধ্যমে এই Transformation হবে।

❑ Simple to Complex এর কিছু উদাহরণ—
1) Simple : He could not take healthy food because of his poverty/ being poor
                 => Being poor he could not take healthy food.
Complex : He could not take healthy food because he was poor.
                 => As he was poor he could not take healthy food.
2) Simple : He could not go to school because of his illness.
Complex : He could not go to school because he was ill.
3) Simple : Being little he could not carry the load.
Complex : As he was little he could not carry the load.
4) Simple : He came here in autumn.
Complex : He came here when it was autumn.

❑ Simple to Compound এর কিছু উদাহরণ—
1) Simple : He could not take healthy food because of his poverty.
Compound : He was poor and could not take healthy food.
2) Simple : I bought a blue pen.
Compound : A pen was blue and I bought it.
3) Simple : Divide to rule.
Compound : Divide and rule.
4) Simple : By doing you will die.
Compound : Do and die.
5) Simple : Without doing you will die.
Compound : Do or die.
6) Simple : Despite his being little he is braver.
Compound : He is little but braver.

❑ Complex to Simple এর কিছু উদাহরণ—
1) Complex : I am so tired that I can not walk.
Simple : I am too tired to walk.
2) Complex : Though he is ill, he will come.
Simple : He will come in spite of his illness/ being ill.
          => In spite of his illness he will come.
3) Complex : As he was industrious, he succeeded.
Simple : He succeeded because of his being industrious.
4) Complex : I know the man who is kind hearted.
Simple : I know the kind hearted man.
5) Complex : When he saw me he ran away.
Simple : Seeing me he ran away.
6) Complex : If you eat a balanced diet, you will be healthy.
Simple : By eating a balanced diet you will be healthy.
7) Complex : He is a person who is fine.
Simple : He is a fine person.
8) Complex : Tania was born when it was 1992.
Simple : Tania was born in 1992.
9) Complex : Unless you help me I will die.
Simple : Without helping me I will die.

❑ Simple-Complex-Compound এর কিছু উদাহরণ—
1) Simple : He could not solve any problem because of his dullness.
Complex : As he was dull he could not solve any problem.
Compound : He was dull and could not solve any problem.
2) Simple : I helped him because of his being poor.
Complex : As he was poor, I helped him.
Compound : He was poor and I helped him.
3) Simple : In spite of his being poor he is honest.
Complex : Though he is poor he is honest.
Compound : He is poor but honest.
4) Simple : Seeing me he went away.
Complex : When he saw me, he went away.
Compound : He saw me and went away.
5) Simple : He is too weak to walk.
Complex : He is so weak that he can not walk.
Compound : He is very weak and can not walk.
6) Simple : She worked hard to prosper in life.
Complex : She worked hard so that she could prosper in life.
Compound : She worked hard and wanted to prosper in life.
7) Simple : By doing you will die.
Complex : If you do, you will die.
Compound : Do and die.
8) Simple : Without doing you will die.
Complex : If you do not do you will die.
              => Unless you do you will die.
Compound : Do or die.
9) Simple : He came here at four.
Complex : He came here when he was four.
Compound : He was four and came here.
10) Simple : I Know the honest man.
Complex : I Know the man who is honest.
              => The man who is honest I know him.
Compound : The man is honest and I Know him.

Note: এসব ছাড়াও এমন কিছু টাইপের Simple Sentence থাকে যেগুলোকে Complex কিংবা Compound করার পদ্ধতি উপরোক্ত ছকে দেওয়া ফর্মুলাতে পড়ে না। এসব ক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে এ ধরণের বাক্যের Complex ও Compound করতে হয়।
যেমন—
1) Simple: I love you.
Complex: This is you I love whom.
2) Simple: A canning fox was passing through a forest.
Complex: It was canning fox which was passing through a forest.

এক্ষেত্রে তোমরা একটা বিষয় মনে রাখলেই এই টাইপের বাক্যগুলোর Simple-Complex-Compound সহজে করতে পারবে।
একটা গান আছে না?— 'এই তুমি সেই তুমি যাকে আমি চাই' অর্থাৎ, এই সেই তুমি যাকে আমি চাই; এর সরল বাক্য হলো 'আমি তোমাকে চাই'। এখন এটি ইংরেজিতে দেখো→
Simple: I want you.
Complex: This is you I want whom.
              => This is you who is that you I want whom.
Compound: You are a person and I want you.

উক্ত ক্ষেত্রে Who ব্যবহার করে Complex Sentence এ রূপান্তর করা হয়েছে। এরূপ বিভিন্ন Complex Sentence এর Linker প্রয়োগ করে Complex Sentence গঠন করা যায়, শুধু বুদ্ধিমত্তা প্রয়োগ করে উপযুক্ত Linker টি বেছে নিতে হয়।
যেমন—
1) Compound: Divide and rule.
Complex : If you want to rule you divide it.
2) Simple: It is my plan.
Complex: It is the plan which is mine.

উপসংহার: Transformation of Sentence নিয়ে বহু নিয়ম সমৃদ্ধ বই পড়ে হাঁপিয়ে উঠার দরকার নাই। এখানে দেওয়া ফর্মুলাগুলো মাথায় রাখলেই হবে। যারা পাবলিক পরীক্ষা দিবে তারা প্রশ্নব্যাংকে থাকা Transformation গুলো প্রাকটিস করবে এবং যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তারা অ্যাডমিশনভিত্তিক বইয়ে থাকা Transformation গুলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক পড়ার সময় সেখানে আসা যেসব Transformation পাবে সেসব দেখবে তাহলেই হবে; আর যেটা একটু ভিন্ন মনে হবে সেটা ব্যাখসহ পড়ে নিবে।

©  লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।



DU Kha প্রিপারেশন হ্যাকস— তথ্য, পরামর্শ ও মডেল টেস্ট এই তিন মিলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটি অনন্য বই।

♦ বইটির অনন্য বৈশিষ্ট্যসমূহ—
• বইটি একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীকে ভর্তি প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিবে।
• এতে দেওয়া অনন্য পরামর্শগুলো একজন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার কৌশলগুলোতে পারদর্শী করে তুলবে।
• এতে দেওয়া উপলব্ধিমূলক মডেল টেস্টগুলো ভর্তি পরীক্ষার্থীকে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে পারফেক্ট করে প্রস্তুত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার জন্য স্মার্টলি পড়াশুনা করতে ও আনপ্রডাকটিভ বিষয়গুলো পড়া হতে বিরত রেখে সময়ের পরিপূর্ণ সদ্ব্যবহার করতে শেখাবে।
• বইটি একজন ভর্তি পরীক্ষার্থীর মানসিক শক্তি উন্নত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার সময় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ থেকে নিরাপদ থেকে স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে।

বইটি অর্ডার করতে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' এর ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে মেসেজ করুন।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

টাইম পাবলিকেশন্স |
http://facebook.com/timepublications
Phone: 01746315639

Using Right Form of Verbs (ক্রিয়ার সঠিক রূপের ব্যবহার)


Verb বলতে আমরা মূলত Principal Verb কেই বুঝে থাকি। আর ইংরেজিতে এই Principal Verb এর ছয় প্রকারের রূপ আছে, যথা— Verb এর Base form, Present form, Past form, Past Participles form, Verb এর সহিত ing যুক্ত form এবং verb সহিত s/es যুক্ত form.
Verb এর Base form এবং Present form এর রূপ একই রকম। আর ing যুক্ত form এ 'ing' এবং 's/es' যুক্ত form এ s/es যুক্ত হয় Verb এর Base form এর সহিত।
ইংরেজি বাক্যে Verb এর এই ছয় প্রকারের রূপের কোন রূপ কোথায় বসবে তার নিয়মসমূহ হলো Using Right form of Verbs বা ক্রিয়ার সঠিক  রূপের ব্যবহার।
Right Form of Verbs হলো English Grammar এর প্রাণ। নিম্নে সুশৃঙ্খলভাবে Right Form of Verbs এর নিয়মসমূহ বর্ণনা করা হলো—

♦ Part—A : Verb এর Present Form এর ব্যবহার (Use of V1):
1. Present Indefinite Tense এ Subject এর পরে মূল Verb এর Present form বসে।
উদাহরণ— 1) I eat rice. 2) I love you. 3) They play football.
তবে এই Tense এ Subject 3rd Person Singular Number হলে Base form না বসে Verb এর s/es যুক্ত form বসে। verb এর s/es যুক্ত form টিও হলো verb এর Present form; 'Part—E' তে এর বিশেষত্ব তুলে ধরা হয়েছে।
এবং Future Indefinite Tense এ Auxiliary verb এর পরে মূল verb এর Present form বসে।
উদাহরণ— 1) I will do the work. 2) He will help you.

2. Sentence এ Auxiliary verb হিসেবে do not, does not, did not ব্যবহৃত হলে এসবের পরে verb এর Present form বসে।
উদাহরণ— 1) I do not like summer. 2) I don't like it. 3) He does not go to school regularly. 4) He did not come here yesterday.

3. সকল Modal Auxiliary Verb তথা- shall, should, will, would, can, could, may, might, must, need, dare, have to/ has to, ought to ইত্যাদি এর পরে Verb এর Present Form বসে।
উদাহরণ— 1) I can do the work. 2) He may come today. 3) You should do the work. 4) I must do the work. 5) I have to study regularly.

4. Infinitive এর ক্ষেত্রে verb এর Present form বসে। Verb এর পূর্বে যে to বসে তাকে Infinitive 'to' বলে; এরপরে verb এর Present form বসিয়ে Infinitive গঠন করা হয়।
উদাহরণ— I want to learn English.

5. Had better, Had rather, Would better, Would rather, let এর পরে verb এর Present form বসে।
উদাহরণ— 1) You had better go home. 2) I would rather take loan from bank to take your help. 3) Let us go home. 4) Let him do the work.

6. am to/ is to/ are to দ্বারা বর্তমানে কোনো কাজ বাধ্যতামূলক করতে হয় বুঝায় এবং এক্ষেত্রে Verb এর Present form ব্যবহৃত হয়।
উদাহরণ— I am to phone him. 3) He is to inform his boss. 4) You are to come here everyday.

7. সুনির্দিষ্ট Adverb of Time নেই এমন Sentence এ যদি always, often, sometimes, everyday, regularly, generally, daily, occasionally, usually, normally, ইত্যাদি থাকে সেক্ষেত্রে Sentence টি সাধারণত Present Indefinite Tense হয়।
উদাহরণ— 1) I often go there. 2) They respect me always.


♦ Part—B : Verb এর Past Form এর ব্যবহার (Use of V2):
1. Past Indefinite Tense এ Subject এর পরে Verb এর Past form বসে।
উদাহরণ— 1) I went to school. 2) He helped me. 3) I took my HSC examination in 2011.
* এই Tense এর Negative ও Interrogative form গঠনের সময় Auxiliary verb হিসেবে did/ did not ব্যবহৃত হলে সেক্ষেত্রে Verb এর Past form না বসে Base form বসে। যেমন— I did not go there. 2) did you go there?

2. বাক্যে অতীতকাল নির্দেশক শব্দ যেমন- Yesterday, day before yesterday, last week, last year, last month, last, ago, long ago, long since ইত্যাদি থাকলে Verb এর Past Indefinite Tense হয়, ফলে মূল Verb এর Past form হয়।
উদাহরণ— 1) Father came home yesterday. 2) Last night I had a bad dream. 3) Long ago there was a king.

3. It is time, It is high time, wish, fancy যুক্ত বাক্যে Subject এর পরে মূল Verb এর Past form হয়।
উদাহরণ— 1) It is high time he changed his bad habits. 2) It is time you married. 3) I wish I sang a song.

4. অনেক সময় অতীত অভ্যাস বুঝতে always, often, regularly, usually ইত্যাদি যুক্ত থাকলেও Past Indefinite Tense হয়। এক্ষেত্রে Verb এর Past form ব্যবহৃত হয়।
উদাহরণ— 1) Nancy usually sang in any function. 2) He often phoned me. 3) He was always late in class.

5. অতীতকালে একটি কাজ ঘটার সঙ্গে সঙ্গে অপর একটি কাজ ঘটে থাকলে দুটি কাজেরই Past Indefinite Tense হবে। ফলে সেখানে verb এর Past form ব্যবহৃত হবে।
উদাহরণ— 1) When the teacher entered the class, the students stood up. 2) They greeted us when they saw us.

6. Coordinating conjunction যেমন and দ্বারা যুক্ত দুটি coordinate clause এর প্রথমটি Past tense হলে পরেরটিও সাধারণত Past tense হয়।
উদাহরণ— I went to Dhaka and met my friend.


♦ Part—C : Verb এর Past Participle form এর ব্যবহার (Use of V3):
1. সকল Perfect Tense এ অর্থাৎ have, has, had এর পরে Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) I have done the work. 2) He has finished his work.

2. Passive Voice এ সর্বদাই Auxiliary verb এর পরে মূল Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) Rome was not built in a day. 2) English is spoken all over the world. 3) He is known to me.

3. Having, to be, being এর পরে Verb এর Past Participle form ব্যবহৃত হয়।
উদাহরণ— 1) Having done the work he went home. 2) The result will be published. 3) The principal desired the notice to be hung. 4) The pen is being used.

4. Perfect Conditional এর ক্ষেত্রে অর্থাৎ would have, could have, should have, might have এর পরে Verb এর Past Participle form হয়।
উদাহরণ— If you helped me, I could have done the work.

o\ = (Modal + be)/ (Modal + have) + _______ (?) → V3

5. কোনো Sentence এ Just, just now, already, lately, recently, ever, yet থাকলে বাক্যটি Present Perfect Tense হয়, ফলে মূল Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) We have just finished the work. 2) Our class already have started. 3) You have not paid your due yet.


♦ Part—D : Verb এর সহিত ing যুক্ত form এর ব্যবহার:
1. সকল Continuous Tense এবং সকল Perfect Continuous Tense এ Auxiliary verb এর পরে মূল verb এর সহিত ing যুক্ত হয়।
উদাহরণ— 1) I am reading a book. 2) He was waiting for me. 3) I have been reading a book for two hours.

2. সাধারণত সকল Preposition এর পরে Verb এর সহিত ing যুক্ত হয়।
উদাহরণ— 1) I am interested in learning English. 2) At studying time in the college I loved her.
* এছাড়াও Prepositional Phrase এর পরে Verb এর সহিত ing যুক্ত হয়।

3. Present Participle এবং Gerund এর ক্ষেত্রে Verb এর সহিত ing যুক্ত হয়।
[] Present Participle: Verb এর Present form এর সহিত ing যুক্ত হয়ে যদি উহা একইসঙ্গে Verb এবং Adjective এর কাজ করে তাকে Present Participle বলে।
উদাহরণ— He got down from a running bus.
অসমাপিকা ক্রিয়ায় একটি কাজ শেষ হয়ে অপর একটি কাজের শুরু বুঝালে প্রথম কাজটির Present Participle করতে হয়।
যেমন— বাজারে গিয়ে সে একটি বই কিনবে = Going to market he will buy a book.

[] Gerund: Verb এর Present form এর সহিত ing যুক্ত করলে যদি উহা একইসঙ্গে Noun এবং Verb এর কাজ করে তাকে Gerund বলে।
উদাহরণ— সাঁতার একটি ভালো ব্যায়াম = Swimming is a good exercise.
অসমাপিকা ক্রিয়ার শর্তমূলক বাক্যে ইহা by + gerund এবং without + gerund গঠনে ব্যবহৃত হয়।
যেমন— 1) মনোযোগ দিয়ে পড়লে তুমি পরীক্ষার পাশ করবে = By reading attentively you will pass in the examination. (by + gerund)
2) মনোযোগ দিয়ে না পড়লে তুমি পরীক্ষার ফেল করবে = Without reading attentively you will fail in the examination. (without + gerund)

4. Besides, Despite প্রভৃতির পরে Verb বসলে Verb এর সাথে ing যুক্ত হয়।
উদাহরণ— 1) Besides buying foods, he bought clothes. 2) Despite working hard, he could not shine in life.

5. কোনো Sentence এ now, right now, at this moment, at this time, at this every moment today ইত্যাদি উল্লেখ থাকলে Finite Verb টির Present Continuous Tense হয়। ফলে মূল Verb এর সাথে ing যুক্ত হয়।
উদাহরণ— 1) I am teaching you at this moment. 2) He is playing football right now.

Notes:
i) Verb এর শেষে m, n, p, t থাকলে তার সাথে 'ing' যোগ করার সময় শেষের Consonant টি double হয়ে যায়। যেমন— Swim→ Swimming, Run→ Running, Sleep→ Sleeping, Cut→ Cutting
ii) Verb এর শেষে "e" থাকলে "ing" যোগ করার সময় "e" উঠে যায়। যেমন— Write→ Writing, dance→ dancing


♦ Part—E : Verb এর s/es যুক্ত form এর ব্যবহার:
Present Indefinite Tense এ Subject 3rd Person Singular Number হলে মূল Verb এর শেষে s/es যুক্ত হয়।
উদাহরণ— 1) He goes to school. 2) Tabassum loves coffee.

আর এই Tense এ কোনো Auxiliary Verb না থাকায় Negative ও Interrogative Sentence গঠন করার সময় 3rd Person Singular Number এর সাথে Auxiliary Verb হিসেবে Does ব্যবহৃত হয়। আর Does ব্যবহার করলে মূল Verb এর সাথে s বা es যুক্ত হয় না। যেমন— 1) He does not like you. 2) Does he like you?

Note: অনেক সময় কোনো verb এর base form এর শেষে "y" থাকলে সে স্থলে "i" লিখে "es" যোগ করা হয়। যেমন— cry→cries, fly→flies


♦ Part—F : Clue ভিত্তিক Tense নির্ধারণ এবং কিছু বিশেষ নিয়ম:
1. If অর্থ যদি। শর্তমূলক বাক্যে ইহা ব্যবহৃত হয়। If যুক্ত বাক্যের—
প্রথম অংশটি Present Indefinite Tense হলে দ্বিতীয় অংশটি Future Indefinite Tense হবে।
উদাহরণ— 1) If you come, I will go. 2) If you love me, I will marry you.

আবার, প্রথম অংশটি Past Indefinite Tense হলে দ্বিতীয় অংশটির Subject এর পরে would/should/could/might বসে ও verb এর Present form হয়।
উদাহরণ— If you came, I would go.

আবার, প্রথম অংশটি Past Perfect Tense হলে দ্বিতীয় অংশটির Subject এর পরে would have/could have/should have/might have বসে এবং এরপর verb এর Past participle form বসে Perfect Conditional গঠিত হয়।
উদাহরণ— If you had come, I would have gone.

2. কোনো কাজ করা মাত্রই/ করতে না করতেই বোঝাতে No sooner had.......than, scarcely had.......when, hardly had......before এসব ব্যবহৃত হয় এবং এসব থাকলে had যুক্ত অংশটি Past Perfect Tense এবং পরবর্তী অংশটি Past Indefinite Tense হবে।
উদাহরণ— No sooner had he seen the police than he ran away.

3. Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। আর, প্রথম অংশ Past Indefinite হলে পরের অংশ Past Perfect হয়।
উদাহরণ— 1) It is many years since I meet you last.
2) Many years have passed since his father went to abroad.
3) It was many years since they had first meet.
4) It was long since I had seen her last.

4. একই Sentence এ Conjunction ছাড়াই দুটি Verb থাকলে Subject সংলগ্ন Verb টি Tense এর নিয়মানুসারে Person ও Number অনুযায়ী হয় এবং অন্য Verb টির সাথে ing যোগ করতে হয় অথবা Verb টির পূর্বে to বসিয়ে infinitive গঠন করতে হয়।
এখানে উল্লেখ্য যে পরবর্তী Verb টি noun এর অবস্থা বুঝালে Verb+ing (Gerund) হয় আর উদ্দেশ্য/লক্ষ্য/কারণ বুঝালে infinitive করা হয়।
উদাহরণ— 1) I saw her (dance) on the stage. Ans: dancing
2) I went there (learn) English. Ans: to learn

5. Had better, had rather, would better, would rather, need, dare ইত্যাদির পরে প্রদত্ত Verb এর Present form হয় এবং পরীক্ষার প্রশ্নে বন্ধনীর মধ্যে verb এর পূর্বে to থাকলে উক্ত to উঠে যায়।
উদাহরণ— 1) You need do it. 2) He dare drive the car.

6. Sentence এর শুরুতে 'Would that' থাকলে Subject এর পরে 'could' বসে এবং Verb এর Present form বসে কেননা তা কাল্পনিক ঘটনা প্রকাশ করে।
উদাহরণ— Would that I could marry you.

7. As though, as if, wish থাকলে সকল Person ও Number এর ক্ষেত্রেই to be verb হিসেবে were বসে।
উদাহরণ— 1) I wish I were a King. 2) He talks as if he were a leader.

8. As though/ as if এর প্রথম অংশ Present Indefinite Tense হলে পরের অংশ Past Indefinite হয়। আবার প্রথম অংশ Past Indefinite Tense হলে পরবর্তী অংশ Past Perfect Tense হয়।
উদাহরণ— 1) He speaks as though he knew everything. 2) He expressed himself as if he had concord Mount Everest.

9. বাক্যে it is time/ it is high time এর পরে Subject না বসালে সেক্ষেত্রে Infinitive ব্যবহার করা যায়।
উদাহরণ— 1) It is time to go home. 2) It is high time for us to start the business.

10. কোনো Verb এর পূর্বে mind, worth, past, can not help, could not help, would you mind, with a view to, look forward to, with an eye to, addicted to, in addition to, confess to, hadituated to, accustomed to, subject to, object to, advised to, be used to, get used to, become used to ইত্যাদি Prepositional Phrase থাকলে Verb এর সাথে ing যোগ করতে হয়।
উদাহরণ— 1) I went to the library with a view to reading books. 2) He never thought of going cinema. 3) I am habituated to taking my bath with very cold water.

11. lest যুক্ত Sentence এ lest এর পরে subject থাকে তারপরে should/ might বসে।
উদাহরণ— 1) He walked fast lest he should miss the train. 2) I phoned you lest you might forget the way.

12. while এর ঠিক পরেই Verb থাকলে উক্ত Verb এর সাথে ing যোগ করতে হয়।
কিন্তু while এর পরে Subject থাকলে while এর অংশটি Past Continuous Tense হয়।
উদাহরণ— 1) While walking by the river bank he saw a big fish in the river. 2) While she was dancing, I was sleeping.

13. WH Question এর ক্ষেত্রে what, when, where, who, which, whose, why, how ইত্যাদি WH Word এবং Subject এর মাঝে Auxiliary Verb ব্যবহার করতে হবে। নতুবা ইহা একটি পূর্ণাঙ্গ Sentence না হয়ে Subordinate Clause এ পরিণত হবে।
উদাহরণ— 1) What do you want? 2) Where does he go everyday? 3) How did you solve that problem?

14. Present Indefinite এবং Past Indefinite Tense এ কোনো Auxiliary Verb না থাকায় এদেরকে Negative বা Interrogative করতে হলে Present Indefinite এর ক্ষেত্রে do/ does এবং Past Indefinite এর ক্ষেত্রে did ব্যবহৃত হয়।
উদাহরণ— 1) The boy does not smoke. 2) Did Tabassum come to my home yesterday? 3) Does he love you?

Introduction to Rules 15-16: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন have, has, had, get, got ইত্যাদি Causative verb হিসেবে কাজ করে।

15. Have, has, had Causative verb হিসেবে কাজ করলে have, has বা had এর পরে যদি বস্তুবাচক Object থাকে তাহলে পরবর্তী Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) I had the car washed by Imran. 2) I have my hair cut. 3) We are having the house painted.

কিন্তু, Complement টি ব্যক্তিবাচক শব্দ হলে সেক্ষেত্রে Verb এর Present form হবে।
উদাহরণ— 1) I had Imran wash the car. 2) He is having some people paint the house.

16. Get বা Got Causative Verb হিসেবে কাজ করলে এর পরের Complement টি বস্তবাচক হলে পরবর্তী Verb এর Past Participle form হয়।
উদাহরণ— 1) I got the home cleaned. 2) I get my shirt washed.

কিন্তু, Complement টি ব্যক্তিবাচক শব্দ হলে পরবর্তী Verb টির infinitive form হবে।
উদাহরণ— 1) I got sabina to make foods. 2) I get my sister to wash my shirt.

17. Indirect Speech (Narration) এ reporting verb টি Past tense হলে এবং reported speech এ next day, next week, next month, next year ইত্যাদি থাকলে পরীক্ষার প্রশ্নপত্রে ব্রাকেটের ভিতরের verb টির/ শূন্যস্থানের verb টির পূর্বে would বা should বসবে এবং verb টির Present form হবে।
উদাহরণ— 1) He said that he _______ a car next month (buy)./ He said that he (buy) a car next month.
Answer: He said that he would buy a car next month.
2) Tabassum told me that she _______ to England next week (go)./ Tabassum told me that she (go) to England next week.
Answer: Tabassum told me that she would go to England next week.

18. Sentence এর শুরুতে Had বসিয়ে Perfect Conditional গঠন করা যায়। এর ফর্মুলা হলো— would have/could have/should have/might have + verb এর Past participle।
এক্ষেত্রে ইহা If + 'To have' verb এর Past form (had)/ had এর পরে Past Participle + would have/could have/should have/might have + Past Participle এর মতো করেও কাজ করে।
উদাহরণ— 1) If I had much money, I would have helped the poor.
2) Had I much money, I would have helped the poor.
3) If I had done the work, she would have thanked me.
4) Had I done the work, she would have thanked me.

19. If যুক্ত বাক্যে Subject এর পরে were থাকলে তা কাল্পনিক বিষয় বুঝায় এবং এর পরের অংশ Past Conditional (would/could/should/might + verb এর Present form) হয়।
উদাহরণ— 1) If I were a doctor, I could treat you. 2) If I were a bird, I would fly in the sky.

20. একই Sentence এ conjunction দ্বারা দুটি verb যুক্ত থাকলে পরীক্ষার প্রশ্নপত্রে ব্রাকেটের verb টি অপর verb এর Tense অনুযায়ী হয়, তবে Perfect tense এর ক্ষেত্রে ব্যতিক্রম হয়।
উদাহরণ— 1) I came here and (see) him. Answer: saw
2) Jerry (be) at the orphanage since he was four. Answer: had been.

21. যে সকল Verb দ্বারা কোনো Continuous Action বুঝায় না, বরং একটি সুপ্ত বা Silent Verb বুঝায় তাকে Statue Verb বলে। এ সকল Verb এর কোনো Continuous Tense হয় না।
Love, see, notice, wish, hope, trust, suppose, mind, prefer ইত্যাদি Stative Verb হিসেবে ব্যবহৃত হয়।
যেমন— 1) I hope it from you. 2) I see a bird. 3) I want the device to you right now ('বলো না তুমি আমার' সিনেমায় কোয়েল মল্লিকের ডায়ালগ).

22. Since ও ago যদি adverb হিসেবে ব্যবহৃত হয়ে period of time বুঝায় তাহলে এদের পূর্ববর্তী verb টি Past Tense হয়।
উদাহরণ— 1) He came an hour ago. (has come হবে না) 2) Shuvo left the place long since. (has left হবে না)

23. Complex এবং Compound Sentence এর এক অংশ Past tense এ থাকলে অপর অংশও সাধারণত Past Tense করতে হয়।
উদাহরণ— 1) Dela sold her hair and bought a gift. 2) He went to office and attended the meeting. 3) When I passed my SSC examination you was only four.
* এ বিষয়ে বেশকিছু বিশেষ বিষয় রয়েছে যেসব দেখতে হবে Sequence of Tense অধ্যায়ে।

উপসংহার: এই বইয়ে Right Form of Verbs এর পাঠে Principal verb এর বিভিন্ন রূপ তথা ছয় প্রকার রূপের ব্যবহার শুধু দেখানো হলো। এরপর Subject-verb Agreement অধ্যায়ে Verb এর Singular এবং Plural রূপের ব্যবহার বিশদভাবে দেখানো হবে এবং Sequence of Tense অধ্যায়ে Complex Sentence এ বিভিন্ন Tense এর ব্যবহার দেখানো হবে।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

Subject-Verb Agreement (কর্তা ও ক্রিয়ার সাদৃশ্য)


কোনো Sentence এ কর্তার রূপ, প্রকৃতি, ধরন এর সঙ্গে সঙ্গতি রেখে উপযুক্ত Verb তথা Verb এর উপযুক্ত রূপ ব্যবহার করাকে Subject-Verb Agreement বলে। এখন সেসব বিষয় আলোচনা করা হবে।
Subject-Verb Agreement এর নিয়মসমূহ দেখায় আগে প্রথমে আমরা Singular Subject ও Plural Subject এবং Singular Verb ও Plural Verb সম্পর্কে পরিষ্কার ধারনা নিবো।

[] Singular Subject:
• Noun: নিম্নোক্ত ক্ষেত্রে Noun Singular হয়—
i) কোনো একটি জিনিস (যেকোনো ব্যক্তি, বস্তু বা ইউনিট)
ii) সকল Uncountable Noun (অর্থাৎ Abstract Noun, Material Noun ও এর অন্তর্গত Noun সমূহ)
iii) সকল Collective Noun (একই মত, কাজ, ধারণা পোষণ করলে)
iv) পত্রিকা, পুস্তক, প্রতিষ্ঠান, Magazine, Organization, Company ইত্যাদির নাম সর্বদা Singular
v) Amount of time/ money/ distance সর্বদা Singular
• Pronoun: I, You (তুমি), He, She, it, this, that এসব Pronoun Singular

[] Plural Subject:
• Noun:
i) কোনো জিনিস একাধিক সংখ্যক বুঝালে তা Plural হয়।
ii) কোনো Collective Noun যদি ভিন্ন ভিন্ন মত বা ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করে বিভক্ত হয়ে যায় তবে তা Plural হবে।
• Pronoun: We, You (তোমরা), they, these, those এসব Pronoun Plural

Note: কোনো কিছুর সংখ্যা বুঝালে তথা একাধিক সংখ্যা বুঝালে তা Plural আর পরিমাণ বুঝালে তা Singular

[] Singular Verb:
• Action Verb: Verb+ s/es (Verb এর শেষে s বা es থাকলে তা Singular verb, তবে ইহা শুধু Present Indefinite Tense এর Subject 3rd Person Singular Number হলে ব্যবহৃত হয়)
• Auxiliary verb, to be verb ও to have verb: is, has, was ('am' শুধু 'I' এর সাথে বসে)

[] Plural Verb:
• Action Verb: Verb এর Base form (তবে ইহা I, you এর সাথেও বসে)।
• Auxiliary verb, to be verb ও to have verb: are, have, were (তবে 'have' I, we এবং you এর সাথেও বসে আর 'were' you এর সাথেও বসে)।


♦ Subject-Verb Agreement এর নিয়মসমূহ:—
1. Sentence এর Subject টি Singular হলে Verb টি Singular হবে এবং সেই বাক্যে Pronoun থাকলে সেটিরও Singular রূপ হবে।
আবার, Subject টি Plural হলে Verb টি Plural হবে এবং সেই বাক্যের Pronoun টিও Plural হবে।
উদাহরণ—
1) I am a student. 2) They are students. 3) I am happy in my life. 4) They are happy in their life.

2. Adjective এর পূর্বে the যুক্ত হলে তা দ্বারা জাতি নির্দেশ করে এবং Verb Plural হবে।
উদাহরণ— 1) The rich are not always happy. 2) The old are generally respected. 3) The poor are always neglected in their life.

3. One of the এবং very few এর পরের Noun টি সর্বদাই Plural হবে।
এখন প্রশ্ন হচ্ছে, Verb টি কী হবে?
One of the থাকলে Verb টি হবে Singular এবং
Very few থাকলে Verb টি হবে Plural
উদাহরণ—
1) One of the boys of them was my brother. 2) Very few teachers in Bangladesh are humorous. 3) One of the girls in the class is my sister.
* none of the থাকলে সেটার বিষয়টা one of the এর মতো হবে।

4. দুই বা ততোধিক Subject "and" দ্বারা বা "Both.......  and........" দ্বারা যুক্ত হলে Verb Plural হবে এবং Pronoun থাকলে তাও Plural হবে।
উদাহরণ—
1) Shuvo and Mahadi are two friends. 2) Rina and her friends are playing. 2) Siam and Tania were busy in their study. 4) Both he and his wife are responsible for it.

5. And দ্বারা যুক্ত দুটি Subject এর একটিতে no বা not যুক্ত থাকলে no বা not এর পূর্ববর্তী subject অনুযায়ী verb হবে।
উদাহরণ—
1) I, and not my brother have done the work. 2) Only boys and  no girl were present in the class.

6. "Not....... but......." থাকলে 'but' এর পরের subject অনুযায়ী Verb ও Pronoun এর রূপ হবে এবং "Not only....... but also........." থাকলে 'but also' এর পরের subject অনুযায়ী Verb ও Pronoun এর রূপ হবে।
উদাহরণ—
1) Not Asif but Tania has done the work. 2) Not Rofiq but his friends were present at the picnic. 3) Not only Asif but also Tania was present at the program to show her performance.

7. দুটি Singular Noun "and" দ্বারা যুক্ত হলেও যদি একটির পূর্বে article থাকে এবং অপরটির পূর্বে article না থাকে তবে verb টি singular হবে (একই ব্যক্তি বুঝালে)।
উদাহরণ—
1) The headmaster and president of the school is an honest man. 2) The MP and health minister of the parliament is present.

8. দুটি Singular noun "and" দ্বারা যুক্ত হলেও যদি তা একই বস্তু বা ব্যক্তিকে বুঝায় তবে Verb টি singular হবে।
উদাহরণ—
1) Slow and steady wins the race. 2) Bread and butter is our first need.

9. Each, every, any, everyone, anything, nothing, someone যুক্ত Subject এর verb Singular হয়।
উদাহরণ—
1) Every student has a laptop. 2) Each boy is wicked. 3) Everybody loves flowers.

আবার,
Each...... and each....... বা Every...... and every....... দ্বারা যুক্ত Noun দুটি Singular হলে Verb singular হবে।
উদাহরণ—
1) Each boy and each girl has an umbrella. 2) Each teacher and every student hopes for a canteen.

কিন্তু,
Every....... and........ দ্বারা যুক্ত Noun দুটির ক্রম singular + plural + verb এরূপ হলে verb plural হবে।
উদাহরণ—
1) Every student and teachers hope for a canteen. 2) Every boy and girls have an umbrella.

10. যদি কোনো Plural Subject এর পরে each বসে তবে তার পরের verb টি Plural হবে।
উদাহরণ—
1) The girls each are playing. 2) The boys each were interested in the work.

11. Real Subject অনুযায়ী verb হবে। অর্থাৎ Preposition এর পূর্ববর্তী Noun/ Pronoun অনুযায়ী verb হবে।
উদাহরণ—
1) The assembly of the people is breaking down. 2) The leader of students is giving his speech at the program.

12. দুই বা ততোধিক Singular subject যদি or, nor, either........ or, neither....... nor দ্বারা যুক্ত থাকে তবে verb টি singular হবে।
উদাহরণ—
1) The boy or the girl is fond of sweet. 2) Either he or his wife is responsible for it. 3) Neither he nor his wife is responsible for it.

আবার, singular এবং plural উভয়ে এসব দ্বারা যুক্ত হলে plural subject টি শেষে বসে এবং verb টি plural হয়।
উদাহরণ—
1) Nipa or her sisters are dancing. 2) Neither Tania nor her friends were present.

আবার, বিভিন্ন Person এর Subject এসব দ্বারা যুক্ত হলে সবশেষে থাকা Subject এর Person ও রূপ মোতাবেক Verb এর রূপ হবে।
উদাহরণ—
1) Either you or he or I am going to get the award. 2) Neither you nor he is to blame.

এর সহজ নিয়ম:
Either....... or, Neither...... nor, Not only...... but also...... থাকলে verb এর নিকটবর্তী Subject অনুযায়ী verb/ pronoun হবে।
উদাহরণ—
1) Either he or his friends have done this for their next party. 2) Neither the people nor I am interested in doing this work.
3) Not only Feroza but also her friends seem interested.

13. একই বাক্যে বিভিন্ন Person কে subject হিসেবে বসানোর সাধারণ নিয়ম হলো 231 অর্থাৎ, প্রথমে 2nd Person তারপর 3rd Person এবং শেষে 1st Person বসে।
কিন্তু,
দোষ স্বীকার করা বুঝালে 132 হয়। অর্থাৎ, প্রথমে 1st Person এরপর 3rd Person এবং শেষে 2nd Person বসে।
উদাহরণ—
1) You, he and I have done to work. 2) You, he and I are trying to do the work. 3) I, he and you are guilty. 4) Either I or he or you are guilty.
* উপর্যুক্ত ক্ষেত্রে Subject গুলো 'and' দ্বারা যুক্ত থাকলে verb টি Plural হবে।

14. Collective Noun সমষ্টিগত অর্থে ব্যবহৃত হলে Verb Singular হবে। কিন্তু সমষ্টিগত অর্থে ব্যবহৃত না হয়ে পৃথক পৃথক সত্তা বুঝালে verb টি Plural হবে।
উদাহরণ—
1) The army was defeated. 2) There is a large audience. 3) The audience are requested to take their seats. 4) The jury are divided in their opinions.
* Singular Verb/ Pronoun ব্যবহৃত হয় এমন কিছু Collective expression: A herd of cattle, A gaggle of girls, A pack of dogs, A pride of lions, A school of fish/es, A gang of rogues, A chorus of siners ইত্যাদি।

15. 'A lot of' singular এবং plural উভয় অর্থেই ব্যবহৃত হয়।
উদাহরণ— 1) A lot of money is needed to do the work. 2) A lot of people were present there. 3) A lot of boys are playing in the field. 4) Here is a group of boys. 5) A group of boys are enjoying a picnic.

16. A number of, majority of, a lot of, a many ইত্যাদির পরে Plural Noun থাকলে এবং তা দ্বারা সংখ্যা বুঝালে Verb Plural হবে।
উদাহরণ—
1) A large number of letters were received. 2) A majority of the people have complained. 3) Minority of them have supported the candidate.

কিন্তু,
Majority, Minority সরাসরি (Noun/ Pronoun ছাড়া) বসলে Verb singular হবে।
উদাহরণ—
1) Majority believes that I am a good boy. 2) Minority has supported his speech.

17. The number of, many a যদি Subject হিসেবে বসে তবে verb টি singular হবে।
উদাহরণ—
1) The number of the girls is ten. 2) Many a man has done so. 
কিন্তু,
A number of এর ক্ষেত্রে verb টি Plural হবে।
উদাহরণ— A number of students have done their home task.

18. Amount of Time, Amount of Money, Amount of Distance সর্বদা singular হবে।
উদাহরণ—
1) Two and two makes four. 2) Four years is a long time to spend away. 3) Ten miles is a long way to walk.

19. একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে Subject দেখতে Plural এর মতো হলেও Verb singular হবে।
উদাহরণ—
1) Fifty miles is a long way. 2) Five hours is a long time.

আর, একাধিক সংখ্যা বুঝালে Subject Plural হওয়ায় Verb ও Plural হবে। যেমন— 1) Five students are present at the class today. 2) Ten members are very big for a family.

20. Gerund দিয়ে Sentence শুরু হলে Verb/ Pronoun singular হবে।
উদাহরণ—
1) Smoking in open daylight is highly harmful for health and it should be stopped. 2) Drinking sufficient milk keeps out brain cool.

21. 'One' subject হলে অবশ্যই Possessive Pronoun one's হবে।
উদাহরণ— One should do one's duty.
কিন্তু,
No one থাকলে his/ her হবে।
যেমন— 1) No one should neglect his duty. 2) No one has done her duty yesterday.

22. Relatives Pronoun যার পরিবর্তে বসবে তা অনুযায়ী Pronoun এবং Verb হবে।
উদাহরণ—
1) This is you who are loved by me. 2) It is Tanha who has solved her problem. 3) It is the canning fox which was passing through a big forest.

23. কোনো Sentence এ Subject এর পরে as well as, along with, together with, accompanied by/ with, with + কোনোকিছু/ ব্যক্তি, and not এর পরে Noun/ Pronoun— এসব থাকলে প্রথম অংশের Subject অনুযায়ী Verb হবে।
উদাহরণ—
1) The actress along with her friends is going to a party.
2) The speaker as well as the prime minister is present at the parliament.
3) The mayor together with his two brothers is going to delever his speech.
4) Tania accompanied by her friends is going to a picnic.
5) Siam with Tania is going to Dhaka.
6) Hasan and not his brothers is excellent in playing football.

24. Singular ভাবাপন্ন Noun অর্থগত দিক থেকে Plural হলে Verb/ Pronoun টি Plural হবে।
উদাহরণ—
1) The police were walking along the street and they were followed by a group of detective. 2) Poultry are roaming in the pastur.

25. কিছু কিছু Noun দেখতে Plural এর মতো অথচ Meaning Singular তাদের Verb/ Pronoun singular হবে।
উদাহরণ—
1) Mathematics is an easy subject but it needs a lot of practice/ lots of practice.
2) Measles has became less common in USA and it will be extinct shortly.

আবার, কিছু কিছু Noun যারা দেখতে Singular এর মতো অথচ Meaning Plural তাদের Verb/ Pronoun Plural হবে।
উদাহরণ— People are very curious about fishing.

26. Noun of Multitude এর ক্ষেত্রে—
• একই মত, ধারণা, কাজ পোষণ করলে Verb Singular হবে।
• ভিন্ন ভিন্ন মত, ধারণা, কাজ পোষণ করলে Verb Plural হবে।
উদাহরণ—
1) The class is in same views about the topic. 2) The class are in different views about the topic. 3) The Committee were divided into their opinions.

27. Each, every, either, neither, many a/an এরা সরাসরি Singular Verb গ্রহণ করে।
উদাহরণ—
1) Each of them asks him many questions about the strategy of his success.
2) Everybody in the class has done his/ her assignment.
3) Many a lawyer takes his/ her seats in the courtroom. 

28. Several, few, many, other, others এরা সরাসরি Plural Verb গ্রহণ করে।
উদাহরণ—
1) Few of the apples are still hanging on the tree and a thif was looking at them. 2) Several of the children were playing. 3) Several were present in the meeting.

29. || some, more, most, rest, all, majority, minority, a lot of, a great deal of ||
→ এসব যে Noun কে নির্দেশ করে তা অনুযায়ী Verb/ Pronoun হবে, অর্থাৎ—
• এসব + Uncountable Noun হলে Verb/ Pronoun Singular হবে।
• এসব + Plural Noun/ Pronoun হলে Verb/ Pronoun Plural হবে।
উদাহরণ—
1) Most of the milk has gone bad and it should be thrown away.
2) Some of the cows were eating grass.
3) Some of the cake was left on the table.
4) All the six cans of milk are still in the refrigerator and two of them are damaged.

30. | No+ body, things, one |   | Every+ body, things, one |   | Some+ body, things, one |   | Any+ body, things, one |
→ এসবের পরেই সঙ্গে লেগে Verb থাকলে তা Singular Verb হয়।
উদাহরণ—
1) Everyone has done his/ her home task. 2) Somebody has left her purse. 3) Anybody was capable of doing his/ her duty.

31. No/ None এর পরে দুটি রূপ আছে যথা—
i) Plural Noun/ Pronoun → Plural Verb/ Pronoun
ii) Singular Noun/ Pronoun → Singular Verb/ Pronoun
উদাহরণ—
1) No student is happy without A+ in life.
2) None of them claim responsibility for this incident.
3) None of the students have done their assignment.

32. কোনো Noun/ Pronoun এর অবস্থান not....... but এর মাঝে হলে তা Subject গণনার ক্ষেত্রে বাদ যাবে (এটি ইতোমধ্যে অন্যভাবে বলা হয়েছে)।
উদাহরণ—
1) Not he but his wife is responsible for it. 2) Not Asif but his friends are present in the class.
* পূর্বে but not এবং and not যুক্ত Noun/ Pronoun এর ক্ষেত্রেও তাই  ঘটে।
যেমন—
1) The students but not the teacher were present in the class.
2) The boy and not girls has got A+ in HSC examination form this school.
3) Asif but not his brothers has done well in the examination.

আবার, Both....... and not........ এর ক্ষেত্রেও Verb Singular হয়।
উদাহরণ— Both students and not teacher was present in the class.

33. Here, there এর পরবর্তী Noun অনুযায়ী Verb/ Pronoun হবে।
উদাহরণ—
1) There is a school in our village and it is not large.
2) There are two problems and these should be solved.
3) Here are two girls of my choice.
4) There have been several objections to the new policy.

34. Percentage (শতকরা) বা Fraction (ভগ্নাংশ) থাকলে→
i) Noun/ Pronoun টি Uncountable/ Singular হলে Verb/ Pronoun Singular হবে।
ii) Noun/ Pronoun টি Countable এবং Plural হলে Verb/ Pronoun Plural হবে।
উদাহরণ—
1) Two-fifty of the troops were lost in the battle.
2) Two-fifty of the vineyard was destroyed by fire.
3) Forty percent of the students are present in the class.
4) One third of the milk has lost its food value.

♦ কিছু কমনসেন্স এর বিষয়→
1. যে সকল Noun গোনা যায় না সেগুলো অর্থের দিক থেকে বহুবচন হলেও Verb singular হবে, যেমন—
1) Her hair is golden. 2) How much fish is there in the river?

কিন্তুু, Uncountable noun কে কোনো বিশেষ পদ্ধতির মাধ্যমে Countable করা হলে Verb Plural হয়।
যেমন— How many fishes are there in the aquarium?

2. স্বাভাবিক অবস্থায় যেসব জিনিস এর সংখ্যা একাধিক থাকে সেক্ষেত্রে Noun, Verb এবং Pronoun Plural হয়।
যেমন— His eyes are blue in colour and I like them.

কিন্তু সেসবের একটিকে বুঝালে Noun, Verb এবং Pronoun singular হবে। যেমন— Her one ear is not active now after the accident.




DU Kha প্রিপারেশন হ্যাকস— বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে—ক্লিক—করো

Note: আপাতত বইটির ক্র্যাক কপি দেওয়া হয়েছে। বইটির প্রিন্ট কপি প্রকাশিত হওয়ার পর পিডিএফ এর মাস্টার কপি দেওয়া হবে।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639