Wednesday, July 22, 2020

Classification of Verbs (ক্রিয়ার প্রকারভেদ)


Verb এর কাজ হলো Subject কী করে তা আমাদের বলে দেওয়া। অন্য কথায়, যে Word দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন করা বা সম্পাদিত হওয়া বুঝায় তাকে Verb বলে।

Sentence গঠনে Verb খুবই গুরুত্বপূর্ণ; এজন্য Verb কে বাক্যের প্রাণ বলা হয়। Verb আমাদের যে তিনটি কথা বলে দেয় তা হলো—
i) কোনো ব্যক্তি বা বস্তু কী করে:
The bell rings. Aysha reads a book.
ii) কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কী করা হয়:
The book is read. English is spoken.
iii) কোনো ব্যক্তি বা বস্তু কী রকম হয়:
The boy is wicked. The pen is fine.

স্বরূপ প্রকৃতি ও ব্যবহারের উপর ভিত্তি করে Verb কে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। নিম্নে Verb এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করা হলো। প্রথমে Verb এর প্রকারভেদ নিয়ে নিম্নের চিত্রটি দেখে নাও→


Finite Verb: যে Verb Number, Person ও Tense অনুযায়ী পরিবর্তনশীল এবং বাক্যের বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে Finite Verb বলে। এর বাংলা অর্থ সমাপিকা ক্রিয়া।
উদাহরণ: 1) I go home. 2) He goes to school. 3) We went to market. 4) He has gone to Dhaka.

Non-finite Verb: যে Verb দ্বারা কোনো বাক্যের বক্তব্য শেষ হয় না বা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না এবং যে Verb Number, Person ও Tense অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে Non-finite Verb বলে। এর বাংলা অর্থ অসমাপিকা ক্রিয়া।
উদাহরণ: 1) Going to market he will buy a book. 2) The boy wants to go to the field. 3) I saw a flying bird.

Principal Verb: যে Verb এর নিজস্ব অর্থ আছে এবং Sentence এ প্রধান Verb হিসেবে ব্যবহৃত হয় তাকে Principal Verb বলে।
উদাহরণ: 1) He helps me. 2) We went to college.

Auxiliary Verb: যে Verb সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং Principal Verb কে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। এর নিজস্ব অর্থ নেই।
উদাহরণ: 1) He is writing a letter. 2) They will play cricket.

Auxiliary Verb আবার দুই প্রকার, যথা—
i) Primary Auxiliaries:
To be = be, am, is, are, was, were, be, being, been
To have = have, has, had, having
To do = do, does, did

i) Modal Auxiliaries: shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to ইত্যাদি।

√ Auxiliary Verb (Primary Auxiliary) এর মূল Verb রূপে ব্যবহার:
• To be Verb মূল Verb হিসেবে ব্যবহৃত হয় যখন Subject নিজে কিছু  হওয়া বুঝায়।
উদাহরণ: 1) I am a student. 2) He was a lover-boy. 3) Tania is a pilot. 4) You are a punctual person.

• To have verb মূল Verb হিসেবে ব্যবহৃত হয় যখন Subject এর অধীনে কোনো কিছু থাকা বুঝায় বা Subject কোনো কিছুর অধিকারী হওয়া বুঝায়।
উদাহরণ: 1) I have an android phone. 2) My uncle has three cows. 3) He had a vast property.

Transitive Verbs: যে Verb এর Object বা কর্ম আছে তাকে Transitive Verb বলে। এর বাংলা অর্থ স্বকর্মক ক্রিয়া।
উদাহরণ: 1) He draws a picture. 2) We drink tea. 3) I bought a book.
Look: Transitive Verb এর বাক্যে একাধিক Object বা কর্মপদ থাকতে পারে। যেমন— The cow gives us milk.
এক্ষেত্রে Verb কে "কী" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি মূখ্য কর্ম (milk), এবং "কাহাকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি গৌণ কর্ম (us)।

Intransitive Verb: যে Verb এর কোনো Object বা কর্ম নেই তাকে Intransitive Verb বলে। এর বাংলা অর্থ অকর্মক ক্রিয়া।
উদাহরণ: 1) He walk fast. 2) She was sleeping. 3) I went there.

Transitive Verb এর প্রকারভেদ:
1) Causative Verb: যে Verb এর Subject নিজে সরাসরিভাবে কাজ না করে অপরকে দিয়ে কাজটি সম্পন্ন করায় তাকে Causative Verb বলে। একে বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া।
যেমন— 1) The boy have his hair cut. 2) Mother shows moon to her baby. 3) He makes me laugh.
Look: make, get, let, cause, have, feed, teach, inform, raise, show, suckle, remained, fell, convince ইত্যাদি Causative Verb হিসেবে ব্যবহৃত হয়।

2) Reciprocal Verb: যে Verb দ্বারা Subject এবং Object এর মধ্যে Action-Interaction বুঝায় তাকে Reciprocal Verb বলে। অন্য কথায়, Reciprocal Pronoun কোনো Verb এর Object হলে তাকে Reciprocal Verb বলে।
যেমন— 1) They love each other. 2) We helped each other. 3) They showed respect one another.

3) Reflexive Verb: যে Verb এর Subject এবং Object একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে Reflexive Verb বলে। অন্যভাবে বললে, Reflexive Pronoun কোনো Verb এর Object হলে তাকে Reflexive Verb বলে।
যেমন— 1) The boy killed himself. 2) She fans herself.

4) Factitive Verb: Transitive Verb এর Object থাকা সত্ত্বেও যদি উহা অতিরিক্ত কোনো Word এর সাহায্য ব্যতীত সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে তাকে Factitive Verb বলে। এক্ষেত্রে যে অতিরিক্ত শব্দ বা শব্দসমষ্টি ব্যবহৃত হয় তাকে Transitive Verb এর Complement বলা হয়।
যেমন— 1) We made him captain. 2) We elected him chairman. 3) Mother made him honest.
make, select, elect, name, call, nominate, appoint ইত্যাদি Verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।

5) Quasi-passive Verbs: যে সকল Transitive Verb Active Voice এ থাকা সত্ত্বেও Passive এর অর্থ প্রকাশ করে তাদেরকে Quasi-passive Verb বলে।
যেমন— 1) Honey tastes sweet. 2) Rice sells cheap. 3) Books print here. 4) This book reads well.
Look: Quasi-passive এর ক্ষেত্রে Transitive Verb Intransitive এর মতো ব্যবহৃত হয়।

Intransitive Verb এর প্রকারভেদ:
1) Copulative Verb: Intransitive Verb কোনো Object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইহা সম্ভব হয় না। তখন অর্থকে সম্পূর্ণ করতে অতিরিক্ত Word এর সাহায্য নিতে হয়। এরূপ অতিরিক্ত Word এর সাহায্য গ্রহণকারী Verb কে Copulative Verb বলে।
যেমন— 1) The boy is intelligent. 2) The girl seems happy. 3) He became mad.

2) Cognate Verb: যখন কোনো Intransitive Verb সেই Verb এর অনুরূপ বা সমজাতীয় কোনো শব্দকে Object রূপে গ্রহণ করে তখন তাকে Cognate Verb বলে। একে বাংলায় বলা হয় সমধাতুজ ক্রিয়া।
যেমন— 1) He sings a song. 2) I slept a sound sleep. 3) I dreamed a sweet dream. 4) They fought a terrible fight.
Look: Cognate Verb এর ক্ষেত্রে Intransitive Verb Transitive এর মতো ব্যবহৃত হয়।

Non-finite Verb এর প্রকারভেদ: Non-finite Verb তিন প্রকার। যথা— 1) Participle, 2) Gerund এবং 3) Infinitive
নিম্নে এসব পর্যায়ক্রমে আলোচনা করা হলো:

1. Participle: Verb এর যে রূপ একই সঙ্গে Verb এবং Adjective এর কাজ করে তাকে Participle বলে।
উদাহরণ: 1) I saw a flying bird. 2) Don't get on a running train. 3) It is a singing bird. 4) Tahsan is a learned man.

Note: Participle কখনও কখনও সময়, কারণ, শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়।
যেমন— 1) Being attacked with cholera, he could not attend to his duties = কারণ।
2) While walking along the road, she met with an accident = সময়।
3) Turning to the left, you will find my office = শর্ত।

Participle প্রধানত তিন প্রকার। যথা—
i) Present Participle, ii) Past Participle, iii) Perfect Participle

i) Present Participle (V1+ing): Verb এর ing যুক্ত form যখন verb এবং adjective এর কাজ করে, তখন তাকে Present Participle বলে।
যেমন— 1) I saw a flying bird in the sky. 2) It is a interesting story. 3) The scenery looks charming.

ii) Past Participle: Verb এর Past Participle form ও একই সঙ্গে Verb এবং Adjective এর কাজ করে।
যেমন— 1) This is a broken car. 2) He is a learned man. 3) Tania found her lost book.

iii) Perfect Participle (having+ V3): Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে উহা adjective ও verb এর কাজ সম্পাদন করলে তাকে Perfect Participle বলে।
যেমন— 1) Having eaten my meal, I went to bed. 2) Having finished his work, he went home.


2. Gerund: Verb এর ing যুক্ত form যখন একই সঙ্গে Verb এবং Noun এর কাজ সম্পাদন করে তখন তাকে Gerund বলে।
উদাহরণ: 1) Swimming is a good exercise. 2) He started reading. 3) Waiting makes a man pure.

Gerund এর ব্যবহার:
(a) Verb এর Subject হিসেবে,
       Walking is a good exercise.
(b) Transitive Verb এর Object হিসেবে,
       Children like eating sweets.
(c) Verb এর Complement হিসেবে,
       His hobby is gardening.
(d) Preposition এর Object হিসেবে,
      Faisal is fond of playing.
(e) Compound noun এর অংশ হিসেবে,
      This is our drawing-room.

অতএব, Gerund Noun এর মতো কাজ করে।


3. Infinitive: Verb এর Present form এর পূর্বে to যুক্ত করে infinitive গঠিত হয়। ইহা Sentence এর Subject এর সাথে সম্পর্কিত নয় এবং Subject এর Number, Person ও Verb এর Tense ভেদে ইহার কোনো পরিবর্তন হয় না। ইহা শুধু Verb এর ভাব প্রকাশ করে। উদ্দেশ্য বুঝাতে ইহা ব্যবহৃত হয়। সাধারণত যেতে, খেতে, করতে, ধরতে  ইত্যাদি তে/ র যুক্ত ক্রিয়া বুঝাতে infinitive ব্যবহৃত হয়।
উদাহরণ:
1) I went to market to buy a shirt.
2) He has studied enough to pass the exam.
3) Everyday Hasan rises early to have a walk in fresh air.

Infinitive প্রধানত দুই প্রকার:
i) Simple বা Noun Infinitive: Infinitive যখন Noun এর কাজ করে তখন তাকে Simple বা Noun Infinitive বলে।
উদাহরণ: 1) To tell a lie is a great sin. 2) He refused to go there.

ii) Gerundial বা Qualifying Infinitive: Infinitive যখন কোনো কাজের উদ্দেশ্য, কারণ, শর্ত, ফলাফল প্রকাশ করে তাকে Gerundial বা Qualifying Infinitive বলে।
উদাহরণ: 1) I came to see him = উদ্দেশ্য
2) He is glad to see me = কারণ
3) They worked hard to succeed in life = ফলাফল।

Split Infinitive: Infinitive এর to যখন Verb থেকে বিচ্ছিন্ন হয়ে adverb এর পূর্বে বসে তখন তাকে Split Infinitive বলে।
যেমন— 1) I told him to quickly do the work. 2) He advised us to carefully do the work.

Bare Infinitive: যে সকল Verb এর ক্ষেত্রে infinitive এর to উহ্য থাকে তাকে bare infinitive বলে।
যেমন— 1) I shall help you do the work. (to do) 2) He advised me come here. (to come)


আরও কিছু Verb এর পরিচিতি:
Stative Verb: যে সকল Verb দ্বারা কোনো Continuous Action বুঝায় না, বরং একটি সুপ্ত বা Silent Verb বুঝায় তাকে Stative Verb বলে। এ সকল Verb এর কোনো Continuous Tense হয় না।
যেমন— 1) I love you. 2) He see me. 3) I hope it from you.
Love, see, notice, wish, hope, trust, suppose, mind, prefer ইত্যাদি Stative Verb হিসেবে ব্যবহৃত হয়।

Dynamic Verb: যে সকল Verb দ্বারা Continuous Action বুঝানো যায় এবং Continuous Tense এ ব্যবহৃত হয় সে সকল Verb কে Dynamic Verb বলে।
যেমন— 1) I am writing a letter. 2) We was sleeping then. 3) I will be reading a book.
অল্প কিছু Stative Verb ছাড়া বাকি সব Verb ই Dynamic Verb বা Action Verb.

Regular Verbs বা Weak Verbs: যে সকল Verb এর শেষে '-d' বা '-ed' যুক্ত হয়ে Past form এবং Past participle form গঠিত হয় সেসব Verb কে Regular Verb বা Weak Verb বলে।
যেমন— help → helped → helped, ask → asked → asked, pass → passed → passed ইত্যাদি।
প্রায় অধিকাংশ Verb ই Regular Verbs. তবে '-d' বা '-ed' যোগ করার ক্ষেত্রে কিছু বানানরীতি রয়েছে।

Irregular Verbs বা Strong Verbs: যে সকল Verb এর Past এবং Past Participle এর শেষে '-d' বা '-ed' থাকে না কিংবা নির্দিষ্ট কোনো নিয়ম প্রয়োগ করে Past form এবং Past participle form গঠন করা যায় না সেসব Verb কে Irregular Verb বা Strong Verb বলে। এসকল Verb গুলোর Past এবং Past Participle form গঠিত হয় Verb এর অভ্যন্তরীণ vowel পরিবর্তনের মাধ্যমে কিংবা সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে।
যেমন— do → did → done, go → went → gone, speak → spoke → spoken ইত্যাদি।
উল্লেখ্য, যে সকল Verb এর Present, Past এবং Past Participle form একই সেসবও Strong Verb.
আর কিছু কিছু Strong verb এর ভিতরের vowel পরিবর্তন করে Past form এবং n, ne, en যোগ করে Past Participle form গঠন করা হয়।

Linking Verbs: কোনো Sentence এর Subject এবং Complement একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে তাদের মধ্যেকার Verb কে Linking verb বলে। Linking verb এর পরের Complement কে Subjective Complement বলা হয়।
যেমন— 1) He is clever. 2) She was a singer. 3) It is I.

Group Verb: যখন কোনো Verb এর পরে Preposition যুক্ত হয়ে Verb টির কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তখন সেই Preposition যুক্ত Verb কে Group Verb বলে।
যেমন— Act for অর্থ কারো পক্ষে কাজ করা।
Die এর group verb সমূহ—
Die of = কোনো রোগে মারা যাওয়া
Die by = দুর্ঘটনা/ আত্মহত্যায় মারা যাওয়া
Die from = কোনো কারণে মারা যাওয়া
Die for = মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করা
Die in = ঘুমে মারা যাওয়া

উপসংহার: Verb এর আরও কিছু প্রকারভেদ আছে যথা- Active and Passive Verb, Simple and Complex Verb ইত্যাদি। তবে ইংরেজি শেখার জন্য এতকিছু জানার প্রয়োজন নেই। এমনকি এখানে আলোচিত সকল Verb গুলো সম্পর্কেও জানতে হবে না। শুধু Finite, Non-finite; Principal, Auxiliary; Transitive, Intransitive; Primary Auxiliary (To be, To have, To do), Modal Auxiliary; Participle (Present, Pest, Perfect), Gerund, Infinitive সম্পর্কে ভালো ধারণা থাকলেই হবে।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




তরুণ বয়সেই নিজের লাইফের ভবিষ্যৎ সম্ভাবনা জানতে ও লাইফের ফলপ্রসূ রূপরেখা ঠিক করে স্বপ্নকে সফল করতে পরামর্শ নিন লাইফ একাডেমির Advice Desk থেকে। সেজন্য আমাদের Personal Advising Program for Life Development এ অংশ নিন।
প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করুন→

সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk

1 comment:

  1. Classification of Verbs (ক্রিয়ার প্রকারভেদ) - এর PDF আসছে...

    ReplyDelete