Wednesday, July 22, 2020

Narration (উক্তি)


কোনোকিছু বলার নামই উক্তি বা Narration/ Speech; উক্তি হলো ভাব উপস্থাপনের প্রক্রিয়া। Narration দুই প্রকার। নিম্নে উদাহরণসহ ব্যাখ্যা করা হলো—

1. Direct Narration বা প্রত্যক্ষ উক্তি: বক্তার কথা বা বক্তব্য হুবহু তার মতো করে প্রকাশ করা হলে তাকে Direct Narration বা Direct Speech বলে।
উদাহরণ— Sajeeb said, "I am ill".

2. Indirect Narration বা পরোক্ষ উক্তি: বক্তার বক্তব্য অন্যের ভাষায় পরিবর্তিত রূপে প্রকাশ করা হলে তাকে Indirect Speech বলে।
উদাহরণ— Sajeeb said that he was ill.

বিশ্লেষণ: Sajeeb said to me, "I am ill" এখানে,
Sajeeb = Speaker বা বক্তা
said = Reporting verb
me = Reporting verb এর object
, = Comma (কমা)
"  " = Inverted comma (বন্ধনী কমা)
I am ill = Reported speech


[] রূপান্তর: Direct Speech কে Indirect Speech এ রূপান্তর করতে তিনটি বিষয়ের পরিবর্তন করতে হয়, যথা—
1. Tense এর পরিবর্তন
2. Person এর পরিবর্তন
3. নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হয়।

নিম্নে এসব পরিবর্তনের পদ্ধতি বর্ণনা করা হলো—
1. Tense এর পরিবর্তন:
i) Reporting verb Present অথবা Future Tense হলে Reported Speech এর মধ্যে Tense এর কোনো পরিবর্তন হয় না।
যেমন— He says to me, "I am ill".
=> He says to me that he is ill.

ii) Reporting verb টি যদি Past Tense হয় তাহলে Reported Speech এর Verb টিও অনুরূপ Past Tense হবে।
যেমন— He said to me, "I am ill".
=> He said to me that he was ill.

iii) Reporting verb এবং Reported Speech এর Verb উভয়েই যদি Past Tense হয় তাহলে Reported Speech এর Verb টি Indirect করার সময় Past Perfect Tense হয়।
যেমন— He said to me, "I was ill".
=> He said to me that he had been ill.


2. Person এর পরিবর্তন:
Reported Speech এর মধ্যে Person Reporting Verb এর Person অনুসারে পরিবর্তিত হয়।
যেমন— He said to me, "I am happy".
=> He said to me that he was happy.

কে কার প্রতিনিধিত্ব করে?
i) Reported Speech এর মধ্যে 1st Person, Reporting verb এর Subject কে বুঝায়।
ii) Reported Speech এর মধ্যে 2nd Person, Reporting Verb এর Object কে নির্দেশ করে।
iii) Reported Speech এর মধ্যে 3rd Person এর কোনো পরিবর্তন হয় না।
উদাহরণ— He said to me, "I will help you and Reayon".
=> He told me that he would help me and Reayon.


3. নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর:
নৈকট্যবাচক ———— থাকলে ———— দূরত্ববাচক হয়→
Here —————————  "    —————— There    "
This —————————   "    —————— That      "
These ————————   "    —————— Those   "
Come ————————   "    —————— go          "
Now —————————  "    —————— Then     "
Today ————————   "   ——————  That Day "
Tomorrow —————    "   —— the following day/ the next day "
Yesterday —————     "   ———— the previous day "
Ago —————————   "   ——————  before  "
* it থাকলে কোনো পরিবর্তন হয় না।

উদাহরণ— He said to me, "I will help you and Reayon today".
=> He told me that he would help me and Reayon that day.


[] Narration/ Speech পরিবর্তন:
Narration/ Speech পাঁচ প্রকার Sentence অনুসারে পরিবর্তিত হয়। নিম্নে সেসব আলোচনা করা হলো:—
1. Assertive Sentence:
নিয়ম:
i) Reporting verb said to/ told বসে।
ii) , এবং "  " এর স্থলে that বসে।
iii) Reported Speech এর মধ্যে নির্ধারিত তিনটি বিষয়ের পরিবর্তন হয়।

উদাহরণ—
1) He said to me, "I shall go to market now".
=> He told me that he would go to market then.
2) He said to me, "I love you".
=> He told me that he loved me.
3) He said to me, "You are an active person".
=> He said to me that I was an active person.
4) He will say to me, "I was ill and so I could not come".
=> He will say to me that he was ill and so he could not go.
5) He said to me, "I went there yesterday".
=> He said to me that he had gone there the previous day.
6) Tania said, "Father, I shall go to bed now".
=> Tania said to her father that she would go to bed then.
7) Sumon said to Mamun, "I have taken your pen".
=> Sumon said to Mamun that he (S) had taken his (M) pen.
8) You said to me, "I am happy now".
=> You told me that you were happy then.


2. Interrogative Sentence:
নিয়ম:
i) Reporting verb 'said to' এর পরিবর্তে asked বসে।
ii) , এবং "  " এর স্থলে if/ whether বসে।
iii) বাক্যটি Assertive এ রূপান্তরিত হয় এবং নির্ধারিত তিনটি বিষয়ের পরিবর্তন হয়।

Note: প্রশ্নবোধক বাক্যটি who, which, what, where, when, how, why, whom, whose ইত্যাদি wh word দ্বারা আরম্ভ হলে if কিংবা whether বসে না।

উদাহরণ—
1) He said to me, "Are you ill?"
=> He asked me if I was ill.
2) She said to me, "Will you buy my hair?"
=> She asked me if I would buy her hair.
3) He said to me, "Where are you going now?"
=> He asked me where I was going then.
4) He said to me, "Why have you come here?"
=> He asked me why I had gone there.
5) He said to me, "Who did the work?"
=> He asked me the name who had done the work.
6) She says to me, "Whom do you love?"
=> She asks me the name whom I love.
7) He said to me, "Will you come today?"
=> He asked me whether I would go that day.


3. Imperative Sentence:
আদেশ করা = order  —————  ordered  ———  ordered
উপদেশ দেওয়া = advise  ———  advised  ———  advised
অনুরোধ করা = request ———— requested  —— requested
নিষেধ করা = forbid —————— forbade  ———  forbidden
পরামর্শ দেওয়া = suggest ——— suggested —— suggested

নিয়ম:
i) Reporting verb 'said to' এর পরিবর্তে ordered, advised, requested, forbade কিংবা suggested বসে।
ii) , এবং "  " এর পরিবর্তে to বসে।
iii) Reported Speech এর মধ্যে নির্ধারিত তিনটি বিষয়ের পরিবর্তন করতে হয়।

উদাহরণ—
1) He said to me, "Go to market now".
=> He ordered me to go market then.
2) He said to me, "Always speak the truth".
=> He advised me to * speak the truth always.
3) He said to me, "Please lend me your pen".
=> He requested me to kindly lend him my pen.
* Please এর পরিবর্তে Kindly হয়।
4) He said to me, "Do not run in the sun".
=> He advised me not to run in the sun.
Note: Negative বাক্যে Infinitive এর 'to' not এর পরে বসে অর্থাৎ, 'not' Infinitive to এর পূর্বে বসে।
5) Father said to me, "Do not go out today".
=> Father forbade me to go out that day.
* 'forbade' নিজেই not এর কাজ করায় 'not to go out' লিখতে হয় নাই; 'not' বাদ দিয়ে শুধু 'to go out' লিখতে হয়েছে।

♦ এই বাক্য Let দ্বারা আরম্ভ হয়ে প্রস্তাব ও অনুমতি বুঝায়।
[] প্রস্তাব বুঝালে নিয়ম:
i) Said এর পরিবর্তে Proposed/ suggested বসে।
ii) , এবং "  " এর স্থলে that বসে।
iii) বাক্যটি Assertive এ রূপান্তরিত হয় এবং Subject এর পরে should বসে।

উদাহরণ—
1) He said to me, "Let us go home".
=> He proposed me that we should go home.
2) Mahady said to Rumon, "Let us make a picnic".
=> Mahady proposed Rumon that they should make a picnic.

[] অনুমতি বুঝালে নিয়ম:
i) Said to এর কোনো পরিবর্তন হয় না।
ii) , এবং "  " এর স্থলে that বসে।
iii) বাক্যটি Assertive এ রূপান্তরিত হয়।

উদাহরণ—
1) He said to me, "Let me go home".
=> He said to me that he might go home.
2) He said to doctor, "Let me come in".
=> He said to doctor that he might go in.


4. Optative Sentence:
প্রার্থনা করা = Pray ——— prayed ——— prayed
নিয়ম:
i) Reporting Verb 'said' এর পরিবর্তে prayed বসে।
ii) , এবং "  " এর স্থলে that বসে।
iii) বাক্যটি Assertive এ রূপান্তরিত হয় এবং Subject এর পরে might বসে।
iv) নির্ধারিত তিনটি বিষয়ের পরিবর্তন প্রযোজ্য।

উদাহরণ—
1) Mother said, "May Allah bless you".
=> Mother prayed that Allah might bless me.
2) He said to me, "May you be happy in life".
=> He prayed that I might be happy in life.


5. Exclamatory Sentence:
আনন্দ = exclaimed with joy
দুঃখ = exclaimed with sorrow
বিস্ময় = exclaimed with surprise
নিয়ম:
i) Reporting verb 'said' এর পরিবর্তে exclaimed with joy/ exclaimed with sorrow/ exclaimed with surprise ইত্যাদি বসে।
ii) , এবং "  " এর স্থলে that বসে।
iii) বাক্যটি Assertive এ রূপান্তরিত হয়।
iv) নির্ধারিত তিনটি বিষয়ের পরিবর্তন প্রযোজ্য।

উদাহরণ—
1) He said, "Hurrah! we have won the game".
=> He exclaimed with joy that they had won the game.
2) He said, "How poor the boy is!"
=> He exclaimed with sorrow that the boy was very poor.
3) He said, "How big the river is!"
=> He exclaimed with surprise that the river was very big.
4) He said, "What a beautiful scenery it is!"
=> He exclaimed with joy that the scenery was very beautiful.


❑ Passage Narration: Passage Narration তেমন কিছুই না, এটি হলো একটি কথোপকথন তথা কয়েকটি Sentence Narration এর সমষ্টি। Sentence Narration পারলে খুব সহজেই Passage Narration করা যায়। Passage Narration এ অল্প কিছু একস্ট্রা কাজ করতে হয়। যথা—
1) Passage Narration এ অনেক সময় Reporting Verb টি Reported Speech এর পরে থাকে তথা বাক্যের শেষে থাকে। এক্ষেত্রেও একই পদ্ধতিতে Indirect Narration করতে হয়।
2) একজন Speaker একটি কথা বলার পর অন্যজন Speaker উত্তর দেওয়ার আগেই আরও এক বা একাধিক কথা বললে সেই উক্তিগুলোর Indirect Speech গুলো added that, again added that, farther added that, also added that ইত্যাদি লিখে সংযুক্ত করতে হয়।
3) কোনো Speaker "Yes / No" question এর হ্যা বোধক উত্তর দিলে তার Indirect Speech এ লিখতে হয় "Replied in the affirmative" এবং না বোধক উত্তর দিলে লিখতে হয় "Replied in the negative".
4) Thanks জানালে তার Indirect এ thanked, Congratulations জানালে তার Indirect এ congratulated এরূপ কিছু অভ্যর্থনার বিষয়ে রূপ চেঞ্জ হয়।
5) Direct Speech এ 'Sir' বলে সম্বোধন করা হলে Indirect Speech এ 'Sir' এর স্থলে 'with respect' লিখতে হয়।
6) কিছু কমনসেন্স এর বিষয় মাথায় রাখতে হয় যে উপর্যুক্ত নিয়মগুলোর বাইরেও কোনো কথা বা word উক্তিটিতে থাকলে তা কীভাবে সুন্দর করে লেখা যায়।

Example/ Practice:—
1) Direct: Abid said to the shopkeeper, "How are you?" Shopkeeper said, "Good, but I am anxious". Abid said, "Why?" Shopkeeper replied, "Perhaps my products are losing day by day from the shop". "Oh! are you seems thoughtful for that now a days?" abid said. "Yes" replied the shopkeeper. "Guard your shop properly and you can place a CCTV here" Abid said. "Thanks for your suggestion" shopkeeper said. Abid said, "Is there any Molla salt in your shop?" Shopkeeper replied, "Yes, take it".

Indirect: Abid asked the shopkeeper how he was. Shopkeeper replied that he was good but he was anxious. Abid asked the reason of that. Shopkeeper replied that perhaps his products  were losing day by day from the shop. Expressing surprise Abid asked if he seemed thoughtful for that than a days. Shopkeeper replied in the affirmative. Abid suggested him to guard his shop properly and place a CCTV there. Shopkeeper thanked Abid for his suggestion. Abid asked shopkeeper if there was any Molla salt in his shop. Shopkeeper replied in the affirmative with providing that.




দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com

অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/scholarshiphelpbook

শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।

No comments:

Post a Comment