Wednesday, July 22, 2020

Phrase


একাধিক শব্দ মিলে যখন একটিমাত্র জিনিসকে নির্দেশ করে তাকে Phrase বলে। Phrase হলো Verb বিহীন Group of words যার দ্বারা কোনো একটি জিনিসকে বুঝায়। যেমন— I will be a bird of morning time. এখানে 'a bird of morning time' হলো একটি Phrase যাতে কয়েকটি শব্দ আছে কিন্তু কোনো Verb নেই এবং একটিমাত্র জিনিসকে নির্দেশ করছে।
অর্থাৎ, Phrase হলো একটি শব্দগুচ্ছ বা Group of words যাতে কোনো Subject এবং Finite Verb থাকে না। এগুলো Sentence এ একটি Parts of Speech এর ন্যায় কাজ করে।

Phrase এর কিছু প্রকারভেদ আছে; সেসব নিম্নে উদাহরণসহ আলোচনা করা হলো—
1) Noun Phrase: যে Phrase বাক্যে Noun এর মতো কাজ করে তাকে Noun Phrase বলে।
উদাহরণ— 1) He is a cabinet secretary. 2) I am a school boy.

2) Adjective Phrase: যে Phrase বাক্যে Adjective এর মতো কাজ করে তাকে Adjective Phrase বলে।
উদাহরণ— 1) He is an honest man. 2) You are a curious person.

3) Adverbial Phrase: যে Phrase বাক্যে Adverb এর মতো কাজ করে তাকে Adverbial Phrase বলে।
উদাহরণ— 1) He worked hard all bay long. 2) He want to do the work by all means.

4) Prepositional Phrase: যে Phrase বাক্যে Preposition এর মতো কাজ করে তাকে Prepositional Phrase বলে।
উদাহরণ— 1) He came here in order to talking revenge. 2) I am used to taking my bath with very cold water. 3) I went his home with a view to seeing him.

5) Idiomatic Phrase: যে Phrase Idioms এর মতো কাজ করে তাকে Idiomatic Phrase বলে।
(Idioms: যে সকল শব্দগুচ্ছ Sentence এ একটি Parts of Speech এর ন্যায় ব্যবহৃত হয় এবং তাদের অন্তর্নিহিত শব্দগুলোর কোনো অর্থ প্রকাশ না করে একেবারে ভিন্ন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাকে Idioms বলে। এর বাংলা অর্থ বাগধারা। এগুলো কোনো ভাষার নিজস্ব সম্পদ)।
উদাহরণ— 1) Life is not a bed of roses. 2) I saw the pond at a glance. 3) It has been raining cats and dog.

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।



লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

No comments:

Post a Comment