Wednesday, July 22, 2020

Kinds of Sentence According to Structure (গঠনভেদে বাক্যের প্রকারভেদ)


গঠন কাঠামোর ভিত্তিতে Sentence তিন প্রকার, যথা—
1. Simple Sentence
2. Complex Sentence
3. Compound Sentence

Examplification—
1. Simple Sentence: যে Sentence এ একটিমাত্র Subject এবং একটিমাত্র Finite Verb থাকে তাকে Simple Sentence বলে।
যেমন— 1) He loves song. 2) I like your pity.

2. Complex Sentence: যে Sentence এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।
যেমন— 1) This is you I love whom. 2) Though he is poor he is honest.
* এই Sentence এর শুরুতে If, unless, though, although, as, since, because, so that, that, until, till, when, why, who, which, where, how, before, after, while ইত্যাদি Conjunction যুক্ত থাকে।

3. Compound Sentence: যে Sentence এ দুই বা ততোধিক Coordinate Clause 'fan boys' Conjunction দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।
যেমন— 1) I have no property but I am happy. 2) Divide and rule.
* fan boys: f= for, a= and, n= nor, b= but, o= or, y=yet, s= so

Note: 'and' দ্বারা যুক্ত Compound Sentence এর Subject একই হলে দ্বিতীয় Subject টি উহ্য থাকে।
যেমন— Hasan studied hard and got A+ in HSC examination.

লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

No comments:

Post a Comment