ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে Tense বলে। ক্রিয়ার সংঘটন সম্পর্কে বিশ্লেষণধর্মী স্বচ্ছ সময়জ্ঞান বুঝানোই Tense আলোচনার মূল উদ্দেশ্যে। English যেহেতু একটি Verb Based Language তাই Tense কে বলা হয় ইংরেজি ভাষার ভিত্তি।
যাহোক Tense প্রধানত তিন প্রকার যথা বর্তমান, অতীত ও ভবিষ্যৎকাল হলেও এই প্রত্যেক প্রকার Tense এর আবার চার প্রকার রূপ আছে যথা— Indefinite, Continuous, Perfect এবং Perfect Continuous. এখানে Indefinite অর্থ সাধারণ, Continuous অর্থ ঘটমান বা চলমান, Perfect অর্থ পুরাঘটিত আর Perfect Continuous অর্থ পুরাঘটমান।
এই নিয়ে Tense মোট 12 প্রকার। নিম্নে প্রত্যেক প্রকার Tense এর সংজ্ঞা, গঠন ও প্রয়োগ দেখানো হলো।
[] Present Indefinite Tense: যে Tense দ্বারা সাধারণভাবে বর্তমানে কোনো কাজ সংঘটিত হয় বুঝায় তাকে Present Indefinite Tense বলে। এছাড়াও এই Tense দ্বারা দৈনন্দিন সচরাচর ঘটনা প্রবাহ, চিরন্তন সত্য, অভ্যাস, স্বভাব ইত্যাদি বুঝায়।
গঠন: Subject + Verb এর Present Form + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I sing a song. 2) He plays cricket in the field. 3) You do not work hard. 4) Do you like mangoes?
[] Present Continuous Tense: যে Tense দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বুঝায় তাকে Present Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) am/ is/ are + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I am talking a story. 2) He is writing a letter. 3) They are playing football. 4) Are you playing a song?
[] Present Perfect Tense: যে Tense দ্বারা বর্তমানে কোনো ক্রিয়া সংঘটিত হয়েছে এবং তার ফল বিদ্যমান আছে বুঝায় তাকে Present Perfect Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) have/ has + Verb এর Past Participle + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I have done the work. 2) He has gone to Dhaka. 3) Tania has finished her breakfast. 4) Have you taken tea?
[] Present Perfect Continuous Tense: যে Tense দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলতেছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) have been/ has been + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) It has been raining since morning. 2) It has been raining for two days. 3) I have been reading a book for two hours. 4) Police has been seeking him since last week.
Look: এই Tense এ নির্দিষ্ট সময় বুঝাতে since এবং ব্যাপক সময় বুঝাতে for ব্যবহৃত হয়।
[] Past Indefinite Tense: যে Tense দ্বারা সাধারণভাবে অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে বুঝায় তাকে Past Indefinite Tense বলে। এছাড়াও এই Tense দ্বারা অতীতের রীতি, অতীত অভ্যাস ইত্যাদি বুঝায়।
গঠন: Subject + Verb এর Past form + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I drank tea. 2) He went to Dhaka. 3) He did the work in 1997. 4) Did you go to Dhaka?
[] Past Continuous Tense: যে Tense দ্বারা অতীতে কোনো কাজ চলতেছিল বুঝায় তাকে Past Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) was/ were + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I was reading a book. 2) They were playing game. 3) That day I was going to college. 4) Were you sleeping then?
[] Past Perfect Tense: যে Tense দ্বারা অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংঘটিত হয়েছিল বুঝায় তাকে Past Perfect Tense বলে। এক্ষেত্রে অন্যটি তথা পরে সংঘটিত ক্রিয়াটি Past Indefinite Tense.
গঠন: Subject + (Auxiliary Verb) had + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে) + before + Past Indefinite Tense.
অথবা,
Past Indefinite Tense + after + Subject + (Auxiliary Verb) had + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I had prepared breakfast in the morning before you came. 2) You came after I had prepared breakfast in the morning. 3) He came to my home after I had gone to my office. 4) The train had left before we arrived to the station.
Look: Past Perfect Tense হলো "before" এর পূর্বের Clause টি এবং "after" এর পরের Clause টি।
[] Past Perfect Continuous Tense: যে Tense দ্বারা অতীতকালে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত অপর একটি কাজ চলতেছিল বুঝায় তাকে Past Perfect Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) had been + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) He had been reading before he went to bed. 2) They had been playing football before I called them. 3) I had been watching TV before the electricity failed.
[] Future Indefinite Tense: যে Tense দ্বারা সাধারণভাবে ভবিষ্যতে কোনো ক্রিয়া সংঘটিত হবে বুঝায় তাকে Future Indefinite Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall/ will + Verb এর Present Form + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I will buy a car. 2) You will write a letter to me. 3) I shall marry you in the coming summer.
[] Future Continuous Tense: যে Tense দ্বারা ভবিষ্যতে কোনো ক্রিয়া চলতে থাকবে বুঝায় তাকে Future Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall be/ will be + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I will be writing a letter. 2) You will be waiting for me. 3) They will be playing football. 4) I shall be watching TV.
[] Future Perfect Tense: যে Tense দ্বারা ভবিষ্যতকালে কোনো ক্রিয়া সংঘটিত হয়ে থাকবে বুঝায় কিংবা দুইটি কাজের মধ্যে কোনো একটি ক্রিয়া অপেক্ষাকৃত আগে সংঘটিত হবে বুঝায় তাকে Future Perfect Tense বলে। এক্ষেত্রে অন্য ক্রিয়াটি তথা পরে সংঘটিত ক্রিয়াটি Future Indefinite Tense কিংবা Present Indefinite Tense হয়ে থাকে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall have/ will have + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে) + before + Future Indefinite Tense/ Present Indefinite Tense.
অথবা,
Future Indefinite Tense/ Present Indefinite Tense + after + Subject + (Auxiliary Verb) shall have/ will have + Verb এর Past Participle + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I will have done the work. 2) I will have prepared the foods before you come. 3) I will have prepared the foods before you will come. 4) You come after I will have prepared the foods. 5) You will come after I will have prepared the foods.
[] Future Perfect Continuous Tense: যে Tense দ্বারা ভবিষ্যতকালে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত অপর একটি কাজ চলতে থাকবে বুঝায় তাকে Future Perfect Continuous Tense বলে।
গঠন: Subject + (Auxiliary Verb) shall have been/ will have been + Verb এর সহিত ing + Object + Extra Part (যদি থাকে)।
উদাহরণ: 1) I shall have been watching TV before the electricity will failed. 2) I will have been reading a book before you will come. 3) They will have been walking before they will get a bus.
***Notes:
i) Intransitive Verb এর Object থাকে না, তাই Tense এর উপরোক্ত উদাহরণগুলোর মধ্যে যেগুলো Intransitive Verb সেগুলোর Object নেই।
ii) উপরোক্ত উদাহরণগুলো মধ্যে Interrogative Sentence গুলোর গঠন হুবহু Tense এর দেখানো গঠনের সাথে না মেলায় হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। এজন্য তোমরা Sentence অধ্যায়টি ভালোভাবে দেখে নাও। তাহলে বুঝতে আর কোনো সমস্যা হবে না।
❑ লক্ষ্য করুন:
তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে Tense এর গঠন মূলত SVO; অর্থাৎ Subject + Verb + Object; আর Auxiliary Verb বসে Subject ও মূল Verb এর মাঝখানে, সেইসাথে বিভিন্ন Tense ভেদে মূল Verb এর রূপ পরিবর্তিত হয়।
আর Intransitive Verb এর Tense এ কোনো Object থাকে না, তাই Voice Change করার সময় Intransitive Verb এর Passive Voice করা যায় না যা তোমরা পরবর্তীতে Voice অধ্যায়ে দেখতে পাবে।
এখন আমরা Auxiliary Verb এর Person ও Number ভিত্তিক ব্যবহার এবং মূল Verb এর বিভিন্ন রূপের ব্যবহারের বিষয়গুলো বিশ্লেষণ করবো।
[] Analysis 1: Auxiliary Verb গুলোর Person ও Number এর সাথে ব্যবহার:
1) Present Continuous Tense এর Auxiliary Verb am/ is/ are এর ব্যবহার: am বসে শুধু "I" এর সাথে, are বসে you, they, ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে, আর is বসে he, she, it ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে।
অর্থাৎ, am = I; is = he, she, it ইত্যাদি 3rd Person Singular Number; are= you, they, ইত্যাদি 3rd Person Plural Number.
2) Present Perfect Tense এর Auxiliary Verb have/ has এর ব্যবহার: I, we, you, they এবং ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে have বসে এবং has বসে he, she, it ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে।
3) Present Perfect Continuous Tense এর Auxiliary Verb have been/ has been এর ব্যবহার: I, we, you, they এবং ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে have been বসে এবং has been বসে he, she, it ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে।
4) Past Continuous Tense এর Auxiliary Verb was/ were এর ব্যবহার: I, he, she, it, ইত্যাদি 3rd Person Singular Number এর সাথে was বসে। আর we, you, they, ইত্যাদি 3rd Person Plural Number এর সাথে were বসে।
5) Future Indefinite Tense এর Auxiliary Verb shall/ will এর ব্যবহার: I এবং we এর সাথে shall এবং বাকি সবক্ষেত্রে will ব্যবহার করা হতো; বর্তমানে Modern English এ I, we সহ সবক্ষেত্রেই will ব্যবহার করা হয়।
6) Future Continuous Tense এর Auxiliary Verb shall be/ will be এর বিষয়টাও Future Indefinite Tense এর মতোই।
7) Future Perfect Tense এর Auxiliary Verb shall have/ will have এর বিষয়টাও একই।
8) Future Perfect Continuous Tense এর Auxiliary Verb shall have been/ will have been এর বিষয়টাও একই।
9) Present Indefinite Tense এবং Past Indefinite Tense এর কোনো Auxiliary Verb না থাকায় Negative ও Interrogative Sentence গঠনের সময় Present Indefinite Tense এর Auxiliary Verb হিসেবে Do/ does এবং Past Indefinite Tense এর Auxiliary Verb হিসেবে did ব্যবহৃত হয়।
[] Analysis 2: Verb এর বিভিন্ন রূপের ব্যবহার:
1) Verb এর Present Form ব্যবহৃত হয় Present Indefinite Tense এবং Future Indefinite Tense এ।
2) Verb এর Past Form ব্যবহৃত হয় Past Indefinite Tense এ। তবে Negative ও Interrogative Sentence গঠনের সময় Auxiliary Verb হিসেবে did ব্যবহৃত হলে সেক্ষেত্রে এই Tense এ Verb এর Present Form বসে। যেমন— i) Did you go to School? ii) He did not help me.
3) Verb এর Past Participle Form ব্যবহৃত হয় সকল Perfect Tense এ।
4) Verb এর সহিত ing যুক্ত Form ব্যবহৃত হয় সকল Continuous Tense এবং সকল Perfect Continuous Tense এ।
❑ Tense বিষয়ে জ্ঞাতব্য:
1) Present Indefinite Tense এ Subject 3rd Person Singular Number হলে মূল Verb এর শেষে s বা es যোগ করতে হবে। যেমন— i) He goes to school. ii) Shakib plays cricket.
আর এই Tense এ কোনো Auxiliary Verb না থাকায় Negative ও Interrogative Sentence গঠন করার সময় Auxiliary Verb হিসেবে Do/ Does ব্যবহৃত হয়।
1st Person, 2nd Person এবং 3rd Person Plural Number এর সাথে Do ব্যবহৃত হয়।
Does ব্যবহৃত হয় 3rd Person Singular Number এর সাথে; আর Does ব্যবহার করলে মূল Verb এর সাথে s বা es যোগ করতে হবে না। যেমন- i) He does not like you. ii) Does he like you?
2) কোনো বাক্যের বাংলা অর্থ দেখে তা Present Perfect Tense না কি Past Indefinite Tense বুঝতে দ্বিধা হলে Tense এর গঠন দেখে তার Tense নির্ধারণ করতে হবে।
3) সকল Tense এর স্বাভাবিক গঠন হলো Active Voice এর গঠন।
উপসংহার: Tense বিষয়ে যাবতীয় খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। Tense বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরও কিছু জানার থাকলে ইনবক্স ব্যবহার করুন।
আর হ্যা, এই 12 প্রকার Tense ছাড়াও আরও এক প্রকার Tense আছে যাকে বলা হয় Future in past (অতীতের ভবিষ্যৎ); আর এই Tense বাস্তবে হয় না, এই Tense হয় কল্পনায়।
যেমন— আমি যদি রাজা হতাম! = If I were a king!
আমার যদি ঘুঘুর মতো ডানা থাকতো! = Had I the wings like a dove!/ If I had the wings like a dove!
আমি যদি আবার শিশু হতে পারতাম! = Would that I could be a child again!
***এই Tense এর অবাস্তব বা কাল্পনিক অতীত ইচ্ছা বুঝাতে wish, if, were, had, would that ইত্যাদি ব্যবহৃত হয়।
© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।
তরুণ বয়সেই নিজের লাইফের ভবিষ্যৎ সম্ভাবনা জানতে ও লাইফের ফলপ্রসূ রূপরেখা ঠিক করে স্বপ্নকে সফল করতে পরামর্শ নিন লাইফ একাডেমির Advice Desk থেকে। সেজন্য আমাদের Personal Advising Program for Life Development এ অংশ নিন।
প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করুন→
সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk
No comments:
Post a Comment