Wednesday, July 22, 2020

Clauses


A clause is a group of words having a subject and a finite verb and at the same time forming the part of a large sentence. অর্থাৎ Clause হলো এমন একটি শব্দসমষ্টি যাতে একটি Subject এবং একটি finite verb থাকে এবং সেইসঙ্গে যা একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়।

Classification of Clauses: Clause তিন প্রকার, যথা—
1) Principal Clause বা Independent Clause
2) Subordinate Clause বা Dependent Clause
3) Coordinate Clause

1. Principal Clause: যে Clause এ একটি Subject এবং একটি Finite Verb থাকে এবং তাকে মূল Sentence থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Clause বলে।

2. Subordinate Clause: যে Clause এ একটি Subject এবং একটি Finite Verb থাকে কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate Clause বলে। এর সঙ্গে Conjunction যুক্ত থাকে।

3. Coordinate Clause: যখন দুই বা ততোধিক একই জাতীয় Clause কোনো Coordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Coordinate Clause বলে।

Examplification:—
1) I know him, who is a teacher.
2) If you work hard, you will be succeeded.
3) I am weak but I can walk.
Look: I know him এবং you will be succeeded হলো Principal Clause. who is a teacher এবং if you work hard হলো Subordinate Clause. I am weak এবং I can walk দুটিই Principal Clause Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়ে Coordinate Clause হয়েছে।



Subordinate Clause আবার তিন প্রকার, যথা—
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause

1. Noun Clause: Noun Clause বাক্যে Noun এর মতো কাজ করে। ইহা সাধারণত that, what দিয়ে শুরু হয়।
e.g.— 1) I know that he is a student. 2) He knew what was the problem.

2. Adjective Clause: Adjective Clause বাক্যে Adjective এর মতো কাজ করে। ইহা সাধারণত who, which, what, where, how, why etc দ্বারা শুরু হয়।
e.g.— 1) I know the man who was honest. 2) The pen which was green was bought by me.

3. Adverbial Clause: Adverbial Clause বাক্যে Adverb এর মতো কাজ করে। Adverbial Clause নয় প্রকার। নিম্নে বর্ণনা করা হলো—
1) Adverbial Clause of Time: ইহা Finite Verb এর সময় নির্দেশ করে। ইহা সাধারণত when, while, before, after, till, until, since ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) I saw him when he was running. 2) Wait here until I come.

2) Adverbial Clause of Place: ইহা সাধারণত Finite Verb এর স্থান নির্দেশ করে। ইহা where, whence ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) This is the place where I meet you first. 2) Stay where he was born at his coming birthday.

3) Adverbial Clause of Reason: ইহা Finite Verb এর কারণ নির্দেশ করে। ইহা as, since, because, that ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) As he is honest we believe him. 2) He can not come because he is ill.

4) Adverbial Clause of Purpose: ইহা Finite Verb এর উদ্দেশ্য নির্দেশ করে। ইহা That, in order that, so that, lest ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) He walked fast lest he should miss the train. 2) We eat so that we may live.

5) Adverbial Clause of Result: ইহা Finite Verb এর ফলাফল বা প্রভাব নির্দেশ করে। ইহা সাধারণত so...... that, such..... that ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) He is so weak that he can not walk. 2) What have I done that you desert me?

6) Adverbial Clause of Manner: ইহা Finite Verb এর পদ্ধতি/ প্রক্রিয়া, ধরন নির্দেশ করে। ইহা as, like, how, however ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) I work like a professional does. 2) You can travel as you want.

7) Adverbial Clause of Condition: ইহা Finite Verb এর শর্ত নির্দেশ  করে। ইহা if, unless, incase, whether, on condition, provided that, even, otherwise ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) If you love me I will marry you. 2) I may come incase I have time.

8) Adverbial Clause of Concession: ইহা Finite Verb এর সাথে এর ফলাফলের বৈসাদৃশ্য নির্দেশ করে। ইহা though, although, even, even if, whoever, whatever, however, whichever ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) Though he is poor he is honest. 2) I love you even you avoid me.

9) Adverbial Clause of Comparison/ degree: ইহা Finite Verb এর তুলনা নির্দেশ করে। ইহা as, so, such as, as..... as, so..... as ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) He is very honest such Hasan (R) was. 2) He is as wise as you (are).

লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




তরুণ বয়সেই নিজের লাইফের ভবিষ্যৎ সম্ভাবনা জানতে ও লাইফের ফলপ্রসূ রূপরেখা ঠিক করে স্বপ্নকে সফল করতে পরামর্শ নিন লাইফ একাডেমির Advice Desk থেকে। সেজন্য আমাদের Personal Advising Program for Life Development এ অংশ নিন।
প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করুন→

সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk

No comments:

Post a Comment