Wednesday, July 22, 2020

Word and Syllable (শব্দ ও শব্দাংশ)


পাশাপাশি সংলগ্ন অর্থবোধক বর্ণসমষ্টিকে Word বা শব্দ বলে। অন্যভাবে বলা হয়— কয়েকটি Letter পাশাপাশি বসে যদি কোনো একটি অর্থবোধক শব্দ তৈরি করে তাকে Word বলে।
যেমন— Pencil, Home, Love একেকটি শব্দ।
আর, পাশাপাশি কয়েকটি Letter বসার পরেও যদি তা কোনো অর্থ প্রকাশ না করে তবে তা Word বা শব্দ হবে না।
যেমন, পাসওয়ার্ড কিংবা সাংকেত হিসেবে ব্যবহৃত Pxord, Dospt, Svaoy ইত্যাদি কোনো অর্থ নির্দেশ করে না বলে এগুলো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত বর্ণসমষ্টি হলেও এগুলো Word বা শব্দ নয়।
আবার কোনো বর্ণসমষ্টি কোনো বিশেষ অর্থ প্রকাশ না করেও যদি তা দ্বারা কারও নাম কিংবা কোনো কিছুর নাম বুঝায় তবে তা শব্দ।
যেমন— Mahady is a creative person. Pxord is my favorite pen brand.
এক্ষেত্রে Mahady এবং Pxord এর কোনো বিশেষ অর্থ না থাকলে তা কোনো কিছুর নাম বুঝিয়েছে বলে এগুলো এখানে একেকটি Word বা শব্দ।
উল্লেখ্য যে, কোনো শব্দে অন্তত একটি Vowel থাকবে। Vowel ছাড়া কোনো শব্দ গঠিত হতে পারেনা।
অতএব, আমরা বুঝতে পারলাম, A word is a group of letters which express a complete meaning.
অর্থাৎ, শব্দ হচ্ছে একাধিক বর্ণের সমষ্টি যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে।

এখন আমরা শব্দাংশ বা Syllable সম্পর্কে ধারণা নিবো।
Word বা শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারণে কোনো মোড় না ঘুরে একবারে উচ্চারিত হয় তাকে Syllable বলে।
যেমন— Medicine শব্দটির যতটুকু অংশ একটানে উচ্চরিত হয় ততটুকু অংশই একেকটি Syllable বা শব্দাংশ।
এখানে, Medicine শব্দটিকে ভাঙলে Me + di + cine এই তিনটি অংশ পাওয়া যায়। আর এই তিনটি অংশই একেকটি Syllable.

♦ Syllable কে চার শ্রেণিতে ভাগ করা যায় যথা—
i) Mono-syllable: যে Word এ একটিমাত্র Syllable থাকে তাকে Mono-syllable বলে, যেমন— Sea, Book, Tea ইত্যাদি।
ii) Di-syllable: যে Word এ দুটি Syllable থাকে তাকে Di-syllable বলে, যেমন— Sister = sis+ ter, Doctor = Doc+ tor, Picture = Pic+ ture ইত্যাদি।
iii) Tri-syllable: যে Word এ তিনটি Syllable থাকে তাকে Tri-syllable বলে, যেমন— Conjunction = Con+ junc+ tion, Beautiful = Beau+ ti+ ful ইত্যাদি।
iv) Poly-syllable: যে Word এ তিনের অধিক Syllable থাকে তাকে Poly-syllable বলে, যেমন— University = U+ ni+ ver+ si+ ty, Television = Te+ le+ vi+ sion ইত্যাদি।

Note: এরপর ইংরেজি ভাষার উচ্চতর জ্ঞানলাভে Word Formation এবং Positive হতে Comparative ও Superlative Degree এর Form তৈরিকরণ ইত্যাদি ক্ষেত্রে Syllable এর ধারণা কাজে লাগবে।

জ্ঞাতব্য:— কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একাধিক শব্দ বা Word থাকলেও তা হিসেব করার সময় একটি শব্দ হিসেবে গণনা করা হয়।
যেমন— Khalid Hasan Milu was a famous Bangladeshi singer.
This project has been taken by the Government of the People's Republic of Bangladesh.
এখানে, "Khalid Hasan Milu" এবং "Government of the People's Republic of Bangladesh" এগুলো রচনা লেখার সময় একটি শব্দ হিসেবে গণনা করা হবে।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademy-ac-bd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

No comments:

Post a Comment