Wednesday, July 22, 2020

Voice (বাচ্য)


Voice হলো Verb এর গঠন যার দ্বারা Subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বুঝায়। Voice বাক্যের সৌন্দর্য বৃদ্ধি, ভাব প্রকাশের গভীরতা ও ক্রিয়া সম্পাদিত হওয়ার যথার্থতা নির্দেশ করে।

Voice দুই প্রকার; যথা— 1) Active Voice এবং 2) Passive Voice
নিম্নে সংজ্ঞা দেওয়া হলো:
1) Active Voice (কতৃবাচ্য): যে Sentence এ Subject বা কর্তা Active হয়ে তথা সক্রিয় হয়ে কাজ করে তাকে Active Voice বলে।
উদাহরণ: I do the work. He plays Cricket ইত্যাদি।

2) Passive Voice (কর্মবাচ্য): যে Sentence এ Subject নিজে সক্রিয় হয়ে কাজ করে না, বরং Object এর কাজ তার উপর এসে পড়ে তাকে Passive Voice বলে।
উদাহরণ: The work is done by me. Some steps have been taken to solve this problem ইত্যাদি।

তবে, Quasi-passive নামে আরও এক প্রকার বাচ্য আছে যাকে বাংলায় বলা হয় কতৃকর্মবাচ্য; অর্থাৎ কর্তাই (Subject) যখন কর্মপদ (Object) হয় তখন তাকে কর্তৃকর্মবাচ্য বলে। যেমন— Honey tests sweet. This book reads well ইত্যাদি।
এছাড়াও বাংলা ভাষায় ভাববাচ্য নামে একপ্রকার বাচ্য আছে, তবে English এ কোনো ভাববাচ্য হয় না।

❑ Voice পরিবর্তন:
Active Voice কে Passive Voice এ রূপান্তর করতে দুটি বিষয়ে নিশ্চিত হতে হবে। যথা—
• বাক্যটি কোন Tense এ লেখা আছে তা সনাক্ত করতে হবে।
• উক্ত বাক্যের Subject, Verb এবং Object সনাক্ত করতে হবে।
এরপর নিম্নের পদ্ধতি মোতাবেক কাজ করতে হবে→
1) Object কে Subject এ রূপান্তর করতে হবে।
2) Tense অনুসারে be verb বসবে।
3) মূল Verb এর Past Participle করতে হবে।
4) Preposition হিসেবে by/ with/ to বসবে।
5) Subject কে Object এ রূপান্তর করতে হবে।
6) বাক্যে যদি কোনো Extra অংশ বা লেজ থাকে তবে তা উপযুক্ত স্থানে  বসাতে হবে।

❑ জ্ঞাতব্য:
১. Passive Voice গঠনের সময় Continuous, Perfect এবং Perfect Continuous Tense এর ক্ষেত্রে এসব Tense এর Auxiliary Verb ছাড়াও Auxiliary Verb এর পরে Continuous Tense এর ক্ষেত্রে being, Perfect Tense এর ক্ষেত্রে been এবং Perfect Continuous Tense এর ক্ষেত্রে been being বসে।
২. Present Indefinite Tense এর ক্ষেত্রে  Auxiliary verb হিসেবে am/ is/ are এবং Past Indefinite Tense এর ক্ষেত্রে was/ were ব্যবহৃত হয়।
৩. Future Indefinite Tense এর ক্ষেত্রে Auxiliary Verb এর পরে be বসে।
৪. কোনো Modal Auxiliary verb থাকলে Passive করার সময় সেগুলোর পরে be বসে।

Note: যারা Tense এখনও ভালোভাবে শেখেন নাই তারা আগে ভালোভাবে Tense শিখে নিন; প্রত্যেক প্রকার Tense এর গঠন এবং Auxiliary Verb আয়ত্ত্ব করে নিন। তারপর Voices Change এর পদ্ধতি শিখে Voice এর Practice অংশে হাত দিন।

❑ Examples / Practice:
1) Active: I play Cricket.
Passive: Cricket is played by me.

2) Active: The cow gives us milk.
Passive: Milk is given us by the cow./ We are given milk by the cow.
Look: এই বাক্যে দুইটি Object বা কর্মপদ আছে। Verb কে "কী" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি মূখ্য কর্ম (milk), এবং "কাহাকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি গৌণ কর্ম (us)। এক্ষেত্রে মূখ্য কর্মকে Subject বানিয়ে Passive এর কাজ শুরু করা বেশি সুবিধার। তবে প্রাণীবাচক Object (গৌণকর্ম) কে Passive এর Subject করাই শ্রেয়।
* সাধারণত give, tell, ask, teach, show ইত্যাদি verb এর দুটি করে Object থাকতে পারে। বিশেষ করে Causative verb গুলোর Double Object থাকে।

3) Active: He teaches us English.
Passive: English is taught us by him./ We are taught English by him.

4) Active: I know him.
Passive: He is known to me.

5) Active: The river Chitra enhances the beauty of our village.
Passive: The beauty of our village is enhanced by the river Chitra.

6) Active: Fishermen catch various kinds of fishes in the river.
Passive: Various kinds of fishes are caught in the river by fishermen.

7) Active: Allah loves us all.
Passive: We all are loved by Allah.

8) Active: They are taking tea.
Passive: Tea is being taken by them.

9) Active: I am writing a letter.
Passive: A letter is being written by me.

10) Active: I am going to buy a car.
Passive: A car is going to be bought by me.

11) Active: They have not helped us.
Passive: We have not been helped by them.

12) Active: He has forbidden me to go out at night.
Passive: I have been forbidden to go out at night by him.

13) Active: She has found it at last.
Passive: At last it has been found by her./ It has been found at last by her.

14) Active: I have been watching TV for two hour.
Passive: TV has been being watched by me for two hour.

15) Active: He killed a bird.
Passive: A bird was killed by him.

16) Active: He made a kite.
Passive: A kite was made by him.

17) Active: But oneday I killed the bird whimsically.
Passive: But oneday the bird was killed whimsically by me.

18) Active: Father forbade me to go out at night.
Passive: I was forbidden to go out at night by father.

19) Active: The sound of chopping wood did not disturb me.
Passive: I was not disturbed by the sound of chopping wood.

20) Active: Cancer attacked him.
Passive: He was attacked with cancer. (√)

21) Active: He was reading a book.
Passive: A book was being read by him.

22) Active: They were ransacking the store at his present.
Passive: The store was being ransacked at his present by them.

23) Active: I had done the work.
Passive: The work had been done by me.

24) Active: I had been reading a book before you came.
Passive: A book had been being read by me before you came.

25) Active: I shall do the work.
Passive: The work will be done by me.

26) Active: She will help us.
Passive: We will be helped by her.

27) Active: You will be teaching us.
Passive: We will be being taught by you.

28) Active: I shall have helped you.
Passive: You will have been helped by me.

29) Active: I will have been writing story.
Passive: Story will have been being written by me.


❑ Interrogative Sentence কে Passive করার পদ্ধতি:
Interrogative Sentence কে Passive করার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। Yes/No Question এর ক্ষেত্রে করণীয় হলো— প্রথমে প্রশ্নবোধক বাক্যটির Auxiliary verb কে Subject এর পরে এনে বাক্যটিকে খসড়াভাবে মনেমনে Plain বিবৃতিমূলক বাক্য করে নিয়ে সেই বিবৃতিমূলক বাক্যটির Passive Voice করতে হবে, তারপর সেই Passive Voice এ থাকা বাক্যটিকে আবার প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করে নিতে হবে।
যেমন— Have you done the work?
 Draft : You have done the work.
       =>  The work has been done by you.
Passive : Has the work been done by you?

[] Examples—
1) Active: Do you hear me? (Phone)
Passive: Am I heard by you?

2) Active: Can you buy my hair?
Passive: Can my hair be bought by you?

3) Active: Are you making a noise in the class?
Passive: Is a noise is being made in the class by you?

4) Active: Has he not done the work?
Passive: Has the work not been done by him?

5) Active: Have you been reading a book since morning?
Passive: Has a book been being read by you since morning?

6) Active: Were you playing football?
Passive: Were football being played by you?

7) Active: Had he done the work?
Passive: Had the work been done by him?

8) Active: Will you love me?
Passive: Will I be loved by you?

9) Active: Will I be playing football?
Passive: Will football be being played by me?

10) Active: Will I have taken tea?
Passive: Will tea have* been taken by me?

আবার প্রশ্নটি যদি Wh Question হয়ে থাকে তবে সেক্ষেত্রে Active থেকে Passive করার কয়েকটি ফর্মুলা রয়েছে। নিম্নে সেসব দেওয়া হলো—
1. Who থাকলে তা By whom হয় এবং Tense ও Person অনুযায়ী Auxiliary verb + Object টির Subject form + Verb এর Past Participle করে Passive Voice করতে হয়।
* অনেক সময় এই Verb এর Past Participle এর পূর্বে be verb/ being/ been বসাতে হয়।
যেমন— i) Active : Who helped him?
Passive : By whom was he helped?

ii) Active: Who broke the glass?
Passive: By whom was the glass broken?

iii) Active : Who does it?
Passive : By whom is it done?

iv) Active : Who has broken the glass?
Passive : By whom has the glass been broken?

v) Active : Who is doing it?
Passive : By whom is it being done?

2. Whom থাকলে তা Who হয় এবং Tense অনুযায়ী Auxiliary verb + মূল Verb এর Past Participle + by + Subject টির Object form করে Passive Voice করতে হয়।
যেমন— i) Active : Whom do you want?
Passive : Who is wanted by you?

ii) Active : Whom does he like?
Passive : Who is liked by him?

3. What থাকলে What + Tense অনুযায়ী Auxiliary verb + মূল Verb এর Past Participle + by + Subject টির Object form করে Passive Voice করতে হয়।
যেমন— i) Active : What does he like?
Passive : What is liked by him?

ii) Active : What did you do yesterday?
Passive : What was done by you yesterday?

4. Why, when, where, how ইত্যাদি দ্বারা শুরু হওয়া Interrogative Sentence এর Passive Voice এর শুরুতে এসবই বসে এবং বাকি অংশ Yes/No Question এর Passive এর মতো করে লিখে Passive Voice করতে হয়।
যেমন— i) When have you done the work?
Passive : When has the work been done by you?

ii) Active : How have you done it?
Passive : How has it been done by you?

Note: Interrogative Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হবে সেটা Active form এ থাক আর Passive form ই থাক।

❑ Imperative Sentence কে Passive করার পদ্ধতি:
Imperative Sentence এর Passive করার সময় শুরুতেই Let লিখে Passive Voice গঠন করা শুরু করতে হয় এবং Auxiliary verb হিসেবে 'be' ব্যবহার করতে হয়।
যেমন—
i) Active: Do the sam.
Passive: Let the sam be done.
ii) Active: Open the door.
Passive: Let the door be opened.

👉 Active Voice এর শুরুতে Let থাকলে Passive এ দুইবার 'Let' লিখতে হবে না, একবার লিখলেই হবে।
যেমন—
i) Active: Let us do the work.
Passive: Let the work be done by us./ Let the work is done by us.
ii) Active: Let me use the shirt.
Passive: Let the shirt be used by me.

👉 Active Voice এর শুরুতে 'Do not' থাকলে Passive এর শুরুতে তা 'Let not' হবে।
যেমন—
i) Active: Do not tell a lie.
Passive: Let not a lie be told.
ii) Active: Do not make any mistake.
Passive: Let not any mistake be made.

👉 Active Voice এর প্রথমে বা শেষে Adverb থাকলে Passive করার সময় Adverb টি বাক্যের শেষে দিতে হয়।
যেমন—
Active: Always speak the truth.
Passive: Let the truth be spoken always.

Note: Imperative Sentence এ Second Person "you" যেহেতু উহ্য থাকে তাই এর Passive Voice এর ক্ষেত্রেও তেমনি "by you" উহ্য থাকবে, ইহা লেখা যাবে না।

❑ কিছু বিশেষ Sentence কে Passive করার পদ্ধতি:
নিম্নে কিছু বিশেষ Sentence কে Passive করার কিছু উদাহরণ দেওয়া হলো। যদিও এসবের প্রত্যেকটির নির্দিষ্ট নিয়ম আছে, তবে স্রেফ মনে রেখো তাহলেই হবে।
1) Factitive object/ Complementary object—
Active: We made him captain.
Passive: He was made captain by us.
* select, elect, nominate, make, call, name ইত্যাদি transitive verb গুলোর Factitive object তথা Complementary object প্রয়োজন হয়।

2) Reflexive Verb—
i) Active: He killed himself.
Passive: He was killed by himself.
ii) Active: Does he love himself?
Passive: Does he loved by himself?
* Sentence এর Subject এবং Object একই ব্যক্তি হলে তাকে Reflexive Verb বলে এবং এর Object কে Reflexive object বলে।

3) Quasi-passive—
i) Active: Honey tastes sweet.
Passive: Honey is sweet when it is tasted.
           Or, Honey is tasted sweet.
ii) Active: The sofa feels soft.
Passive: The sofa is soft when it is felt.
           Or, The sofa is felt soft.

4) Cognate Object—
i) Active: He will sing a song.
Passive: A song will be sung by him.
ii) Active: He dreamt a sweet dream.
Passive: A sweet dream was dreamt by him.

5) Infinitive যুক্ত Sentence—
i) Active: Rayhan has to do the work.
Passive: The work has to be done by Rayhan.
ii) Active: They used to take wormwood medicine.
Passive: Wormwood medicine used to be taken by them.
iii) Active: I want to eat rice.
Passive: Rice is wanted to be eaten by me.

6) Bare Infinitive—
Active: He made me do the work.
Passive: I was made to do the work by him.
* need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch ইত্যাদি verb গুলোর পরে Active Voice এ Infinitive 'to' উহ্য থাকে। আর Passive করার সময় সেই to লেখা হয়। তবে let থাকলে Passive এর ক্ষেত্রেও সেই to লেখা হয় না।

❑ Complex Sentence কে Passive করার পদ্ধতি:
Complex Sentence এর Principal Clause এবং Subordinate Clause উভয়েরই Passive করতে হয়। Principal Clause এর সাধারণত Object থাকে না; সেক্ষেত্রে উক্ত অংশের Object হিসেবে it নিতে হয়।
যেমন— i) Active : I know who can do it.
Passive : It is known to me by whom it can be done.
ii) Active : I know that you helped us.
Passive : It is known to me that we were helped by you.

Complex Sentence এর Subordinate Clause এর যদি Object না থাকে তবে Subordinate Clause এর Passive করার দরকার হয় না। এক্ষেত্রে শুধু উপরের পদ্ধতিতে Principal Clause অংশের Passive করা হয়।
যেমন— Active : I know that he is a good boy.
Passive : It is known to me that he is a good boy.

এছাড়াও Subordinate Clause এর that—সহ পরের সবটুকুকে Sentence এর Subject বানিয়ে Passive করা যায়।
যেমন—
i) Active : I know that he is a good boy.
Passive : That he is a good boy is known to me.
ii) Active : I know who was the captain of the team.
Passive : Who was the captain of the team is known to me.

✍️ Notable Knowledge—
Appropriate Preposition এর কারণে কিছু Verb এর পরে Preposition হিসেবে 'by' না বসে with, at, to ইত্যাদি বসে, যেমন—
gratify = gratified with, please = pleased with, satisfy = satisfied with, bless = blessed with, glad = glad at, know = known to, surprise = surprised at, annoy = annoyed at, fill = filled with ইত্যাদি।
উদাহরণ—
i) Active: Your work satisfied me.
Passive: I was satisfied with your work.
ii) Active: Your result glad us.
Passive: We were glad at your result.

❑ লক্ষ্য করুন:
শুধু Preposition by/with/to দেখে Passive চেনা সম্ভব না, কারণ অনেক সময় Preposition এবং Object উহ্য থাকে। তাই Sentence এ Verb এর আচরণ দেখে সেটি Active না Passive তা নির্ণয় করতে হবে। নিম্নে এরকম কিছু Passive এর উদাহরণ দেওয়া হলো:
1. He is called hero in our village.
2. Cricket is played in this stadium.
3. English is spoken all over the world.
4. Some steps have been taken to solve the problem.

এরূপ Object উহ্য থাকা Passive Voice সমূহকে Active Voice এ রূপান্তরের ক্ষেত্রে উহ্য থাকা Object টিকে বের করে এনে প্রথমে Subject এর স্থানে বসিয়ে বাকি অংশের Voice এর কাজ সম্পন্ন করতে হবে।
আর এরূপ ক্ষেত্রে Subject হিসেবে Someone, People, They, Nobody ইত্যাদি ব্যবহৃত হয়।
উদাহরণ:
1) Passive: English is spoken all over the world.
Active: People speak English all over the world./ The people all over the world speak English.

2) Passive: Some steps have been taken to solve unemployment problem.
Active: The government has taken some steps to solve unemployment problem.

3) Active: It is said.
Passive: Someone says it.
4) Active: He is not known here.
Passive : Nobody knows him here.

উপসংহার: দৈনন্দিন কাজের কিছু কিছু ক্ষেত্রে Active Voice এর পরিবর্তে Passive Voice ব্যবহার করা হয়। কারণ সেখানে Active Voice ব্যবহার করলে বার্তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
যেমন: Your internet service has been deactivated - এই বাক্যটির Active Voice হলো "We have deactivated your internet service"; আর এটি Active Voice এ বললে কথাটি অভদ্র কথা হতো, এর Passive এর ক্ষেত্রে "by us" কথাটি উহ্য ছিল এবং এতে করে খুব ভালোভাবেই ভদ্রতা রক্ষিত হয়েছিল।
Passive এর খুব ভালো একটি সুবিধা হলো কিছু অংশ (Object) উহ্য রাখা যায় Active এ যে অংশটি ছাড়া বাক্যই হতো না।
এছাড়াও ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে Passive Voice এর ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
আর এ অধ্যায়ে স্রেফ Active থেকে Passive করার পদ্ধতি দেখানো হলো, রিয়েল লাইফে যেসব ক্ষেত্রে Passive করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পরিবর্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেসব ক্ষেত্রে Passive করা হয় না।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




DU Kha প্রিপারেশন হ্যাকস— তথ্য, পরামর্শ ও মডেল টেস্ট এই তিন মিলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটি অনন্য বই।

♦ বইটির অনন্য বৈশিষ্ট্যসমূহ—
• বইটি একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীকে ভর্তি প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিবে।
• এতে দেওয়া অনন্য পরামর্শগুলো একজন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার কৌশলগুলোতে পারদর্শী করে তুলবে।
• এতে দেওয়া উপলব্ধিমূলক মডেল টেস্টগুলো ভর্তি পরীক্ষার্থীকে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে পারফেক্ট করে প্রস্তুত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার জন্য স্মার্টলি পড়াশুনা করতে ও আনপ্রডাকটিভ বিষয়গুলো পড়া হতে বিরত রেখে সময়ের পরিপূর্ণ সদ্ব্যবহার করতে শেখাবে।
• বইটি একজন ভর্তি পরীক্ষার্থীর মানসিক শক্তি উন্নত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার সময় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ থেকে নিরাপদ থেকে স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে।

বইটি অর্ডার করতে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' এর ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে মেসেজ করুন।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

টাইম পাবলিকেশন্স |
http://facebook.com/timepublications
Phone: 01746315639

No comments:

Post a Comment