Tag অর্থ জুড়ে দেওয়া বা সংযুক্ত করা, আর Tag Question অর্থ জুড়ে দেওয়া প্রশ্ন বা সংযুক্ত প্রশ্ন। বক্তা তার বক্তব্য বা কোনো তথ্য উপস্থাপন করে সে বিষয়ে শ্রোতার সমর্থন জানার জন্য কিংবা বিমর্থন বুঝবার জন্য তার বলা বাক্যের সাথে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেন তাকে জুড়ে দেওয়া প্রশ্ন বা Tag Question বলে। যেমন— এই বাগানটি বেশ সুন্দর, নয় কি? ; আমরা তোমাদের সাহায্য করেছিলাম, করি নাই কি?
উক্ত বাক্যগুলোতে 'নয় কি' এবং 'করি নাই কি?' হলো Tag Question বা সংযুক্ত প্রশ্ন। Tag Question করার পদ্ধতি হলো, যে বাক্যটির সঙ্গে Tag Question যুক্ত করা হবে সেই বাক্যটির শেষে একটি কমা (,) দিয়ে তারপর উক্ত বাক্যটির সাহায্যকারী Verb বসাতে হবে এবং এরপর উক্ত বাক্যের Subject বসাতে হবে এবং এরপর প্রশ্নবোধক চিহ্ন (?) দিয়ে বাক্যটি শেষ করতে হবে। তবে এক্ষেত্রে কিছু নিয়মনীতি ও জ্ঞাতব্য বিষয় রয়েছে। প্রধান তিনটি জ্ঞাতব্য বিষয় হলো— i) উক্ত বাক্যটি Affirmative এ থাকলে Tag Question এ তা Negative করতে হবে আর বাক্যটি Negative এ থাকলে Tag Question এ তাহা Affirmative করতে হবে; আর এই Tag Question কে Negative করার ক্ষেত্রে উক্ত বাক্যের Auxiliary Verb এর সাথে not যুক্ত করা হয় এবং Tag Question কে Affirmative করার সময় উক্ত বাক্যের Auxiliary verb এর সাথে যুক্ত থাকা not কে বাদ দেওয়া হয় ii) Tag Question এ not এর সংক্ষিপ্ত রূপ n't বসে এবং n't যুক্ত হলে Verb এর সংক্ষিপ্ত Negative রূপ বসে।
নিম্নে n't যুক্ত Auxiliary verb গুলোর সংক্ষিপ্ত রূপ দেওয়া হলো—
• am not/ are not = aren't
• is not = isn't
• was not = wasn't
• were not = weren't
• has not = hasn't
• have not = haven't
• had not = hadn't
• shall not = shan't
• will not = won't
• can not = can't
• could not = couldn't
• should not = shouldn't
• would not = wouldn't
• must not = mustn't
• might not = mightn't
• may not = mayn't
• ought not = oughtn't
• do not = don't
• does not = doesn't
• did not = didn't
iii) Tag Question এর Subject সবসময়ই একটা Pronoun হবে, অর্থাৎ যে বাক্যের Tag Question করা হবে সেই বাক্যের Subject এর Pronoun form হবে Tag Question এর Subject.
যেমন—
i) You will help me, won't you?
ii) I can do the work, can't I?
iii) I shall play football, shan't I?
Tag Question — এর কিছু সাধারন নিয়মনীতি ও জ্ঞাতব্য বিষয়→
1. কিছু Adverb বা Phrase যেমন few, little, hardly, scarcely, seldom, never, nothing, without, no, none ইত্যাদি Sentence এর অর্থকে Negative করে; এক্ষেত্রে Tag Question অবশ্যই Affirmative হবে।
যেমন—
i) I have few friends, do I? ('don't I' কিংবা 'haven't I' হবে না)
ii) I hardly saw him, did I?
iii) He never smokes, does he?
2. Sentence এর Subject ও Verb অনুযায়ী Tag এর Pronoun এবং Auxiliary verb নির্ধারিত হয়। তবে Pronoun এর number অনুযায়ী Auxiliary verb এর Number হয়।
যেমন—
i) Everybody is happy, aren't they?
ii) I am a student, aren't I?
iii) Someone looks busy, don't they?
Note: Onebody, Anybody, Everybody, Nobody, Everyone, No one/ None ইত্যাদি Subject হলে Pronoun টি They হয়। আবার Everything, Anything, Nathing, Phrase, Clause, স্থানের নাম Subject হলে Pronoun টি It হয়। অর্থাৎ, Subject এর সঙ্গে body থাকলে They হয় আর thing থাকলে It হয়।
3. দেশ, ফুল, ঋতুর নাম অর্থাৎ নারীসুলভ Subject হলে Pronoun টি she হয় এবং সূর্য, গৃস্মকাল কিংবা রুক্ষ কোনোকিছু Subject হলে Pronoun টি he হবে।
যেমন—
i) Our country is very fine, isn't she?
ii) The sun is a planet, isn't he?
iii) Lotus is my favorite flower, isn't she?
4. Imperative Sentence এর Tag Question কখনও Negative হয় না। Sentence টি Verb দ্বারা শুরু হলে can you, Let us দ্বারা শুরু হলে shall we এবং বাকি সকল ক্ষেত্রে will you হয়।
যেমন—
i) Open the door, can you?
ii) Let us go out, shall we?
iii) Let him do it, will you?
5. Complex Sentence এ Principal Clause এর Tag Question করতে হয়, অর্থাৎ যে অংশে Conjunction যুক্ত থাকে না সেই অংশের Tag Question করতে হয়।
যেমন—
i) If you come I shall go, shan't I?
ii) As you love me I love you, don't I?
[] Examples/ Practice—
i) He is a student, isn't he?
ii) He has got a job, hasn't he?
iii) Rayhan took in the exam, didn't he?
iv) He sing a song, doesn't he?
v) Everybody hates a liar, don't they?
vi) I can do the sam, can't I?
vii) Nobody believes a liar, do they?
viii) The students were playing in the field, weren't they?
ix) Read the letter, will you?
x) Don't tall a lie, will you?
[] কিছু ব্যতিক্রমী Tag Questions—
i) I am in the least hungry, aren't I?
ii) Let him go home, will he?
iii) Let her not go out, will she?
[] লক্ষনীয় বিষয়—
'Have' যদি Auxiliary verb হিসেবে ব্যবহৃত না হয়ে মূল verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই Sentence এর Negative, Negative Interrogative করার সময় have not হয় না, এক্ষেত্রে do not have হয়, যেমন— Negative: You do not have sufficient balance on your account ; Negative Interrogative: Do you not have sufficient balance on your account? আর Affirmative Interrogative এর ক্ষেত্রে 'do have' হয়, যেমন— Do you have sufficient balance on your account?
এমনিভাবে 'have' মূল Verb হলে Tag Question করার সময় Negative বাক্যের Tag Question এ have কিংবা haven't হবে না এক্ষেত্রে do/ don't হবে, যেমন— i) You do not have sufficient balance on your account, do you? ii) You have sufficient balance on your account, don't you?
উপসংহার: পরীক্ষায় Tag Question প্রশ্নের উত্তর লেখার সময় পূর্ণবাক্যে Tag Question লিখতে হবে, শুধু Tag Question টি লিখলে হবে না; প্রশ্নে দেওয়া বাক্যাটি লিখে তারপর তার Tag Question টি লিখতে হবে এবং Tag Question এর অংশটি আন্ডারলাইন করে দিতে হবে।
© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।
তরুণ বয়সেই নিজের লাইফের ভবিষ্যৎ সম্ভাবনা জানতে ও লাইফের ফলপ্রসূ রূপরেখা ঠিক করে স্বপ্নকে সফল করতে পরামর্শ নিন লাইফ একাডেমির Advice Desk থেকে। সেজন্য আমাদের Personal Advising Program for Life Development এ অংশ নিন।
প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করুন→
সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk
No comments:
Post a Comment