Wednesday, July 22, 2020

A Handbook on English Grammar


T o p i c s →
••••••••••


Note: শিঘ্রই আরও তথ্য আপডেট করা হবে।



English — তে A+ এবং ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী করে তোলার অন্যতম দক্ষ শিক্ষক মেহেদী হাসান এখন পড়াচ্ছেন চতরায়।
JSC—SSC—HSC এর Academic English, Admission এর English Program, আউটসোর্সিং এর জন্য কমিউনিকেটিভ English এবং Written Program এ ভর্তি হতে পারো ভরসার সাথে।

শিঘ্রই তোমার আসন নিশ্চিত করতে যোগাযোগ করো 01746315639 / 01743778788 তে।
কিংবা ফেসবুক পেজ →

Dream's | English Program at Chatra

Preface to EGLS

শিক্ষা প্রকল্প


আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?

তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:

[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")

আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে ভিজিট করুন:
http://facebook.com/egls.edu

English Grammar Learning System (EGLS)

"100% Updated English Learning System for Professional English"

Contact Us: 
Phone: 01746-315639
Facebook: facebook.com/egls.edu

যানবাহন

-

Sentence (বাক্য)


যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে Sentence বা বাক্য বলে। যেমন- I am Mahady. It is a white-board. ইত্যাদি।

অর্থভেদে Sentence পাঁচ প্রকার। নিম্নে প্রত্যেক প্রকার Sentence এর বর্ণনা দেওয়া হলো:

1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)(.): যে Sentence দ্বারা কোনো ঘটনা বা বিষয় বর্ণনা করা বুঝায় তাকে Assertive Sentence বলে।
গঠন: Subject+ finite verb+ object+ Extra part (যদি থাকে).
e.g.— Lutfur lives in Dhaka with his family.

Assertive Sentence দুই প্রকার:
(i) Affirmative Sentence ('হ্যা' বোধক বাক্য): যে Sentence দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় বা 'হ্যা' বোধক উত্তর দেওয়া হয় তাকে Affirmative Sentence বলে। যেমন- I draw a picture. He is a player. ইত্যাদি।

(ii) Negative Sentence (না বোধক বাক্য): যে Sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা 'না' বোধক উত্তর দেওয়া হয় তাকে Negative Sentence বলে। যেমন- He is not a student. She is not as beautiful as Sabnur.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)(?): যে Sentence দ্বারা কোনো বিষয়ে প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative Sentence বলে।
গঠন: Auxiliary Verb কে Subject এর পূর্বে বসাইয়া Interrogative Sentence গঠন করতে হয়।
e.g.— Are you fine? Do you love me? ইত্যাদি।
এবং,
যখন Interrogative Sentence এ Wh-word ব্যবহৃত হয়ে Wh-question তৈরি হয় তখন সেই Wh-word গুলো আবার এই Auxiliary Verd গুলোরও পূর্বে বসে। যেমন- What do you know?

3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি অনুজ্ঞা প্রদান করা বুঝায় তাকে Imperative Sentence বলে।
গঠন: এই বাক্যতে Subject 'Second Person' (you) উহ্য থাকে; ফলে মূল Verb দ্বারা বাক্য শুরু হয়।
e.g.— এখন বাজারে যাও (আদেশ) = Go to market now (Order)
মিথ্যা কথা বলিও না (উপদেশ) = Don't tall a lie (Advice)
দয়া করে আপনার কলমটি আমাকে দিন (অনুরোধ)= Please, give me your pen (Request)
আবার,
এই Sentence দ্বারা প্রস্তাব বা অনুমতিও বোঝানো হয়। সেক্ষেত্রে প্রস্তাব বা অনুমতি বুঝাতে 'Let' দ্বারা বাক্য আরম্ভ করতে হয়। e.g.— আমাকে আসতে দিন = Let me come in.
চলো বাড়ী যাই = Let us go home.

4. Optative Sentence (প্রার্থনাসূচক বাক্য): যে Sentence দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা ও আশির্বাদ প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
গঠন: May+ Subject+ Verb+ Object+ Extra Part (যদি থাকে)
এখানে 'May' দ্বারা বাক্য আরম্ভ হয় তবে অনেক সময় May উহ্য থাকে।
e.g.— May Allah bless you.
God give you a son. ইত্যাদি।

5. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য): যে Sentence দ্বারা মনের আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে। যেমন- ছেলেটি কত সুন্দর! = How handsome the boy is!
গঠন: How/What a/an + adjective+ Subject +verb+!
অথবা, How+ adjective+ the+ subject+ verb+!
e.g.— What a beautiful scenery it is!
How beautiful the scenery is!
আবার,
আবেগসূচক অব্যয় প্রথমে বসিয়ে বাকি অংশ 'Assertive Sentence' এর মতো করেও Exclamatory Sentence হতে পারে; সেক্ষেত্রে "!" চিহ্নটি সেই আবেগসূচক অব্যয়ের পরে বসে থাকে।
যেমন- বাহবা! আমরা খেলায় জিতেছি = Hurrah! we have won the game.
আবার, If, were, had, would that ইত্যাদি দ্বার অবাস্তব অতীত ইচ্ছাসূচক আবেগ প্রকাশ করা হয়; তাই এগুলো দ্বারাও Exclamatory Sentence গঠিত হতে পারে।
যেমন- আমি যদি রাজা হতাম! = If I were a king!
আমার যদি ঘুঘুর মতো ডানা থাকতো! = Had I the wings like a dove!
আমি যদি আবার শিশু হতে পারতাম! = Would that I could be a child again!

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




গিভ অ্যান্ড টেক | A book of self development

মুখবন্ধ
•••••••••
মাতৃস্নেহ অতুলনীয়, বাবার মতো বন্ধু কেউ নেই, পরিবার সবচেয়ে বড় আস্থার জায়গা হেন তেন— এইসব কথাবার্তা হলো ভুয়া এবং অতিরঞ্জিত কথাবার্তা। এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থবাদী এবং সুবিধাবাদী— এই সত্যটা যে যত দ্রুত বুঝতে পারবে তার জন্য ততই মঙ্গল। এই পৃথিবীর সবাই চলে 'গিফ অ্যান্ড টেক' পলিসিতে; সবাই তোমার কাছে কিছু জিনিস প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা নিয়েই তোমার উপর ইনভেস্ট করে। তুমি যদি সময়মতো সেই প্রত্যাশা পূরণ করতে না পারো তাহলেই বুঝবে তোমার প্রতি ইনভেস্ট করাটা ভালোবাসার দান ছিল নাকি প্রত্যাশার ইনভেস্ট ছিল। তুমি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তোমাকে দোষারোপ করা হবে; তুমি কী কারণে পারো নাই তা কেউ বুঝতে চাইবে না; ভুল বোঝার জন্য অনেকে থাকে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ থাকে না। নিজের একান্ত দুর্দিনে কাউকেই পাশে পাওয়া যায় না। বাবা-মা, অমুক মামা, অমুক খালু, অমুক আঙ্কেল, অমুক ভাই-তমুক ভাই, অমুক বন্ধু-তমুক বন্ধু কাউকেই তখন পাশে পাওয়া যায় না।
প্রায় প্রত্যেকের জীবনেই একটা সংকটময় সময় থাকে। তোমার জীবনে  সেই দুঃসময়টা যেদিন আসবে সেদিন থেকে তুমি পরিপূর্ণ ও সক্ষম মানুষ হতে শিখবে, সেদিন তুমি বুঝবে যে তুমি আসলে কে? অমুকের ছেলে বা মেয়ে, অমুকের ভাতিজা, অমুকের ভাই, অমুকের বন্ধু, ব্লা ব্লা— এসব কোনোটাই কাজে আসে না। তুমি আসলেই একা এবং তোমার নিজের পথ তোমাকে একাই গড়ে নিতে হবে। এক্ষেত্রে নিজের জ্ঞানবুদ্ধি, সাহস ও কর্মসক্ষমতাই একমাত্র সহায়ক হিসেবে কাজে আসে।
দেখা যায় ভদ্র ছেলেদের লাইফ অনেক কষ্টের হয়, কারণ তারা এই সত্যটা অনেক দেরিতে বুঝতে পারে। শৈশবে দুষ্টু থাকা ছেলেগুলো অল্প বয়সে ভুল করে ও এর দ্বারা বুঝে যায় তার কাছের মানুষগুলো আসলেই তার কতটা কাছের এবং সেই মাফিক লাইফ সাজিয়ে নিতে পারে। কিন্তু ভদ্র ছেলেগুলো এই বাস্তবতা অনুধাবন করতে শেখে অনেক দেরিতে।
এন্টিবায়োটিকের ডোজ কম্পিলিট না করলে দুর্বল হয়ে থেকে বেঁচে যাওয়া ভাইরাস ব্যাক্টেরিয়া যেমন পরিস্থিতি বুঝে নিজেদের গঠন চেঞ্জ করে ফেলে নিজেকে সেই পরিস্থিতিতে টিকে থাকার উপযোগী করে গড়ে তোলে, এই বইটি পড়লে সেইসব পরিস্থিতিতে থাকা তরুণরা যারা এখনও জানে না ভবিষ্যতে তাদের সাথে কী ঘটতে চলেছে সেইসব ছেলেমেয়েরাও নিজেদের প্রকৃত অবস্থা অনুধাবন করতে শিখবে ও নিজেকে সেই পরিস্থিতিতে টিকে থাকার জন্য সেইভাবে গড়ে তুলতে সক্ষম হবে।
তাই এরূপ বিভিন্ন কনজারভেটিভ ফ্যামিলির সন্তানদের লাইফের বিভিন্ন পরিস্থিতি গবেষণা করে তা থেকে উত্তরণের সম্ভাব্য পন্থা ও পদ্ধতি নিয়ে এই বইটি লেখা হয়েছে। বইটি সে সকল ছেলেমেয়েদের উপকারে এলে আমাদের এই পরিশ্রম ও প্রয়াস সার্থক হবে।

বইটি প্রি-অর্ডার করতে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' এর ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে মেসেজ করুন। সম্পূর্ণ বই লেখা হলেই আমরা আপনাকে রিপ্লাই দিবো।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

টাইম পাবলিকেশন্স | A Publication of Life Academy

Parts of Speech (পদ)


Sentence এর মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি Word ই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশের ভিন্নতার ভিত্তিতে Sentence এ ব্যবহৃত Word গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে Parts of Speech বলে।
Part অর্থ অংশ, এবং Parts অর্থ অংশসমূহ আর Speech অর্থ উক্তি বা বাক্য। অর্থাৎ, Sentence এর প্রত্যেকটি Word ই হলো একেকটি Part of Speech। আর একটি বাক্যের সবগুলো Word কে একত্রে বলা হয় Parts of Speech।
Parts of Speech আট প্রকার।
যথা— 1. Noun, 2. Pronoun, 3. Adjective, 4. Verb, 5. Adverb, 6. Preposition, 7. Conjunction, 8. Interjection.

নিম্নে বিবরণ দেওয়া হলো→
1. Noun (বিশেষ্য): যে Word দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে Noun বলে। যেমন- Rayhan, Dhaka, Cow, Pen ইত্যাদি।
Noun প্রধানত দুই প্রকার, যথা— 1) Concrete Noun এবং 2) Abstract Noun

1) Concrete Noun (বস্তুবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু তথা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে বুঝায় তাকে Concrete Noun বলে।
Concrete Noun আবার চার প্রকার। যথা—
i) Proper Noun: এই Noun দ্বারা ব্যক্তিক নাম বুঝায়। আরও সহজভাবে বলতে গেলে Proper Noun নির্দিষ্ট কিছুকে বুঝায় । যেমন- Mahady, Chatra, Ntv, Titanic ইত্যাদি।
ii) Common Noun: এই Noun দ্বারা সাধারণ নাম বা জাতিকে নির্দেশ করে। যেমন- Student, Man, Birds, Ship ইত্যাদি।
iii) Collective Noun: এই Noun দ্বারা সমষ্টিবাচক কিছু জিনিসকে একটি জিনিসে প্রকাশ করা হয়। যেমন- A gang, An assembly, Cattle ইত্যাদি।
iv) Material Noun: এই Noun দ্বারা কোনো বস্তুকে বুঝায় বলে একে বলে বস্তুবাচক বিশেষ্য। যেমন- Pen, Book, Camera ইত্যাদি।

2) Abstract Noun (গুণবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোনো গুণের উল্লেখ করা হয় তাকে Abstract Noun বা গুণবাচক বিশেষ্য বলে। যেমন- Honesty, Poverty, Beauty ইত্যাদি।

❑ এছাড়াও আরও কিছু Noun:
[] Verbal Noon: Verb থেকে Noun উৎপন্ন হলে (verb এর শেষে 'tion/ sion যুক্ত হয়ে) তাকে Verbal Noun বলে। যেমন- Beautification, Verification, Action, Admission ইত্যাদি।

[] Gerund Noun: Verb এর Present Form এর সহিত ing যুক্ত Form যদি Sentence এ Noun এর মতো কাজ করে তবে তাকে Gerund Noun বলে। যেমন- Swimming is a good exercise. এই বাক্যে Swimming হলো Gerund Noun যা বাক্যে Noun এর ন্যায় Subject হিসেবে কাজ করেছে।

[] Countable and Uncountable Noun:
i) Countable Noun: যেসব Noun গণনা করা যায় সেগুলোকে Countable Noun বা গণ্যবাচক বিশেষ্য বলে। যেমন- Television, Desk, Cow, Boy ইত্যাদি।

ii) Uncountable Noun: যেসব Noun কে গণনা করা যায় না, পরিমাপ করতে হয় সেসব Noun কে Uncountable Noun বা পরিমাপবাচক বিশেষ্য বলে। যেমন- Water, Sugar, Rice ইত্যাদি।
তবে Uncountable Noun কে বিশেষ প্রক্রিয়ার Countable ধরে নেওয়া যায়। যেমন- Water = Uncountable কিন্তু A glass of water = Countable, Sugar = Uncountable কিন্তু A packet of sugar = Countable, Rice = Uncountable কিন্তু One Kilogram Rich = Countable ইত্যাদি।

2. Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে ব্যবহৃত Word বা Noun এর প্রতিনিধিকে Pronoun বলে। যেমন- Reyon is a boy. He lives in Dhaka. এখানে দ্বিতীয় বাক্যে Reyon এর পরিবর্তে He ব্যবহৃত হয়েছে, তাই তা Pronoun।

Pronoun এর প্রধান তিনটি রূপ:
Subject (কর্তা) ——— Object (কর্ম)  ——— Possessive (সম্বন্ধ পদ)
I ——————————— Me  ———————  My/ Mine
We —————————  Us   ———————  Our/ Ours
You ————————— You  ——————— Your/ Yours
He  —————————  Him  ——————    His
She  ————————— Her   ——————   Her/ Hers
They  ———————— Them  —————    Their / Theirs
It ——————————   It  ————————   Its
* Pronoun সম্পর্কে আরও বিস্তারিত ও পরিষ্কার জানা যাবে 'Pronoun in Details' অধ্যায়ে।


3. Adjective (বিশেষণ): যে Word দ্বারা Noun এবং Pronoun এর গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে Adjective বলে। Adjective এর কাজ হলো Noun ও Pronoun কে modify করা। যেমন— 1) He is a good boy. 2) It is a blue pen.
Look: 'blue' একটি Noun এবং এটি দ্বারা এক প্রকারের রঙকে বুঝায়; কিন্তু উপরের দ্বিতীয় বাক্যটিতে 'blue' Adjective হিসেবে কাজ করেছে। তাই এই বাক্যে এটি Pronoun ।

4. Verb (ক্রিয়া): যে Word দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে Verb বলে। যেমন— 1) You read a book. 2) I am talking with you.
* verb সম্পর্কে বিস্তারিত জানা যাবে Classification of Verbs অধ্যায়ে।

5. Adverb (ভাব বিশেষণ): যে Word Verb, Adjective বা অন্য কোনো Adverb সম্বন্ধে পরিষ্কার অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাকে Adverb বলে। অর্থাৎ যে সকল Word Noun এবং Pronoun ব্যতীত অপর কোনো Parts of Speech কে Modify করে তাকে Adverb বলে। যেমন— 1) He walks slowly. 2) It is a very good idea. 3) You are writing very fast.

6. Preposition (পদান্বয়ী অব্যয়): যে Word কোনো Noun বা Pronoun এর সঙ্গে Sentence এর অন্তর্গত অপর কোনো Word এর সম্পর্ক স্থাপন করে, Noun/ Pronoun এর অবস্থান তুলে ধরে তাকে Preposition বলে। যেমন— 1) The book is on the table. 2) He is a man of one-word.
এখানে on এবং of হলো Pronoun.
* Prepositions সম্পর্কে বিস্তারিত জানা যাবে 'Preposition' অধ্যায়ে।

7. Conjunction (সমুচ্চয়ী অব্যয়): যে Word দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে। যেমন— 1) Go to the showroom and see the products. 2) Divide and rule.

8. Interjection (আবেগসূচক অব্যয়): যে Word মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে Interjection বলে। যেমন— 1) Alas! I am undon. 2) Bravo! you are win.
এখানে Alas এবং Bravo হলো Interjection.

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।



লাইফের বিভিন্ন বিষয়ে উপদেশ-পরামর্শ পেতে লাইফ একাডেমির অ্যাডভইস ডেক্সে আসুন। আর Advice Desk এর ওয়েবসাইটের হোমপেজে যেতে এখানে—ক্লিক—করুন

সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk

প্রশাসন

-

পুলিশ

-