Wednesday, July 22, 2020

A Handbook on English Grammar


T o p i c s →
••••••••••


Note: শিঘ্রই আরও তথ্য আপডেট করা হবে।



English — তে A+ এবং ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী করে তোলার অন্যতম দক্ষ শিক্ষক মেহেদী হাসান এখন পড়াচ্ছেন চতরায়।
JSC—SSC—HSC এর Academic English, Admission এর English Program, আউটসোর্সিং এর জন্য কমিউনিকেটিভ English এবং Written Program এ ভর্তি হতে পারো ভরসার সাথে।

শিঘ্রই তোমার আসন নিশ্চিত করতে যোগাযোগ করো 01746315639 / 01743778788 তে।
কিংবা ফেসবুক পেজ →

Dream's | English Program at Chatra

Preface to EGLS

শিক্ষা প্রকল্প


আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?

তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:

[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")

আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে ভিজিট করুন:
http://facebook.com/egls.edu

English Grammar Learning System (EGLS)

"100% Updated English Learning System for Professional English"

Contact Us: 
Phone: 01746-315639
Facebook: facebook.com/egls.edu

যানবাহন

-

Sentence (বাক্য)


যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে Sentence বা বাক্য বলে। যেমন- I am Mahady. It is a white-board. ইত্যাদি।

অর্থভেদে Sentence পাঁচ প্রকার। নিম্নে প্রত্যেক প্রকার Sentence এর বর্ণনা দেওয়া হলো:

1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)(.): যে Sentence দ্বারা কোনো ঘটনা বা বিষয় বর্ণনা করা বুঝায় তাকে Assertive Sentence বলে।
গঠন: Subject+ finite verb+ object+ Extra part (যদি থাকে).
e.g.— Lutfur lives in Dhaka with his family.

Assertive Sentence দুই প্রকার:
(i) Affirmative Sentence ('হ্যা' বোধক বাক্য): যে Sentence দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় বা 'হ্যা' বোধক উত্তর দেওয়া হয় তাকে Affirmative Sentence বলে। যেমন- I draw a picture. He is a player. ইত্যাদি।

(ii) Negative Sentence (না বোধক বাক্য): যে Sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা 'না' বোধক উত্তর দেওয়া হয় তাকে Negative Sentence বলে। যেমন- He is not a student. She is not as beautiful as Sabnur.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)(?): যে Sentence দ্বারা কোনো বিষয়ে প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative Sentence বলে।
গঠন: Auxiliary Verb কে Subject এর পূর্বে বসাইয়া Interrogative Sentence গঠন করতে হয়।
e.g.— Are you fine? Do you love me? ইত্যাদি।
এবং,
যখন Interrogative Sentence এ Wh-word ব্যবহৃত হয়ে Wh-question তৈরি হয় তখন সেই Wh-word গুলো আবার এই Auxiliary Verd গুলোরও পূর্বে বসে। যেমন- What do you know?

3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি অনুজ্ঞা প্রদান করা বুঝায় তাকে Imperative Sentence বলে।
গঠন: এই বাক্যতে Subject 'Second Person' (you) উহ্য থাকে; ফলে মূল Verb দ্বারা বাক্য শুরু হয়।
e.g.— এখন বাজারে যাও (আদেশ) = Go to market now (Order)
মিথ্যা কথা বলিও না (উপদেশ) = Don't tall a lie (Advice)
দয়া করে আপনার কলমটি আমাকে দিন (অনুরোধ)= Please, give me your pen (Request)
আবার,
এই Sentence দ্বারা প্রস্তাব বা অনুমতিও বোঝানো হয়। সেক্ষেত্রে প্রস্তাব বা অনুমতি বুঝাতে 'Let' দ্বারা বাক্য আরম্ভ করতে হয়। e.g.— আমাকে আসতে দিন = Let me come in.
চলো বাড়ী যাই = Let us go home.

4. Optative Sentence (প্রার্থনাসূচক বাক্য): যে Sentence দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা ও আশির্বাদ প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
গঠন: May+ Subject+ Verb+ Object+ Extra Part (যদি থাকে)
এখানে 'May' দ্বারা বাক্য আরম্ভ হয় তবে অনেক সময় May উহ্য থাকে।
e.g.— May Allah bless you.
God give you a son. ইত্যাদি।

5. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য): যে Sentence দ্বারা মনের আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে। যেমন- ছেলেটি কত সুন্দর! = How handsome the boy is!
গঠন: How/What a/an + adjective+ Subject +verb+!
অথবা, How+ adjective+ the+ subject+ verb+!
e.g.— What a beautiful scenery it is!
How beautiful the scenery is!
আবার,
আবেগসূচক অব্যয় প্রথমে বসিয়ে বাকি অংশ 'Assertive Sentence' এর মতো করেও Exclamatory Sentence হতে পারে; সেক্ষেত্রে "!" চিহ্নটি সেই আবেগসূচক অব্যয়ের পরে বসে থাকে।
যেমন- বাহবা! আমরা খেলায় জিতেছি = Hurrah! we have won the game.
আবার, If, were, had, would that ইত্যাদি দ্বার অবাস্তব অতীত ইচ্ছাসূচক আবেগ প্রকাশ করা হয়; তাই এগুলো দ্বারাও Exclamatory Sentence গঠিত হতে পারে।
যেমন- আমি যদি রাজা হতাম! = If I were a king!
আমার যদি ঘুঘুর মতো ডানা থাকতো! = Had I the wings like a dove!
আমি যদি আবার শিশু হতে পারতাম! = Would that I could be a child again!

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




গিভ অ্যান্ড টেক | A book of self development

মুখবন্ধ
•••••••••
মাতৃস্নেহ অতুলনীয়, বাবার মতো বন্ধু কেউ নেই, পরিবার সবচেয়ে বড় আস্থার জায়গা হেন তেন— এইসব কথাবার্তা হলো ভুয়া এবং অতিরঞ্জিত কথাবার্তা। এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থবাদী এবং সুবিধাবাদী— এই সত্যটা যে যত দ্রুত বুঝতে পারবে তার জন্য ততই মঙ্গল। এই পৃথিবীর সবাই চলে 'গিফ অ্যান্ড টেক' পলিসিতে; সবাই তোমার কাছে কিছু জিনিস প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা নিয়েই তোমার উপর ইনভেস্ট করে। তুমি যদি সময়মতো সেই প্রত্যাশা পূরণ করতে না পারো তাহলেই বুঝবে তোমার প্রতি ইনভেস্ট করাটা ভালোবাসার দান ছিল নাকি প্রত্যাশার ইনভেস্ট ছিল। তুমি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তোমাকে দোষারোপ করা হবে; তুমি কী কারণে পারো নাই তা কেউ বুঝতে চাইবে না; ভুল বোঝার জন্য অনেকে থাকে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ থাকে না। নিজের একান্ত দুর্দিনে কাউকেই পাশে পাওয়া যায় না। বাবা-মা, অমুক মামা, অমুক খালু, অমুক আঙ্কেল, অমুক ভাই-তমুক ভাই, অমুক বন্ধু-তমুক বন্ধু কাউকেই তখন পাশে পাওয়া যায় না।
প্রায় প্রত্যেকের জীবনেই একটা সংকটময় সময় থাকে। তোমার জীবনে  সেই দুঃসময়টা যেদিন আসবে সেদিন থেকে তুমি পরিপূর্ণ ও সক্ষম মানুষ হতে শিখবে, সেদিন তুমি বুঝবে যে তুমি আসলে কে? অমুকের ছেলে বা মেয়ে, অমুকের ভাতিজা, অমুকের ভাই, অমুকের বন্ধু, ব্লা ব্লা— এসব কোনোটাই কাজে আসে না। তুমি আসলেই একা এবং তোমার নিজের পথ তোমাকে একাই গড়ে নিতে হবে। এক্ষেত্রে নিজের জ্ঞানবুদ্ধি, সাহস ও কর্মসক্ষমতাই একমাত্র সহায়ক হিসেবে কাজে আসে।
দেখা যায় ভদ্র ছেলেদের লাইফ অনেক কষ্টের হয়, কারণ তারা এই সত্যটা অনেক দেরিতে বুঝতে পারে। শৈশবে দুষ্টু থাকা ছেলেগুলো অল্প বয়সে ভুল করে ও এর দ্বারা বুঝে যায় তার কাছের মানুষগুলো আসলেই তার কতটা কাছের এবং সেই মাফিক লাইফ সাজিয়ে নিতে পারে। কিন্তু ভদ্র ছেলেগুলো এই বাস্তবতা অনুধাবন করতে শেখে অনেক দেরিতে।
এন্টিবায়োটিকের ডোজ কম্পিলিট না করলে দুর্বল হয়ে থেকে বেঁচে যাওয়া ভাইরাস ব্যাক্টেরিয়া যেমন পরিস্থিতি বুঝে নিজেদের গঠন চেঞ্জ করে ফেলে নিজেকে সেই পরিস্থিতিতে টিকে থাকার উপযোগী করে গড়ে তোলে, এই বইটি পড়লে সেইসব পরিস্থিতিতে থাকা তরুণরা যারা এখনও জানে না ভবিষ্যতে তাদের সাথে কী ঘটতে চলেছে সেইসব ছেলেমেয়েরাও নিজেদের প্রকৃত অবস্থা অনুধাবন করতে শিখবে ও নিজেকে সেই পরিস্থিতিতে টিকে থাকার জন্য সেইভাবে গড়ে তুলতে সক্ষম হবে।
তাই এরূপ বিভিন্ন কনজারভেটিভ ফ্যামিলির সন্তানদের লাইফের বিভিন্ন পরিস্থিতি গবেষণা করে তা থেকে উত্তরণের সম্ভাব্য পন্থা ও পদ্ধতি নিয়ে এই বইটি লেখা হয়েছে। বইটি সে সকল ছেলেমেয়েদের উপকারে এলে আমাদের এই পরিশ্রম ও প্রয়াস সার্থক হবে।

বইটি প্রি-অর্ডার করতে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' এর ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে মেসেজ করুন। সম্পূর্ণ বই লেখা হলেই আমরা আপনাকে রিপ্লাই দিবো।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

টাইম পাবলিকেশন্স | A Publication of Life Academy

Parts of Speech (পদ)


Sentence এর মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি Word ই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশের ভিন্নতার ভিত্তিতে Sentence এ ব্যবহৃত Word গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে Parts of Speech বলে।
Part অর্থ অংশ, এবং Parts অর্থ অংশসমূহ আর Speech অর্থ উক্তি বা বাক্য। অর্থাৎ, Sentence এর প্রত্যেকটি Word ই হলো একেকটি Part of Speech। আর একটি বাক্যের সবগুলো Word কে একত্রে বলা হয় Parts of Speech।
Parts of Speech আট প্রকার।
যথা— 1. Noun, 2. Pronoun, 3. Adjective, 4. Verb, 5. Adverb, 6. Preposition, 7. Conjunction, 8. Interjection.

নিম্নে বিবরণ দেওয়া হলো→
1. Noun (বিশেষ্য): যে Word দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে Noun বলে। যেমন- Rayhan, Dhaka, Cow, Pen ইত্যাদি।
Noun প্রধানত দুই প্রকার, যথা— 1) Concrete Noun এবং 2) Abstract Noun

1) Concrete Noun (বস্তুবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু তথা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে বুঝায় তাকে Concrete Noun বলে।
Concrete Noun আবার চার প্রকার। যথা—
i) Proper Noun: এই Noun দ্বারা ব্যক্তিক নাম বুঝায়। আরও সহজভাবে বলতে গেলে Proper Noun নির্দিষ্ট কিছুকে বুঝায় । যেমন- Mahady, Chatra, Ntv, Titanic ইত্যাদি।
ii) Common Noun: এই Noun দ্বারা সাধারণ নাম বা জাতিকে নির্দেশ করে। যেমন- Student, Man, Birds, Ship ইত্যাদি।
iii) Collective Noun: এই Noun দ্বারা সমষ্টিবাচক কিছু জিনিসকে একটি জিনিসে প্রকাশ করা হয়। যেমন- A gang, An assembly, Cattle ইত্যাদি।
iv) Material Noun: এই Noun দ্বারা কোনো বস্তুকে বুঝায় বলে একে বলে বস্তুবাচক বিশেষ্য। যেমন- Pen, Book, Camera ইত্যাদি।

2) Abstract Noun (গুণবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোনো গুণের উল্লেখ করা হয় তাকে Abstract Noun বা গুণবাচক বিশেষ্য বলে। যেমন- Honesty, Poverty, Beauty ইত্যাদি।

❑ এছাড়াও আরও কিছু Noun:
[] Verbal Noon: Verb থেকে Noun উৎপন্ন হলে (verb এর শেষে 'tion/ sion যুক্ত হয়ে) তাকে Verbal Noun বলে। যেমন- Beautification, Verification, Action, Admission ইত্যাদি।

[] Gerund Noun: Verb এর Present Form এর সহিত ing যুক্ত Form যদি Sentence এ Noun এর মতো কাজ করে তবে তাকে Gerund Noun বলে। যেমন- Swimming is a good exercise. এই বাক্যে Swimming হলো Gerund Noun যা বাক্যে Noun এর ন্যায় Subject হিসেবে কাজ করেছে।

[] Countable and Uncountable Noun:
i) Countable Noun: যেসব Noun গণনা করা যায় সেগুলোকে Countable Noun বা গণ্যবাচক বিশেষ্য বলে। যেমন- Television, Desk, Cow, Boy ইত্যাদি।

ii) Uncountable Noun: যেসব Noun কে গণনা করা যায় না, পরিমাপ করতে হয় সেসব Noun কে Uncountable Noun বা পরিমাপবাচক বিশেষ্য বলে। যেমন- Water, Sugar, Rice ইত্যাদি।
তবে Uncountable Noun কে বিশেষ প্রক্রিয়ার Countable ধরে নেওয়া যায়। যেমন- Water = Uncountable কিন্তু A glass of water = Countable, Sugar = Uncountable কিন্তু A packet of sugar = Countable, Rice = Uncountable কিন্তু One Kilogram Rich = Countable ইত্যাদি।

2. Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে ব্যবহৃত Word বা Noun এর প্রতিনিধিকে Pronoun বলে। যেমন- Reyon is a boy. He lives in Dhaka. এখানে দ্বিতীয় বাক্যে Reyon এর পরিবর্তে He ব্যবহৃত হয়েছে, তাই তা Pronoun।

Pronoun এর প্রধান তিনটি রূপ:
Subject (কর্তা) ——— Object (কর্ম)  ——— Possessive (সম্বন্ধ পদ)
I ——————————— Me  ———————  My/ Mine
We —————————  Us   ———————  Our/ Ours
You ————————— You  ——————— Your/ Yours
He  —————————  Him  ——————    His
She  ————————— Her   ——————   Her/ Hers
They  ———————— Them  —————    Their / Theirs
It ——————————   It  ————————   Its
* Pronoun সম্পর্কে আরও বিস্তারিত ও পরিষ্কার জানা যাবে 'Pronoun in Details' অধ্যায়ে।


3. Adjective (বিশেষণ): যে Word দ্বারা Noun এবং Pronoun এর গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে Adjective বলে। Adjective এর কাজ হলো Noun ও Pronoun কে modify করা। যেমন— 1) He is a good boy. 2) It is a blue pen.
Look: 'blue' একটি Noun এবং এটি দ্বারা এক প্রকারের রঙকে বুঝায়; কিন্তু উপরের দ্বিতীয় বাক্যটিতে 'blue' Adjective হিসেবে কাজ করেছে। তাই এই বাক্যে এটি Pronoun ।

4. Verb (ক্রিয়া): যে Word দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে Verb বলে। যেমন— 1) You read a book. 2) I am talking with you.
* verb সম্পর্কে বিস্তারিত জানা যাবে Classification of Verbs অধ্যায়ে।

5. Adverb (ভাব বিশেষণ): যে Word Verb, Adjective বা অন্য কোনো Adverb সম্বন্ধে পরিষ্কার অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাকে Adverb বলে। অর্থাৎ যে সকল Word Noun এবং Pronoun ব্যতীত অপর কোনো Parts of Speech কে Modify করে তাকে Adverb বলে। যেমন— 1) He walks slowly. 2) It is a very good idea. 3) You are writing very fast.

6. Preposition (পদান্বয়ী অব্যয়): যে Word কোনো Noun বা Pronoun এর সঙ্গে Sentence এর অন্তর্গত অপর কোনো Word এর সম্পর্ক স্থাপন করে, Noun/ Pronoun এর অবস্থান তুলে ধরে তাকে Preposition বলে। যেমন— 1) The book is on the table. 2) He is a man of one-word.
এখানে on এবং of হলো Pronoun.
* Prepositions সম্পর্কে বিস্তারিত জানা যাবে 'Preposition' অধ্যায়ে।

7. Conjunction (সমুচ্চয়ী অব্যয়): যে Word দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে। যেমন— 1) Go to the showroom and see the products. 2) Divide and rule.

8. Interjection (আবেগসূচক অব্যয়): যে Word মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে Interjection বলে। যেমন— 1) Alas! I am undon. 2) Bravo! you are win.
এখানে Alas এবং Bravo হলো Interjection.

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।



লাইফের বিভিন্ন বিষয়ে উপদেশ-পরামর্শ পেতে লাইফ একাডেমির অ্যাডভইস ডেক্সে আসুন। আর Advice Desk এর ওয়েবসাইটের হোমপেজে যেতে এখানে—ক্লিক—করুন

সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk

প্রশাসন

-

পুলিশ

-

পাবলিক সার্ভিস

-

জরুরি সেবা

-

বিভিন্ন প্রতিষ্ঠান খোলা/ বন্ধের তথ্যাদি

-

Classification of Verbs (ক্রিয়ার প্রকারভেদ)


Verb এর কাজ হলো Subject কী করে তা আমাদের বলে দেওয়া। অন্য কথায়, যে Word দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন করা বা সম্পাদিত হওয়া বুঝায় তাকে Verb বলে।

Sentence গঠনে Verb খুবই গুরুত্বপূর্ণ; এজন্য Verb কে বাক্যের প্রাণ বলা হয়। Verb আমাদের যে তিনটি কথা বলে দেয় তা হলো—
i) কোনো ব্যক্তি বা বস্তু কী করে:
The bell rings. Aysha reads a book.
ii) কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কী করা হয়:
The book is read. English is spoken.
iii) কোনো ব্যক্তি বা বস্তু কী রকম হয়:
The boy is wicked. The pen is fine.

স্বরূপ প্রকৃতি ও ব্যবহারের উপর ভিত্তি করে Verb কে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। নিম্নে Verb এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করা হলো। প্রথমে Verb এর প্রকারভেদ নিয়ে নিম্নের চিত্রটি দেখে নাও→


Finite Verb: যে Verb Number, Person ও Tense অনুযায়ী পরিবর্তনশীল এবং বাক্যের বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে Finite Verb বলে। এর বাংলা অর্থ সমাপিকা ক্রিয়া।
উদাহরণ: 1) I go home. 2) He goes to school. 3) We went to market. 4) He has gone to Dhaka.

Non-finite Verb: যে Verb দ্বারা কোনো বাক্যের বক্তব্য শেষ হয় না বা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না এবং যে Verb Number, Person ও Tense অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে Non-finite Verb বলে। এর বাংলা অর্থ অসমাপিকা ক্রিয়া।
উদাহরণ: 1) Going to market he will buy a book. 2) The boy wants to go to the field. 3) I saw a flying bird.

Principal Verb: যে Verb এর নিজস্ব অর্থ আছে এবং Sentence এ প্রধান Verb হিসেবে ব্যবহৃত হয় তাকে Principal Verb বলে।
উদাহরণ: 1) He helps me. 2) We went to college.

Auxiliary Verb: যে Verb সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং Principal Verb কে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। এর নিজস্ব অর্থ নেই।
উদাহরণ: 1) He is writing a letter. 2) They will play cricket.

Auxiliary Verb আবার দুই প্রকার, যথা—
i) Primary Auxiliaries:
To be = be, am, is, are, was, were, be, being, been
To have = have, has, had, having
To do = do, does, did

i) Modal Auxiliaries: shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to ইত্যাদি।

√ Auxiliary Verb (Primary Auxiliary) এর মূল Verb রূপে ব্যবহার:
• To be Verb মূল Verb হিসেবে ব্যবহৃত হয় যখন Subject নিজে কিছু  হওয়া বুঝায়।
উদাহরণ: 1) I am a student. 2) He was a lover-boy. 3) Tania is a pilot. 4) You are a punctual person.

• To have verb মূল Verb হিসেবে ব্যবহৃত হয় যখন Subject এর অধীনে কোনো কিছু থাকা বুঝায় বা Subject কোনো কিছুর অধিকারী হওয়া বুঝায়।
উদাহরণ: 1) I have an android phone. 2) My uncle has three cows. 3) He had a vast property.

Transitive Verbs: যে Verb এর Object বা কর্ম আছে তাকে Transitive Verb বলে। এর বাংলা অর্থ স্বকর্মক ক্রিয়া।
উদাহরণ: 1) He draws a picture. 2) We drink tea. 3) I bought a book.
Look: Transitive Verb এর বাক্যে একাধিক Object বা কর্মপদ থাকতে পারে। যেমন— The cow gives us milk.
এক্ষেত্রে Verb কে "কী" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি মূখ্য কর্ম (milk), এবং "কাহাকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি গৌণ কর্ম (us)।

Intransitive Verb: যে Verb এর কোনো Object বা কর্ম নেই তাকে Intransitive Verb বলে। এর বাংলা অর্থ অকর্মক ক্রিয়া।
উদাহরণ: 1) He walk fast. 2) She was sleeping. 3) I went there.

Transitive Verb এর প্রকারভেদ:
1) Causative Verb: যে Verb এর Subject নিজে সরাসরিভাবে কাজ না করে অপরকে দিয়ে কাজটি সম্পন্ন করায় তাকে Causative Verb বলে। একে বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া।
যেমন— 1) The boy have his hair cut. 2) Mother shows moon to her baby. 3) He makes me laugh.
Look: make, get, let, cause, have, feed, teach, inform, raise, show, suckle, remained, fell, convince ইত্যাদি Causative Verb হিসেবে ব্যবহৃত হয়।

2) Reciprocal Verb: যে Verb দ্বারা Subject এবং Object এর মধ্যে Action-Interaction বুঝায় তাকে Reciprocal Verb বলে। অন্য কথায়, Reciprocal Pronoun কোনো Verb এর Object হলে তাকে Reciprocal Verb বলে।
যেমন— 1) They love each other. 2) We helped each other. 3) They showed respect one another.

3) Reflexive Verb: যে Verb এর Subject এবং Object একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে Reflexive Verb বলে। অন্যভাবে বললে, Reflexive Pronoun কোনো Verb এর Object হলে তাকে Reflexive Verb বলে।
যেমন— 1) The boy killed himself. 2) She fans herself.

4) Factitive Verb: Transitive Verb এর Object থাকা সত্ত্বেও যদি উহা অতিরিক্ত কোনো Word এর সাহায্য ব্যতীত সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে তাকে Factitive Verb বলে। এক্ষেত্রে যে অতিরিক্ত শব্দ বা শব্দসমষ্টি ব্যবহৃত হয় তাকে Transitive Verb এর Complement বলা হয়।
যেমন— 1) We made him captain. 2) We elected him chairman. 3) Mother made him honest.
make, select, elect, name, call, nominate, appoint ইত্যাদি Verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।

5) Quasi-passive Verbs: যে সকল Transitive Verb Active Voice এ থাকা সত্ত্বেও Passive এর অর্থ প্রকাশ করে তাদেরকে Quasi-passive Verb বলে।
যেমন— 1) Honey tastes sweet. 2) Rice sells cheap. 3) Books print here. 4) This book reads well.
Look: Quasi-passive এর ক্ষেত্রে Transitive Verb Intransitive এর মতো ব্যবহৃত হয়।

Intransitive Verb এর প্রকারভেদ:
1) Copulative Verb: Intransitive Verb কোনো Object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইহা সম্ভব হয় না। তখন অর্থকে সম্পূর্ণ করতে অতিরিক্ত Word এর সাহায্য নিতে হয়। এরূপ অতিরিক্ত Word এর সাহায্য গ্রহণকারী Verb কে Copulative Verb বলে।
যেমন— 1) The boy is intelligent. 2) The girl seems happy. 3) He became mad.

2) Cognate Verb: যখন কোনো Intransitive Verb সেই Verb এর অনুরূপ বা সমজাতীয় কোনো শব্দকে Object রূপে গ্রহণ করে তখন তাকে Cognate Verb বলে। একে বাংলায় বলা হয় সমধাতুজ ক্রিয়া।
যেমন— 1) He sings a song. 2) I slept a sound sleep. 3) I dreamed a sweet dream. 4) They fought a terrible fight.
Look: Cognate Verb এর ক্ষেত্রে Intransitive Verb Transitive এর মতো ব্যবহৃত হয়।

Non-finite Verb এর প্রকারভেদ: Non-finite Verb তিন প্রকার। যথা— 1) Participle, 2) Gerund এবং 3) Infinitive
নিম্নে এসব পর্যায়ক্রমে আলোচনা করা হলো:

1. Participle: Verb এর যে রূপ একই সঙ্গে Verb এবং Adjective এর কাজ করে তাকে Participle বলে।
উদাহরণ: 1) I saw a flying bird. 2) Don't get on a running train. 3) It is a singing bird. 4) Tahsan is a learned man.

Note: Participle কখনও কখনও সময়, কারণ, শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়।
যেমন— 1) Being attacked with cholera, he could not attend to his duties = কারণ।
2) While walking along the road, she met with an accident = সময়।
3) Turning to the left, you will find my office = শর্ত।

Participle প্রধানত তিন প্রকার। যথা—
i) Present Participle, ii) Past Participle, iii) Perfect Participle

i) Present Participle (V1+ing): Verb এর ing যুক্ত form যখন verb এবং adjective এর কাজ করে, তখন তাকে Present Participle বলে।
যেমন— 1) I saw a flying bird in the sky. 2) It is a interesting story. 3) The scenery looks charming.

ii) Past Participle: Verb এর Past Participle form ও একই সঙ্গে Verb এবং Adjective এর কাজ করে।
যেমন— 1) This is a broken car. 2) He is a learned man. 3) Tania found her lost book.

iii) Perfect Participle (having+ V3): Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে উহা adjective ও verb এর কাজ সম্পাদন করলে তাকে Perfect Participle বলে।
যেমন— 1) Having eaten my meal, I went to bed. 2) Having finished his work, he went home.


2. Gerund: Verb এর ing যুক্ত form যখন একই সঙ্গে Verb এবং Noun এর কাজ সম্পাদন করে তখন তাকে Gerund বলে।
উদাহরণ: 1) Swimming is a good exercise. 2) He started reading. 3) Waiting makes a man pure.

Gerund এর ব্যবহার:
(a) Verb এর Subject হিসেবে,
       Walking is a good exercise.
(b) Transitive Verb এর Object হিসেবে,
       Children like eating sweets.
(c) Verb এর Complement হিসেবে,
       His hobby is gardening.
(d) Preposition এর Object হিসেবে,
      Faisal is fond of playing.
(e) Compound noun এর অংশ হিসেবে,
      This is our drawing-room.

অতএব, Gerund Noun এর মতো কাজ করে।


3. Infinitive: Verb এর Present form এর পূর্বে to যুক্ত করে infinitive গঠিত হয়। ইহা Sentence এর Subject এর সাথে সম্পর্কিত নয় এবং Subject এর Number, Person ও Verb এর Tense ভেদে ইহার কোনো পরিবর্তন হয় না। ইহা শুধু Verb এর ভাব প্রকাশ করে। উদ্দেশ্য বুঝাতে ইহা ব্যবহৃত হয়। সাধারণত যেতে, খেতে, করতে, ধরতে  ইত্যাদি তে/ র যুক্ত ক্রিয়া বুঝাতে infinitive ব্যবহৃত হয়।
উদাহরণ:
1) I went to market to buy a shirt.
2) He has studied enough to pass the exam.
3) Everyday Hasan rises early to have a walk in fresh air.

Infinitive প্রধানত দুই প্রকার:
i) Simple বা Noun Infinitive: Infinitive যখন Noun এর কাজ করে তখন তাকে Simple বা Noun Infinitive বলে।
উদাহরণ: 1) To tell a lie is a great sin. 2) He refused to go there.

ii) Gerundial বা Qualifying Infinitive: Infinitive যখন কোনো কাজের উদ্দেশ্য, কারণ, শর্ত, ফলাফল প্রকাশ করে তাকে Gerundial বা Qualifying Infinitive বলে।
উদাহরণ: 1) I came to see him = উদ্দেশ্য
2) He is glad to see me = কারণ
3) They worked hard to succeed in life = ফলাফল।

Split Infinitive: Infinitive এর to যখন Verb থেকে বিচ্ছিন্ন হয়ে adverb এর পূর্বে বসে তখন তাকে Split Infinitive বলে।
যেমন— 1) I told him to quickly do the work. 2) He advised us to carefully do the work.

Bare Infinitive: যে সকল Verb এর ক্ষেত্রে infinitive এর to উহ্য থাকে তাকে bare infinitive বলে।
যেমন— 1) I shall help you do the work. (to do) 2) He advised me come here. (to come)


আরও কিছু Verb এর পরিচিতি:
Stative Verb: যে সকল Verb দ্বারা কোনো Continuous Action বুঝায় না, বরং একটি সুপ্ত বা Silent Verb বুঝায় তাকে Stative Verb বলে। এ সকল Verb এর কোনো Continuous Tense হয় না।
যেমন— 1) I love you. 2) He see me. 3) I hope it from you.
Love, see, notice, wish, hope, trust, suppose, mind, prefer ইত্যাদি Stative Verb হিসেবে ব্যবহৃত হয়।

Dynamic Verb: যে সকল Verb দ্বারা Continuous Action বুঝানো যায় এবং Continuous Tense এ ব্যবহৃত হয় সে সকল Verb কে Dynamic Verb বলে।
যেমন— 1) I am writing a letter. 2) We was sleeping then. 3) I will be reading a book.
অল্প কিছু Stative Verb ছাড়া বাকি সব Verb ই Dynamic Verb বা Action Verb.

Regular Verbs বা Weak Verbs: যে সকল Verb এর শেষে '-d' বা '-ed' যুক্ত হয়ে Past form এবং Past participle form গঠিত হয় সেসব Verb কে Regular Verb বা Weak Verb বলে।
যেমন— help → helped → helped, ask → asked → asked, pass → passed → passed ইত্যাদি।
প্রায় অধিকাংশ Verb ই Regular Verbs. তবে '-d' বা '-ed' যোগ করার ক্ষেত্রে কিছু বানানরীতি রয়েছে।

Irregular Verbs বা Strong Verbs: যে সকল Verb এর Past এবং Past Participle এর শেষে '-d' বা '-ed' থাকে না কিংবা নির্দিষ্ট কোনো নিয়ম প্রয়োগ করে Past form এবং Past participle form গঠন করা যায় না সেসব Verb কে Irregular Verb বা Strong Verb বলে। এসকল Verb গুলোর Past এবং Past Participle form গঠিত হয় Verb এর অভ্যন্তরীণ vowel পরিবর্তনের মাধ্যমে কিংবা সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে।
যেমন— do → did → done, go → went → gone, speak → spoke → spoken ইত্যাদি।
উল্লেখ্য, যে সকল Verb এর Present, Past এবং Past Participle form একই সেসবও Strong Verb.
আর কিছু কিছু Strong verb এর ভিতরের vowel পরিবর্তন করে Past form এবং n, ne, en যোগ করে Past Participle form গঠন করা হয়।

Linking Verbs: কোনো Sentence এর Subject এবং Complement একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে তাদের মধ্যেকার Verb কে Linking verb বলে। Linking verb এর পরের Complement কে Subjective Complement বলা হয়।
যেমন— 1) He is clever. 2) She was a singer. 3) It is I.

Group Verb: যখন কোনো Verb এর পরে Preposition যুক্ত হয়ে Verb টির কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তখন সেই Preposition যুক্ত Verb কে Group Verb বলে।
যেমন— Act for অর্থ কারো পক্ষে কাজ করা।
Die এর group verb সমূহ—
Die of = কোনো রোগে মারা যাওয়া
Die by = দুর্ঘটনা/ আত্মহত্যায় মারা যাওয়া
Die from = কোনো কারণে মারা যাওয়া
Die for = মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করা
Die in = ঘুমে মারা যাওয়া

উপসংহার: Verb এর আরও কিছু প্রকারভেদ আছে যথা- Active and Passive Verb, Simple and Complex Verb ইত্যাদি। তবে ইংরেজি শেখার জন্য এতকিছু জানার প্রয়োজন নেই। এমনকি এখানে আলোচিত সকল Verb গুলো সম্পর্কেও জানতে হবে না। শুধু Finite, Non-finite; Principal, Auxiliary; Transitive, Intransitive; Primary Auxiliary (To be, To have, To do), Modal Auxiliary; Participle (Present, Pest, Perfect), Gerund, Infinitive সম্পর্কে ভালো ধারণা থাকলেই হবে।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




তরুণ বয়সেই নিজের লাইফের ভবিষ্যৎ সম্ভাবনা জানতে ও লাইফের ফলপ্রসূ রূপরেখা ঠিক করে স্বপ্নকে সফল করতে পরামর্শ নিন লাইফ একাডেমির Advice Desk থেকে। সেজন্য আমাদের Personal Advising Program for Life Development এ অংশ নিন।
প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করুন→

সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk

এয়ার টিকেট

-

পার্টটাইম ওয়ার্কার

-

Phrase


একাধিক শব্দ মিলে যখন একটিমাত্র জিনিসকে নির্দেশ করে তাকে Phrase বলে। Phrase হলো Verb বিহীন Group of words যার দ্বারা কোনো একটি জিনিসকে বুঝায়। যেমন— I will be a bird of morning time. এখানে 'a bird of morning time' হলো একটি Phrase যাতে কয়েকটি শব্দ আছে কিন্তু কোনো Verb নেই এবং একটিমাত্র জিনিসকে নির্দেশ করছে।
অর্থাৎ, Phrase হলো একটি শব্দগুচ্ছ বা Group of words যাতে কোনো Subject এবং Finite Verb থাকে না। এগুলো Sentence এ একটি Parts of Speech এর ন্যায় কাজ করে।

Phrase এর কিছু প্রকারভেদ আছে; সেসব নিম্নে উদাহরণসহ আলোচনা করা হলো—
1) Noun Phrase: যে Phrase বাক্যে Noun এর মতো কাজ করে তাকে Noun Phrase বলে।
উদাহরণ— 1) He is a cabinet secretary. 2) I am a school boy.

2) Adjective Phrase: যে Phrase বাক্যে Adjective এর মতো কাজ করে তাকে Adjective Phrase বলে।
উদাহরণ— 1) He is an honest man. 2) You are a curious person.

3) Adverbial Phrase: যে Phrase বাক্যে Adverb এর মতো কাজ করে তাকে Adverbial Phrase বলে।
উদাহরণ— 1) He worked hard all bay long. 2) He want to do the work by all means.

4) Prepositional Phrase: যে Phrase বাক্যে Preposition এর মতো কাজ করে তাকে Prepositional Phrase বলে।
উদাহরণ— 1) He came here in order to talking revenge. 2) I am used to taking my bath with very cold water. 3) I went his home with a view to seeing him.

5) Idiomatic Phrase: যে Phrase Idioms এর মতো কাজ করে তাকে Idiomatic Phrase বলে।
(Idioms: যে সকল শব্দগুচ্ছ Sentence এ একটি Parts of Speech এর ন্যায় ব্যবহৃত হয় এবং তাদের অন্তর্নিহিত শব্দগুলোর কোনো অর্থ প্রকাশ না করে একেবারে ভিন্ন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাকে Idioms বলে। এর বাংলা অর্থ বাগধারা। এগুলো কোনো ভাষার নিজস্ব সম্পদ)।
উদাহরণ— 1) Life is not a bed of roses. 2) I saw the pond at a glance. 3) It has been raining cats and dog.

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।



লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

Voice (বাচ্য)


Voice হলো Verb এর গঠন যার দ্বারা Subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বুঝায়। Voice বাক্যের সৌন্দর্য বৃদ্ধি, ভাব প্রকাশের গভীরতা ও ক্রিয়া সম্পাদিত হওয়ার যথার্থতা নির্দেশ করে।

Voice দুই প্রকার; যথা— 1) Active Voice এবং 2) Passive Voice
নিম্নে সংজ্ঞা দেওয়া হলো:
1) Active Voice (কতৃবাচ্য): যে Sentence এ Subject বা কর্তা Active হয়ে তথা সক্রিয় হয়ে কাজ করে তাকে Active Voice বলে।
উদাহরণ: I do the work. He plays Cricket ইত্যাদি।

2) Passive Voice (কর্মবাচ্য): যে Sentence এ Subject নিজে সক্রিয় হয়ে কাজ করে না, বরং Object এর কাজ তার উপর এসে পড়ে তাকে Passive Voice বলে।
উদাহরণ: The work is done by me. Some steps have been taken to solve this problem ইত্যাদি।

তবে, Quasi-passive নামে আরও এক প্রকার বাচ্য আছে যাকে বাংলায় বলা হয় কতৃকর্মবাচ্য; অর্থাৎ কর্তাই (Subject) যখন কর্মপদ (Object) হয় তখন তাকে কর্তৃকর্মবাচ্য বলে। যেমন— Honey tests sweet. This book reads well ইত্যাদি।
এছাড়াও বাংলা ভাষায় ভাববাচ্য নামে একপ্রকার বাচ্য আছে, তবে English এ কোনো ভাববাচ্য হয় না।

❑ Voice পরিবর্তন:
Active Voice কে Passive Voice এ রূপান্তর করতে দুটি বিষয়ে নিশ্চিত হতে হবে। যথা—
• বাক্যটি কোন Tense এ লেখা আছে তা সনাক্ত করতে হবে।
• উক্ত বাক্যের Subject, Verb এবং Object সনাক্ত করতে হবে।
এরপর নিম্নের পদ্ধতি মোতাবেক কাজ করতে হবে→
1) Object কে Subject এ রূপান্তর করতে হবে।
2) Tense অনুসারে be verb বসবে।
3) মূল Verb এর Past Participle করতে হবে।
4) Preposition হিসেবে by/ with/ to বসবে।
5) Subject কে Object এ রূপান্তর করতে হবে।
6) বাক্যে যদি কোনো Extra অংশ বা লেজ থাকে তবে তা উপযুক্ত স্থানে  বসাতে হবে।

❑ জ্ঞাতব্য:
১. Passive Voice গঠনের সময় Continuous, Perfect এবং Perfect Continuous Tense এর ক্ষেত্রে এসব Tense এর Auxiliary Verb ছাড়াও Auxiliary Verb এর পরে Continuous Tense এর ক্ষেত্রে being, Perfect Tense এর ক্ষেত্রে been এবং Perfect Continuous Tense এর ক্ষেত্রে been being বসে।
২. Present Indefinite Tense এর ক্ষেত্রে  Auxiliary verb হিসেবে am/ is/ are এবং Past Indefinite Tense এর ক্ষেত্রে was/ were ব্যবহৃত হয়।
৩. Future Indefinite Tense এর ক্ষেত্রে Auxiliary Verb এর পরে be বসে।
৪. কোনো Modal Auxiliary verb থাকলে Passive করার সময় সেগুলোর পরে be বসে।

Note: যারা Tense এখনও ভালোভাবে শেখেন নাই তারা আগে ভালোভাবে Tense শিখে নিন; প্রত্যেক প্রকার Tense এর গঠন এবং Auxiliary Verb আয়ত্ত্ব করে নিন। তারপর Voices Change এর পদ্ধতি শিখে Voice এর Practice অংশে হাত দিন।

❑ Examples / Practice:
1) Active: I play Cricket.
Passive: Cricket is played by me.

2) Active: The cow gives us milk.
Passive: Milk is given us by the cow./ We are given milk by the cow.
Look: এই বাক্যে দুইটি Object বা কর্মপদ আছে। Verb কে "কী" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি মূখ্য কর্ম (milk), এবং "কাহাকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি গৌণ কর্ম (us)। এক্ষেত্রে মূখ্য কর্মকে Subject বানিয়ে Passive এর কাজ শুরু করা বেশি সুবিধার। তবে প্রাণীবাচক Object (গৌণকর্ম) কে Passive এর Subject করাই শ্রেয়।
* সাধারণত give, tell, ask, teach, show ইত্যাদি verb এর দুটি করে Object থাকতে পারে। বিশেষ করে Causative verb গুলোর Double Object থাকে।

3) Active: He teaches us English.
Passive: English is taught us by him./ We are taught English by him.

4) Active: I know him.
Passive: He is known to me.

5) Active: The river Chitra enhances the beauty of our village.
Passive: The beauty of our village is enhanced by the river Chitra.

6) Active: Fishermen catch various kinds of fishes in the river.
Passive: Various kinds of fishes are caught in the river by fishermen.

7) Active: Allah loves us all.
Passive: We all are loved by Allah.

8) Active: They are taking tea.
Passive: Tea is being taken by them.

9) Active: I am writing a letter.
Passive: A letter is being written by me.

10) Active: I am going to buy a car.
Passive: A car is going to be bought by me.

11) Active: They have not helped us.
Passive: We have not been helped by them.

12) Active: He has forbidden me to go out at night.
Passive: I have been forbidden to go out at night by him.

13) Active: She has found it at last.
Passive: At last it has been found by her./ It has been found at last by her.

14) Active: I have been watching TV for two hour.
Passive: TV has been being watched by me for two hour.

15) Active: He killed a bird.
Passive: A bird was killed by him.

16) Active: He made a kite.
Passive: A kite was made by him.

17) Active: But oneday I killed the bird whimsically.
Passive: But oneday the bird was killed whimsically by me.

18) Active: Father forbade me to go out at night.
Passive: I was forbidden to go out at night by father.

19) Active: The sound of chopping wood did not disturb me.
Passive: I was not disturbed by the sound of chopping wood.

20) Active: Cancer attacked him.
Passive: He was attacked with cancer. (√)

21) Active: He was reading a book.
Passive: A book was being read by him.

22) Active: They were ransacking the store at his present.
Passive: The store was being ransacked at his present by them.

23) Active: I had done the work.
Passive: The work had been done by me.

24) Active: I had been reading a book before you came.
Passive: A book had been being read by me before you came.

25) Active: I shall do the work.
Passive: The work will be done by me.

26) Active: She will help us.
Passive: We will be helped by her.

27) Active: You will be teaching us.
Passive: We will be being taught by you.

28) Active: I shall have helped you.
Passive: You will have been helped by me.

29) Active: I will have been writing story.
Passive: Story will have been being written by me.


❑ Interrogative Sentence কে Passive করার পদ্ধতি:
Interrogative Sentence কে Passive করার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। Yes/No Question এর ক্ষেত্রে করণীয় হলো— প্রথমে প্রশ্নবোধক বাক্যটির Auxiliary verb কে Subject এর পরে এনে বাক্যটিকে খসড়াভাবে মনেমনে Plain বিবৃতিমূলক বাক্য করে নিয়ে সেই বিবৃতিমূলক বাক্যটির Passive Voice করতে হবে, তারপর সেই Passive Voice এ থাকা বাক্যটিকে আবার প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করে নিতে হবে।
যেমন— Have you done the work?
 Draft : You have done the work.
       =>  The work has been done by you.
Passive : Has the work been done by you?

[] Examples—
1) Active: Do you hear me? (Phone)
Passive: Am I heard by you?

2) Active: Can you buy my hair?
Passive: Can my hair be bought by you?

3) Active: Are you making a noise in the class?
Passive: Is a noise is being made in the class by you?

4) Active: Has he not done the work?
Passive: Has the work not been done by him?

5) Active: Have you been reading a book since morning?
Passive: Has a book been being read by you since morning?

6) Active: Were you playing football?
Passive: Were football being played by you?

7) Active: Had he done the work?
Passive: Had the work been done by him?

8) Active: Will you love me?
Passive: Will I be loved by you?

9) Active: Will I be playing football?
Passive: Will football be being played by me?

10) Active: Will I have taken tea?
Passive: Will tea have* been taken by me?

আবার প্রশ্নটি যদি Wh Question হয়ে থাকে তবে সেক্ষেত্রে Active থেকে Passive করার কয়েকটি ফর্মুলা রয়েছে। নিম্নে সেসব দেওয়া হলো—
1. Who থাকলে তা By whom হয় এবং Tense ও Person অনুযায়ী Auxiliary verb + Object টির Subject form + Verb এর Past Participle করে Passive Voice করতে হয়।
* অনেক সময় এই Verb এর Past Participle এর পূর্বে be verb/ being/ been বসাতে হয়।
যেমন— i) Active : Who helped him?
Passive : By whom was he helped?

ii) Active: Who broke the glass?
Passive: By whom was the glass broken?

iii) Active : Who does it?
Passive : By whom is it done?

iv) Active : Who has broken the glass?
Passive : By whom has the glass been broken?

v) Active : Who is doing it?
Passive : By whom is it being done?

2. Whom থাকলে তা Who হয় এবং Tense অনুযায়ী Auxiliary verb + মূল Verb এর Past Participle + by + Subject টির Object form করে Passive Voice করতে হয়।
যেমন— i) Active : Whom do you want?
Passive : Who is wanted by you?

ii) Active : Whom does he like?
Passive : Who is liked by him?

3. What থাকলে What + Tense অনুযায়ী Auxiliary verb + মূল Verb এর Past Participle + by + Subject টির Object form করে Passive Voice করতে হয়।
যেমন— i) Active : What does he like?
Passive : What is liked by him?

ii) Active : What did you do yesterday?
Passive : What was done by you yesterday?

4. Why, when, where, how ইত্যাদি দ্বারা শুরু হওয়া Interrogative Sentence এর Passive Voice এর শুরুতে এসবই বসে এবং বাকি অংশ Yes/No Question এর Passive এর মতো করে লিখে Passive Voice করতে হয়।
যেমন— i) When have you done the work?
Passive : When has the work been done by you?

ii) Active : How have you done it?
Passive : How has it been done by you?

Note: Interrogative Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হবে সেটা Active form এ থাক আর Passive form ই থাক।

❑ Imperative Sentence কে Passive করার পদ্ধতি:
Imperative Sentence এর Passive করার সময় শুরুতেই Let লিখে Passive Voice গঠন করা শুরু করতে হয় এবং Auxiliary verb হিসেবে 'be' ব্যবহার করতে হয়।
যেমন—
i) Active: Do the sam.
Passive: Let the sam be done.
ii) Active: Open the door.
Passive: Let the door be opened.

👉 Active Voice এর শুরুতে Let থাকলে Passive এ দুইবার 'Let' লিখতে হবে না, একবার লিখলেই হবে।
যেমন—
i) Active: Let us do the work.
Passive: Let the work be done by us./ Let the work is done by us.
ii) Active: Let me use the shirt.
Passive: Let the shirt be used by me.

👉 Active Voice এর শুরুতে 'Do not' থাকলে Passive এর শুরুতে তা 'Let not' হবে।
যেমন—
i) Active: Do not tell a lie.
Passive: Let not a lie be told.
ii) Active: Do not make any mistake.
Passive: Let not any mistake be made.

👉 Active Voice এর প্রথমে বা শেষে Adverb থাকলে Passive করার সময় Adverb টি বাক্যের শেষে দিতে হয়।
যেমন—
Active: Always speak the truth.
Passive: Let the truth be spoken always.

Note: Imperative Sentence এ Second Person "you" যেহেতু উহ্য থাকে তাই এর Passive Voice এর ক্ষেত্রেও তেমনি "by you" উহ্য থাকবে, ইহা লেখা যাবে না।

❑ কিছু বিশেষ Sentence কে Passive করার পদ্ধতি:
নিম্নে কিছু বিশেষ Sentence কে Passive করার কিছু উদাহরণ দেওয়া হলো। যদিও এসবের প্রত্যেকটির নির্দিষ্ট নিয়ম আছে, তবে স্রেফ মনে রেখো তাহলেই হবে।
1) Factitive object/ Complementary object—
Active: We made him captain.
Passive: He was made captain by us.
* select, elect, nominate, make, call, name ইত্যাদি transitive verb গুলোর Factitive object তথা Complementary object প্রয়োজন হয়।

2) Reflexive Verb—
i) Active: He killed himself.
Passive: He was killed by himself.
ii) Active: Does he love himself?
Passive: Does he loved by himself?
* Sentence এর Subject এবং Object একই ব্যক্তি হলে তাকে Reflexive Verb বলে এবং এর Object কে Reflexive object বলে।

3) Quasi-passive—
i) Active: Honey tastes sweet.
Passive: Honey is sweet when it is tasted.
           Or, Honey is tasted sweet.
ii) Active: The sofa feels soft.
Passive: The sofa is soft when it is felt.
           Or, The sofa is felt soft.

4) Cognate Object—
i) Active: He will sing a song.
Passive: A song will be sung by him.
ii) Active: He dreamt a sweet dream.
Passive: A sweet dream was dreamt by him.

5) Infinitive যুক্ত Sentence—
i) Active: Rayhan has to do the work.
Passive: The work has to be done by Rayhan.
ii) Active: They used to take wormwood medicine.
Passive: Wormwood medicine used to be taken by them.
iii) Active: I want to eat rice.
Passive: Rice is wanted to be eaten by me.

6) Bare Infinitive—
Active: He made me do the work.
Passive: I was made to do the work by him.
* need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch ইত্যাদি verb গুলোর পরে Active Voice এ Infinitive 'to' উহ্য থাকে। আর Passive করার সময় সেই to লেখা হয়। তবে let থাকলে Passive এর ক্ষেত্রেও সেই to লেখা হয় না।

❑ Complex Sentence কে Passive করার পদ্ধতি:
Complex Sentence এর Principal Clause এবং Subordinate Clause উভয়েরই Passive করতে হয়। Principal Clause এর সাধারণত Object থাকে না; সেক্ষেত্রে উক্ত অংশের Object হিসেবে it নিতে হয়।
যেমন— i) Active : I know who can do it.
Passive : It is known to me by whom it can be done.
ii) Active : I know that you helped us.
Passive : It is known to me that we were helped by you.

Complex Sentence এর Subordinate Clause এর যদি Object না থাকে তবে Subordinate Clause এর Passive করার দরকার হয় না। এক্ষেত্রে শুধু উপরের পদ্ধতিতে Principal Clause অংশের Passive করা হয়।
যেমন— Active : I know that he is a good boy.
Passive : It is known to me that he is a good boy.

এছাড়াও Subordinate Clause এর that—সহ পরের সবটুকুকে Sentence এর Subject বানিয়ে Passive করা যায়।
যেমন—
i) Active : I know that he is a good boy.
Passive : That he is a good boy is known to me.
ii) Active : I know who was the captain of the team.
Passive : Who was the captain of the team is known to me.

✍️ Notable Knowledge—
Appropriate Preposition এর কারণে কিছু Verb এর পরে Preposition হিসেবে 'by' না বসে with, at, to ইত্যাদি বসে, যেমন—
gratify = gratified with, please = pleased with, satisfy = satisfied with, bless = blessed with, glad = glad at, know = known to, surprise = surprised at, annoy = annoyed at, fill = filled with ইত্যাদি।
উদাহরণ—
i) Active: Your work satisfied me.
Passive: I was satisfied with your work.
ii) Active: Your result glad us.
Passive: We were glad at your result.

❑ লক্ষ্য করুন:
শুধু Preposition by/with/to দেখে Passive চেনা সম্ভব না, কারণ অনেক সময় Preposition এবং Object উহ্য থাকে। তাই Sentence এ Verb এর আচরণ দেখে সেটি Active না Passive তা নির্ণয় করতে হবে। নিম্নে এরকম কিছু Passive এর উদাহরণ দেওয়া হলো:
1. He is called hero in our village.
2. Cricket is played in this stadium.
3. English is spoken all over the world.
4. Some steps have been taken to solve the problem.

এরূপ Object উহ্য থাকা Passive Voice সমূহকে Active Voice এ রূপান্তরের ক্ষেত্রে উহ্য থাকা Object টিকে বের করে এনে প্রথমে Subject এর স্থানে বসিয়ে বাকি অংশের Voice এর কাজ সম্পন্ন করতে হবে।
আর এরূপ ক্ষেত্রে Subject হিসেবে Someone, People, They, Nobody ইত্যাদি ব্যবহৃত হয়।
উদাহরণ:
1) Passive: English is spoken all over the world.
Active: People speak English all over the world./ The people all over the world speak English.

2) Passive: Some steps have been taken to solve unemployment problem.
Active: The government has taken some steps to solve unemployment problem.

3) Active: It is said.
Passive: Someone says it.
4) Active: He is not known here.
Passive : Nobody knows him here.

উপসংহার: দৈনন্দিন কাজের কিছু কিছু ক্ষেত্রে Active Voice এর পরিবর্তে Passive Voice ব্যবহার করা হয়। কারণ সেখানে Active Voice ব্যবহার করলে বার্তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
যেমন: Your internet service has been deactivated - এই বাক্যটির Active Voice হলো "We have deactivated your internet service"; আর এটি Active Voice এ বললে কথাটি অভদ্র কথা হতো, এর Passive এর ক্ষেত্রে "by us" কথাটি উহ্য ছিল এবং এতে করে খুব ভালোভাবেই ভদ্রতা রক্ষিত হয়েছিল।
Passive এর খুব ভালো একটি সুবিধা হলো কিছু অংশ (Object) উহ্য রাখা যায় Active এ যে অংশটি ছাড়া বাক্যই হতো না।
এছাড়াও ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে Passive Voice এর ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
আর এ অধ্যায়ে স্রেফ Active থেকে Passive করার পদ্ধতি দেখানো হলো, রিয়েল লাইফে যেসব ক্ষেত্রে Passive করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পরিবর্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেসব ক্ষেত্রে Passive করা হয় না।

© লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




DU Kha প্রিপারেশন হ্যাকস— তথ্য, পরামর্শ ও মডেল টেস্ট এই তিন মিলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটি অনন্য বই।

♦ বইটির অনন্য বৈশিষ্ট্যসমূহ—
• বইটি একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীকে ভর্তি প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিবে।
• এতে দেওয়া অনন্য পরামর্শগুলো একজন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার কৌশলগুলোতে পারদর্শী করে তুলবে।
• এতে দেওয়া উপলব্ধিমূলক মডেল টেস্টগুলো ভর্তি পরীক্ষার্থীকে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে পারফেক্ট করে প্রস্তুত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার জন্য স্মার্টলি পড়াশুনা করতে ও আনপ্রডাকটিভ বিষয়গুলো পড়া হতে বিরত রেখে সময়ের পরিপূর্ণ সদ্ব্যবহার করতে শেখাবে।
• বইটি একজন ভর্তি পরীক্ষার্থীর মানসিক শক্তি উন্নত করতে সহায়ক হবে।
• ভর্তি পরীক্ষার সময় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ থেকে নিরাপদ থেকে স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে।

বইটি অর্ডার করতে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' এর ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে মেসেজ করুন।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

টাইম পাবলিকেশন্স |
http://facebook.com/timepublications
Phone: 01746315639

Clauses


A clause is a group of words having a subject and a finite verb and at the same time forming the part of a large sentence. অর্থাৎ Clause হলো এমন একটি শব্দসমষ্টি যাতে একটি Subject এবং একটি finite verb থাকে এবং সেইসঙ্গে যা একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়।

Classification of Clauses: Clause তিন প্রকার, যথা—
1) Principal Clause বা Independent Clause
2) Subordinate Clause বা Dependent Clause
3) Coordinate Clause

1. Principal Clause: যে Clause এ একটি Subject এবং একটি Finite Verb থাকে এবং তাকে মূল Sentence থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Clause বলে।

2. Subordinate Clause: যে Clause এ একটি Subject এবং একটি Finite Verb থাকে কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate Clause বলে। এর সঙ্গে Conjunction যুক্ত থাকে।

3. Coordinate Clause: যখন দুই বা ততোধিক একই জাতীয় Clause কোনো Coordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Coordinate Clause বলে।

Examplification:—
1) I know him, who is a teacher.
2) If you work hard, you will be succeeded.
3) I am weak but I can walk.
Look: I know him এবং you will be succeeded হলো Principal Clause. who is a teacher এবং if you work hard হলো Subordinate Clause. I am weak এবং I can walk দুটিই Principal Clause Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়ে Coordinate Clause হয়েছে।



Subordinate Clause আবার তিন প্রকার, যথা—
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause

1. Noun Clause: Noun Clause বাক্যে Noun এর মতো কাজ করে। ইহা সাধারণত that, what দিয়ে শুরু হয়।
e.g.— 1) I know that he is a student. 2) He knew what was the problem.

2. Adjective Clause: Adjective Clause বাক্যে Adjective এর মতো কাজ করে। ইহা সাধারণত who, which, what, where, how, why etc দ্বারা শুরু হয়।
e.g.— 1) I know the man who was honest. 2) The pen which was green was bought by me.

3. Adverbial Clause: Adverbial Clause বাক্যে Adverb এর মতো কাজ করে। Adverbial Clause নয় প্রকার। নিম্নে বর্ণনা করা হলো—
1) Adverbial Clause of Time: ইহা Finite Verb এর সময় নির্দেশ করে। ইহা সাধারণত when, while, before, after, till, until, since ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) I saw him when he was running. 2) Wait here until I come.

2) Adverbial Clause of Place: ইহা সাধারণত Finite Verb এর স্থান নির্দেশ করে। ইহা where, whence ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) This is the place where I meet you first. 2) Stay where he was born at his coming birthday.

3) Adverbial Clause of Reason: ইহা Finite Verb এর কারণ নির্দেশ করে। ইহা as, since, because, that ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) As he is honest we believe him. 2) He can not come because he is ill.

4) Adverbial Clause of Purpose: ইহা Finite Verb এর উদ্দেশ্য নির্দেশ করে। ইহা That, in order that, so that, lest ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) He walked fast lest he should miss the train. 2) We eat so that we may live.

5) Adverbial Clause of Result: ইহা Finite Verb এর ফলাফল বা প্রভাব নির্দেশ করে। ইহা সাধারণত so...... that, such..... that ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) He is so weak that he can not walk. 2) What have I done that you desert me?

6) Adverbial Clause of Manner: ইহা Finite Verb এর পদ্ধতি/ প্রক্রিয়া, ধরন নির্দেশ করে। ইহা as, like, how, however ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) I work like a professional does. 2) You can travel as you want.

7) Adverbial Clause of Condition: ইহা Finite Verb এর শর্ত নির্দেশ  করে। ইহা if, unless, incase, whether, on condition, provided that, even, otherwise ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) If you love me I will marry you. 2) I may come incase I have time.

8) Adverbial Clause of Concession: ইহা Finite Verb এর সাথে এর ফলাফলের বৈসাদৃশ্য নির্দেশ করে। ইহা though, although, even, even if, whoever, whatever, however, whichever ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) Though he is poor he is honest. 2) I love you even you avoid me.

9) Adverbial Clause of Comparison/ degree: ইহা Finite Verb এর তুলনা নির্দেশ করে। ইহা as, so, such as, as..... as, so..... as ইত্যাদি দ্বারা শুরু হয়।
e.g.— 1) He is very honest such Hasan (R) was. 2) He is as wise as you (are).

লেখা ও সম্পাদনা: মেহেদী হাসান।
বই: A Handbook on English Grammar (লেখা চলছে)।




তরুণ বয়সেই নিজের লাইফের ভবিষ্যৎ সম্ভাবনা জানতে ও লাইফের ফলপ্রসূ রূপরেখা ঠিক করে স্বপ্নকে সফল করতে পরামর্শ নিন লাইফ একাডেমির Advice Desk থেকে। সেজন্য আমাদের Personal Advising Program for Life Development এ অংশ নিন।
প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করুন→

সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk